বাংলা নিউজ > ময়দান > IND vs WI 2nd Test: উইকেট পেলেও এখনও প্রভাবহীন অশ্বিনরা, ভারত কি তবে পয়েন্ট খোয়াবে?
জাদেজাকে নির্দেশ দিচ্ছেন রোহিত। ছবি- এপি।

IND vs WI 2nd Test: উইকেট পেলেও এখনও প্রভাবহীন অশ্বিনরা, ভারত কি তবে পয়েন্ট খোয়াবে?

India vs West Indies 2nd Test Day 3 Live Score: ম্যাকেঞ্জিকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশনে ভারতকে একমাত্র সাফল্য এনে দেন মুকেশ কুমার। দ্বিতীয় সেশনে ব্রাথওয়েটের উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। শেষ সেশনে একটি করে উইকেট নেন জাদেজা ও সিরাজ।

কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দু'দিন দাপট দেখায় টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে প্রথম ইনিংসে বড় রানের বোঝা চাপিয়ে দেন রোহিত শর্মারা। মাইলস্টোন ম্যাচে দুর্দান্ত শতরান করে বিরাট কোহলি গড়েন একাধিক রেকর্ড। যদিও পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও জমাট প্রতিরোধ গড়ে তোলে। তারা নিজেদের প্রথম ইনিংসে লড়াই জারি রেখেছে এখনও। তৃতীয় দিনে সবার নজর ছিল ভারতের স্পিন জুটি অশ্বিন-জাদেজার দিকে। দুই স্পিনার উইকেট তুললেও ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা যথাযথ সামলান তাঁদের।

23 Jul 2023, 03:36:48 AM IST

পয়েন্ট খোয়ানোর আশঙ্কা ভারতীয় শিবিরে

কুইন্স পার্ক ওভালের দ্বিতীয় টেস্টে নিতান্ত ধীর ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ। দেখে মনে হচ্ছে ম্যাচ ড্র করার চেষ্টায় মরিয়া ক্যারিবিয়ানরা। ম্যাচে এখনও ২ দিনের খেলা বাকি। শেষমেশ দ্বিতীয় টেস্ট ড্র হলে ভারত সিরিজ জিতবে বটে, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পয়েন্ট খোয়াতে হবে রোহিতদের। সেক্ষেত্রে পুরো পয়েন্ট নিয়ে দেশে ফেরা হবে না ভারতের।

23 Jul 2023, 03:18:56 AM IST

তৃতীয় দিনের খেলা শেষ

ভারতের ৪৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২২৯ রান সংগ্রহ করে। তারা সাকুল্যে ১০৮ ওভার ব্যাট করে। সুতরাং, এখনও ২০৯ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ান দল। আলিক আথানাজে ১১১ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার মেরেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১১ রান করে নট-আউট থাকেন জেসন হোল্ডার। ভারতের হয়ে ৩৭ রানে ২টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট দখল করেন অশ্বিন, মুকেশ ও সিরাজ।

23 Jul 2023, 03:11:25 AM IST

২১০ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

১০৭ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ২২৮ রান। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে এখনও ভারতের থেকে ২১০ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ান দল। ৩৭ রানে ব্যাট করছেন আথানাজে। ১১ রানে ব্যাট করছেন জেসন হোল্ডার।

23 Jul 2023, 02:59:00 AM IST

হোল্ডারকে নিয়ে লড়াই জারি আথানাজের

১০৫ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ২২৪ রান। আথানাজে ৩৫ রানে ব্যাট করছেন। তিনি ৩টি চার মেরেছেন। হোল্ডার ৯ রানে ব্যাট করছেন। তিনি ১টি চার মেরেছেন।

23 Jul 2023, 02:34:39 AM IST

১০০ ওভারের খেলা শেষ

১০০ ওভার ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২১১ রান সংগ্রহ করেছে। ৩০ রানে ব্যাট করছেন আলিক আথানাজে। জেসন হোল্ডার ব্যাট করছেন ১ রানে।

23 Jul 2023, 02:22:54 AM IST

বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু

বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু হলে আথানাজের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে আসেন জেসন হোল্ডার। ৯৮ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিদের স্কোর ৫ উইকেটে ২০৮ রান। ২৮ রানে ব্যাট করছেন আথানাজে।

23 Jul 2023, 01:36:14 AM IST

সিরাজের বলে বোল্ড জোশুয়া

৯৭.২ ওভারে সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জোশুয়া ডা'সিলভা। ২৬ বলে ১০ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ২০৮ রানে ৫ উইকেট হারায়। জোশুয়া আউট হওয়া মাত্রই বৃষ্টির জন্য় ম্যাচ থমকে যায়। ঢাকা দেওয়া হয় পিচ।

