ইতিহাস গড়ল ভারতের জুনিয়র মহিলা হকি দল। রবিবার জাপানে চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার জুনিয়র পর্যায়ে মহিলা এশিয়া কাপ জিতল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুটি গোল করেন অন্নু এবং নীলম। দক্ষিণ কোরিয়ার একমাত্র গোলটি করেন পার্ক সিও ইয়ন। সেই ঐতিহাসিক জয়ের পর ভারতের জুনিয়র মহিলা দলের জন্য আর্থিক পুরস্কার করেছে হকি ইন্ডিয়া। প্রত্যেক খেলোয়াড় পাবেন দু'লাখ টাকা। প্রত্যেক সাপোর্ট স্টাফকে এক লাখ টাকা দেবে হকি ইন্ডিয়া। উল্লেখ্য, পুরুষদের জুনিয়র হকি এশিয়া কাপও জিতেছে ভারত। অর্থাৎ জুনিয়র পর্যায়ে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই এখন এশিয়াকে শাসন করছে টিম ইন্ডিয়া।
রবিবার জুনিয়র মহিলা এশিয়া কাপ ফাইনালের প্রথম কোয়ার্টারে কোনও দল গোল পায়নি। খেলার গতির বিপরীতে ২২ মিনিটে ডেডলক ভাঙেন অন্নু। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে যে সহজ সুযোগ ফস্কে দেন, তার প্রায়শ্চিত্ত করেন। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ভারত। তিন মিনিট পরেই গোল শোধ করেন পার্ক। ডানদিক থেকে দুরন্তভাবে উঠে আসে কোরিয়া। ডানদিক থেকেই গোল করে যান পার্ক।
তারপর ৪১ মিনিটে ভারতকে ফের এগিয়ে দেন নীলম। কোরিয়ার গোলকিপারের ডানদিক থেকে বলটা জালে জড়িয়ে দেন। যে লিডটা শেষপর্যন্ত ধরে রাখে ভারত। তবে যে কোনও মুহূর্তে গোল হজম করতে পারতেন প্রীতিরা। কারণ একের পর এক পেনাল্টি কর্নার উপহার দিচ্ছিল ভারত। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কোরিয়া।
আরও পড়ুন: HIL 2024: ২০২৪ সালে ফের চালু হতে পারে হকি ইন্ডিয়া লিগ, পরিকল্পনা হকি ইন্ডিয়ার
ম্যাচের সেরা হয়েছেন প্রীতি
ফাইনালে ম্যাচের নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক প্রীতি। তিনি জানান, রাউন্ড-রবিন পর্যায়ে কো়রিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর নিজেদের কৌশল ভালোভাবে তৈরি করে নিয়েছিল ভারত। প্রীতির কথায়, ‘কোরিয়ানদের চ্যালেঞ্জ টপকাতে কোন কোন জায়গায় আমাদের উন্নতি করতে হবে, সে বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা ছিল। ফাইনালে স্নায়ুর চাপ বেড়ে গিয়েছিল। আমরা জানতাম যে বিশেষ কিছু করার জন্য দলগতভাবে আমাদের সেরা ম্যাচটা খেলতে হবে। আর সেটাই করেছি। দেশকে গর্বিত করে আমরা অত্যন্ত আনন্দিত।’
বিশ্বকাপের টিকিট পেল ভারতীয় দল
অপরাজিতভাবে এবারের জুনিয়র মহিলা এশিয়া কাপ জিতেছে ভারত। সেইসঙ্গে মহিলা জুনিয়র মহিলা বিশ্বকাপের টিকিটও পেয়ে গিয়েছে। যা চলতি বছরের শেষের দিকে চিলিতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।