বাংলা নিউজ > ময়দান > ফের একসঙ্গে মাঠে নামছেন সচিন, সেহওয়াগ, যুবরাজ, পাঠানরা, টিভিতে ও অনলাইনে কবে, কোথায়, কখন দেখবেন ম্যাচ?

ফের একসঙ্গে মাঠে নামছেন সচিন, সেহওয়াগ, যুবরাজ, পাঠানরা, টিভিতে ও অনলাইনে কবে, কোথায়, কখন দেখবেন ম্যাচ?

সচিন ও ইরফান। ছবি- টুইটার।

প্রথম দিনেই ভারতীয় কিংবদন্তিদের মুখোমুখি বাংলাদেশ লেজেন্ড।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফের একসঙ্গে মাঠে নামছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠানের মতো কিংবদন্তিরা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১-এর প্রথম ম্যাচে ইন্ডিয়া লেজেন্ড মুখোমুখি হচ্ছে বাংলাদেশ লেজেন্ডের। দেখে নেওয়া যাক দুই প্রতিবেশী দেশের প্রাক্তন তারকাদের লড়াই কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

কবে অনুষ্ঠিত হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১-এর প্রথম ম্যাচ: ৫ মার্চ, ২০২১ (শুক্রবার)।

কোথায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়া লেজেন্ড বনাম বাংলাদেশ লেজেন্ড ম্যাচ: শহিদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (রায়পুর)।

কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার: কালার্স সিনেপ্লেক্স (COLORS Cineplex), কালার্স কন্নাড়া সিনেমা (COLORS Kannada Cinema), রিশতে সিনেপ্লেক্স (Rishtey Cineplex) ও ডিডি স্পোর্টসে (DD Sports) দেখা যাবে সরাসরি সম্প্রচার।

অনলাইন কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Voot app, Jio app, Jio Tv ও ওয়েবসাইটে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের স্কোর ও লাইভ আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

ইন্ডিয়া লেজেন্ড স্কোয়াড: সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, মহম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, নোয়েল ভেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমার।

বাংলাদেশ লেজেন্ড স্কোয়াড: খালেদ মাহমুদ, নফীস ইকবাল, মহম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালিদ মাশুদ, হানান সরকার, জাভেদ ওমর, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আফতাব আহমেদ, আলমগীর কবির, মহম্মদ শরিফ, মুশফিকুর রহমান ও মামুন রশিদ।

বন্ধ করুন