India vs Japan Highlights Hockey World Cup 2023: জাপানকে ৮-০ গোলে চূর্ণ করল ভারত। প্রজাতন্ত্র দিবসে রৌরকেল্লার মাঠে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে ভারত যে ঝড় তুলল, তাতে জাপান আর ঘুরে দাঁড়াতে পারল না। একের পর এক গোল করে গেলেন ভারতীয়রা। তাতে অবশ্য তেমন লাভ হল না।বরং হকি বিশ্বকাপে কোনও পদক না পাওয়ায় রীতিমতো হতাশ হবেন মনপ্রীতরা। হকি বিশ্বকাপে ভারত বনাম জাপান ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
ভারতের গোলের তালিকা
মনদীপ সিং (৩২ মিনিট), অভিষেক (৩৫ মিনিট), বিবেক সাগর (৩৯ মিনিট), অভিষেক (৪৩ মিনিট), হরমনপ্রীত সিং (৪৫ মিনিট), মনপ্রীত সিং (৫৮ মিনিট), হরমনপ্রীত সিং (৫৮ মিনিট) এবং সুখজিৎ সিং (৫৯ মিনিট)।
৮-০! জাপানকে চূর্ণ করে হকি বিশ্বকাপে যাত্রা শেষ করল ভারত
বাজল ফাইনাল হুটার। জাপানকে ৮-০ গোলে হারিয়ে দিল ভারত।
আট নম্বর গোল ভারতের
শেষলগ্নে অষ্টম গোল ভারতের। ভারত ৮-০ জাপান। আবারও পেনাল্টি কর্নার থেকে গোল ভারতের। এবার গোলের তালিকায় নাম জুড়ল সুখজিৎ সিংয়ের।
সপ্তম গোল ভারতের!
সপ্তম গোল ভারতের! পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগফ্লিকে গোল করলেন হরমনপ্রীতের।
ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি কর্নার পেল ভারত
ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি কর্নার পেল ভারত। টিম ইন্ডিয়া প্রথম গোল করার পর থেকে জাপান আর দাঁড়াতেই পারল না।
৬ নম্বর গোল ভারতের
হাফ-ডজন গোল! এবার গোল করলেন মনপ্রীত সিং। ভারত ৬-০ জাপান। ৫৮ মিনিটে হল গোল।
জয়ের থেকে মাত্র ৩ মিনিট দূরে ভারত
জয়ের থেকে মাত্র তিন মিনিট দূরে ভারত। হাফ-ডজন গোল করতে পারবে?
৫ গোলে প্রজাতন্ত্র দিবস উদযাপন ভারতীয় হকির!
এবার গোলের তালিকায় নাম লেখালেন হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগফ্লিক। গোওওওল হরমনপ্রীত।
তৃতীয় কোয়ার্টার শেষ
তৃতীয় কোয়ার্টার শেষ। ভারত ৪-০ জাপান। তৃতীয় কোয়ার্টারেই চারটি গোল করেছে ভারত।
তৃতীয় কোয়ার্টারে তাণ্ডব ভারতের! ১১ মিনিট করল ৪ গোল
চতুর্থ গোল ভারতের। ভারত ৪-০ জাপান। ডি বক্সের মধ্যে বল পেয়ে রিভার্স স্টিকে বাঁ-দিকের কর্নারে বল রাখলেন। গোওওওওওল। ৪৩ মিনিটে গোল করলেন।
তৃতীয় কোয়ার্টারে ৩ গোল করল ভারত, ব্যাকফুটে জাপান
পেনাল্টি কর্নার থেকে সরাসরি গোল আসেনি। কিন্তু ফিরতি বলে গোল করে গেলেন বিবেক। ভারত ৩-০ জাপান। ৩৯ মিনিটে গোল এল।
পেনাল্টি কর্নার ভারতের
পেনাল্টি কর্নার ভারতের। হরমনপ্রীত কৌরের ড্র্যাগফ্লিক। জাপানের খেলোয়াড়ের পায়ে লাগল। চোট লাগল? উঠে দাঁড়ালেন। পরপর দুটি পেনাল্টি কর্নার।
পেনাল্টি কর্নার জাপানের
পেনাল্টি কর্নার জাপানের। ভারতীয় খেলোয়াড়ের পায়ে লেগেছে বলে ফের পেনাল্টি কর্নার। রেফারেল ভারতের। রিপ্লেতে দেখা গেল, পায়ে লাগেনি বল। স্টিকে লেগে বেরিয়ে গিয়েছে। লং কর্নার জাপানের।
৩ মিনিটে ২ গোল ভারতের! তৃতীয় কোয়ার্টারে করতে পারল ‘ফিনিশ’
একের পর এল দুই। রিভার্স স্টিকে এল ভারতের দ্বিতীয় গোল। গোল পেলেন অভিষেক। ভারত ২-০ জাপান। ৩৫ মিনিটে গোল এসেছে। যে গোলের মূল কারণ হল মিডফিল্ড। দ্রুত বলটা ছেড়ে দেওয়ায় জাপানের রক্ষণ ছন্নছাড়া হয়েছিল।
স্ট্র্যাটেজি পালটেই এল গোল, অবশেষে জাপানের জালে বল জড়াল ভারত
গোওওওওওল ভারতের। পেনাল্টি কর্নার থেকে গোল পেল ভারত। এবার কিছুটা স্ট্র্যাটেজি পরিবর্তন। অমিত রুইদাস সরাসরি গোলের দিকে শট নেননি। ডানদিকে দাঁড়ানো মনদীপ সিংয়ের বল বাড়ালেন। যিনি স্রেফ স্টিক বাড়িয়ে জালে বল জড়িয়ে দিলেন। গোওওওওল। ভারত ১-০ জাপান। ৩২ মিনিটে গোল ভারতের।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার ভারতের।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার ভারতের। ১৩ মিনিট বাকি। বক্সের মধ্যে জাপানের খেলোয়াড়ের পায়ে বল লেগেছে বলে রেফারেল ভারতের। পেনাল্টি কর্নারে ভারতের আবেদন বজায় থাকল।
এবার গোল করতে পারবে ভারত
শুরু হল তৃতীয় কোয়ার্টারের খেলা। এবার গোল করতে পারবে ভারত?
প্রথমার্ধের পরিসংখ্যান একনজরে
গোলের উদ্দেশে শট - আটটি শট মেরেছে ভারত। ছ'টি শট মেরেছে জাপান। ভারতের সার্কেল পেনিট্রেশন ১৬ টি। জাপানের ন'টি। বিপক্ষের বক্সে জাপানের পজেশন ৪১ শতাংশ। বিপক্ষের বক্সে ভারতের পজেশন ৫৯ শতাংশ।
শেষ প্রথমার্ধ
বাজল হুটার। শেষ প্রথমার্ধের খেলা। ভারত ০-০ জাপান।
আক্রমণে গোলকানা, দুর্বল জাপানের কাছেও থরহরকম্পি ভারতীয় রক্ষণের
আক্রমণে গোলকানা ভারতীয় দল। একাধিক জাপানের বক্সে ঢুকেও গোল এল না। সেইসঙ্গে দুর্বল জাপানের বিরুদ্ধেও থরহরকম্পি ভারতীয় রক্ষণের। ভারত ০-০ জাপান।
ভারতকে বাঁচালেন শ্রীজেশ
ভারতকে বাঁচিয়ে দিলেন শ্রীজেশ। জাপানের শট রুখে দিলেন। ভারতীয় রক্ষণের থরহরিকম্প।
ডি বক্সে ঢুকলেন অভিষেক
ডি বক্সের কাছে বল পেয়ে হুড়মুড়িয়ে ঢুকে গেলেন অভিষেক। দারুণ স্কিল। কিন্তু না! সেই গোলই অধরা থাকল।
সার্কেল পেনিট্রেশনে এগিয়ে ভারত
সার্কেল পেনিট্রেশনে অনেক এগিয়ে ভারত। জাপান ৪-১১ ভারত। কিন্তু আসল জিনিসটাই পায়নি টিম ইন্ডিয়া। করতে পারেনি গোল।
গোল এল না ভারতের
এবারও পেনাল্টি কর্নার থেকে গোল পেল না ভারত। লং কর্নার ভারতের।
তৃতীয় পেনাল্টি কর্নার পেল ভারত
কাউন্টারে তৃতীয় পেনাল্টি কর্নার পেল ভারত। ডি বক্সের মধ্যে আকাশদীপের থেকে বল কাড়ার সময় পেনাল্টি কর্মার হজম করল জাপান।
রক্ষা পেল ভারত
পরপর দুটি দ্বিতীয় পেনাল্টি কর্নার জাপানের। রক্ষা পেল ভারত। বল ক্লিয়ার করে দিল ভারতীয় রক্ষণ। প্রতি-আক্রমণে ভারত।
ছন্নছাড়া ভারতের রক্ষণ
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ভারতের রক্ষণ ছন্নছাড়া হয়ে গেল। শুরুতেই প্রায় গোল করে দিচ্ছিল জাপান। বাঁচালেন ভারতের গোলকিপার। পেনাল্টি কর্নার জাপানের।
মুহূর্মুহূ আক্রমণ ভারতের, তবে এখনও এল না গোল, চাপে জাপান
প্রথম কোয়ার্টারে মুহূর্মুহূ আক্রমণ ভারতের। একাধিক সুযোগ এল। শুধু এল না গোল। বিশেষত ভারত হতাশ হবে যে দুটি পেনাল্টি কর্নারই কাজে লাগাতে পারল না। ভারত ০-০ জাপান।
জাপানকে বাঁচালেন গোলকিপার
প্রথম কোয়ার্টারের শেষলগ্নে দারুণ সুযোগ অভিষেকের। ডি বক্সের ঠিক মাথায় জাপানের ডিফেন্ডারকে পিছনে রেখে খেলতে থাকেন। আচমকা পিছনে ঘুরে শট। বাঁচিয়ে দিলেন জাপানি গোলকিপার।
রাজকুমারের শট বাঁচালেন জাপানি গোলকিপার
রাজকুমার পালের রিভার্স শট। বাঁচিয়ে দিলেন জাপানের গোলকিপার। জোরদার শট মারেন। কিন্তু গোল হল না।
গোল এল না ভারতের
দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকেও গোল পেল না ভারত। হরমনপ্রীতের শট গোলে ঢুকল না। হতাশ হবে ভারত। ভারত ০-০ জাপান।
ফের পেনাল্টি কর্নার ভারতের
দ্বিতীয় পেনাল্টি কর্নার ভারতের। প্রথম পেনাল্টি কর্নারে ভালো বলটা আসে। কিন্তু ড্র্যাগ ফ্লিক সোজা লাগল জাপানের ডিফেন্ডারের গায়ে। ফের পেনাল্টি কর্নার ভারতের।
ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার
ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার পেল ভারত। ডি বক্সের মধ্যে ঢুকে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা ভারতের। পেনাল্টি কর্নার।
জমাট রক্ষণ জাপানের
ডানপ্রান্ত থেকে বাঁ-প্রান্তে খেলা ঘোরাল ভারত। ডি বক্সের মধ্যে থেকে রিভার্স শটের চেষ্টা ভারতীয় অধিনায়ক হরমনপ্রীতের। জমাট রক্ষণ জাপানের। ইন্টারসেপশন তাকুমার।
আক্রমণে ভারত
আক্রমণে ভারত। পেনাল্টি কর্নারের আবেদন ভারতের। তবে পেনাল্টি কর্নার হয়নি। জাপান রেফারেল নিয়েছে। বক্সের বাইরে আকাশদীপের পায়ে বল লাগার দাবি করে আবেদন। রিপ্লেতে দেখা গেল, আকাশদীপের পায়ে লেগেছে বল। ফ্রি-হিট ভারতের।
কানায়-কানায় পূর্ণ স্টেডিয়াম
কোনও পদক আসবে না। হতাশাজনক বিশ্বকাপ। তারপরও রৌরকেল্লার স্টেডিয়াম পুরো গমগম করছে। ওড়িশা সত্যিই হকি অন্ত প্রাণ। সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারবেন হরমনপ্রীতরা?
প্রজাতন্ত্র দিবসে জয় উপহার দেবেন হরমনরা? ভারতের সামনে জাপান
প্রজাতন্ত্র দিবসে জয় উপহার দিতে পারবেন হরমনরা? জাপানের বিরুদ্ধে লড়াই শুরু ভারতের। রৌরকেল্লায় খেলা হচ্ছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি শ্যুট-আউটে হেরে গিয়েছিল ভারত। চতুর্থ কোয়ার্টারের শুরু পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ৩-৩ করেছিলেন কিউয়িরা। ১৮ শটের শ্যুটআউটে ৫-৪ গোলে হেরে গিয়েছিল ভারত।
জাপানের প্রথম একাদশ
সেরেন তানাকা (অধিনায়ক), তাকাশি ইয়াশিকাওয়া (গোলকিপার), কোজি ইয়ামাসাকি, শোতা ইয়াদা, তাইকি তাকাডে, তাকুমা নিওয়া, রাইকি ফুজিশিমা, কেন নাগাইয়াসি, ইয়ামো ওকা, মাসাকি ওহাশি এবং কাইতো তানাকা।
ভারতের প্রথম একাদশ
হরমনপ্রীত সিং (অধিনায়ক), কৃষ্ণন পাঠক (গোলকিপার), সুরেন্দর কুমার, মনপ্রীত সিং, মনদীপ সিং, শামসের সিং, বরুণ কুমার, রাজকুমার পাল, অমিত রুইদাস, বিবেক সাগর প্রসাদ এবং সুখজিৎ সিং।
ভারত ও জাপানের মুখোমুখি রেকর্ড
এখনও পর্যন্ত ভারত এবং জাপান ৩২ বার মুখোমুখি হয়েছে। ২৬ বার জিতেছে ভারত। তিনবার জিতেছে জাপান। তিনটি ম্যাচ ড্র হয়েছে।
হতাশার বিশ্বকাপে জয় দিয়ে শেষ করতে পারবে ভারত? সামনে জাপান
পদকের আশা আগেই শেষ হয়ে গিয়েছে। আজ নিয়মরক্ষার নবম-দশম স্থানের ম্যাচে জাপানের বিরুদ্ধে নামছে ভারত। যে ম্যাচটা জিতে হতাশাজনক বিশ্বকাপের শেষটা ইতিবাচকভাবে করতে চাইবে টিম ইন্ডিয়া।