23 Jul 2023, 01:13:28 AM IST

২০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

৯৫তম ওভারে প্রথম ইনিংসে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের স্কোর ৪ উইকেটে ২০৭ রান। ২৮ রানে ব্যাট করছেন আথানাজে। ৯ রানে ব্যাট করছেন জোশুয়া ডা'সিলভা।

23 Jul 2023, 01:02:35 AM IST

লড়াই জারি আথানাজের

৯২ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১৯৪ রান। ব্যক্তিগত ২০ রানে ব্যাট করছেন আলিক আথানাজে। ৮ রান করেছেন জোশুয়া।

23 Jul 2023, 12:39:16 AM IST

ব্ল্যাকউডকে ফেরালেন জাদেজা

চায়ের বিরতির পরে প্রথম ওভারেই ব্ল্যাকউডের উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। ৮৬.৩ ওভারে জাদেজার বলে স্লিপে ব্ল্যাকউডের দুর্দান্ত ক্যাচ ধরেন অজিঙ্কা রাহানে। ২টি বাউন্ডারির সাহায্যে ৯২ বলে ২০ রান করে মাঠ ছাড়েন জার্মাইন। ওয়েস্ট ইন্ডিজ ১৭৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোশুয়া ডা'লিসভা।

23 Jul 2023, 12:15:45 AM IST

তৃতীয় দিনের চায়ের বিরতি

ভারতের ৪৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের চায়ের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলেছে। তারা সাকুল্যে ৮৬ ওভার ব্যাট করেছে। ভারতের থেকে এখনও ২৬৪ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ান দল। জার্মাইন ব্ল্যাকউড ৮৯ বলে ১৬ রান করেছেন। মেরেছেন ১টি চার। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ১৩ রান করেছেন আলিক আথানাজে। এখনও পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা, মুকেশ কুমার ও রবিচন্দ্রন অশ্বিন।

22 Jul 2023, 11:58:53 PM IST

চায়ের বিরতির আগে সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

৮৩ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ১৭১ রান। ৮১ বলে ১৪ রান করেছেন ব্ল্য়াকউড। ৩৫ বলে ১২ রান করেছেন আথানাজে। ব্ল্যাকউড ১টি ও আথানাজে ২টি চার মেরেছেন।

22 Jul 2023, 11:35:50 PM IST

২৭৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

৭৮ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ১৬০ রান। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ভারতের থেকে এখনও ২৭৮ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ান দল। ১২ রানে ব্যাট করছেন ব্ল্যাকউড।

22 Jul 2023, 11:13:52 PM IST

ব্রাথওয়েটকে ফেরালেন অশ্বিন

ব্রাথওয়েটকে ফিরিয়ে দ্বিতীয় টেস্টে উইকেটের খাতা খুললেন রবিচন্দ্রন অশ্বিন। ৭২.৪ ওভারে অশ্বিনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান দলনায়ক। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩৫ বলে ৭৫ রান করে মাঠ ছাড়েন ব্রাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ দলগত ১৫৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিক আথানাজে।

22 Jul 2023, 10:59:58 PM IST

১৫০ ছুঁল ওয়েস্ট ইন্ডিজ

৬৯তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে তাদের স্কোর ২ উইকেটে ১৫০ রান। ব্রাথওয়েট ২১৮ বলে ৬৮ রান করেছেন। ৪৯ বলে ১২ রান করেছেন ব্ল্যাকউড।

22 Jul 2023, 10:37:49 PM IST

ওয়েস্ট ইন্ডিজকে টানছেন ব্রাথওয়েট

৬৩ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১৪০ রান। ২০১ বলে ৬৭ রান করেছেন ক্রেগ ব্রাথওয়েট। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ২৯ বলে ৪ রান করেছেন ব্ল্য়াকউড।

22 Jul 2023, 10:12:56 PM IST

মুকেশের ওভারে ১২ রান

৫৮তম ওভারে মুকেশ কুমারের তৃতীয় বলে ছক্কা মারেন ব্রাথওয়েট। চতুর্থ বলে ওভার-থ্রোয়ে ৪ বাড়তি চার রান উপহার দেন জাদেজা। সেই বলে ৫ রান ওঠে। পঞ্চম বলে ১ রান নেন ব্ল্যাকউড। ওভারে মোট ১২ রান ওঠে। ৫৮ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১৩৪ রান। ব্রাথওয়েট ৬৪ রানে ব্যাট করছেন।

22 Jul 2023, 09:49:58 PM IST

হাফ-সেঞ্চুরি ব্রাথওয়েটের

৪টি বাউন্ডারির সাহায্যে ১৭০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ক্রেগ ব্রাথওয়েট। ৫৪ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১২০ রান। ব্রাথওয়েট ৫১ ও ব্ল্যাকউড ১ রানে ব্যাট করছেন।

22 Jul 2023, 09:42:38 PM IST

দ্বিতীয় সেশনের খেলা শুরু

লাঞ্চের পরে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু। ব্রাথওয়েটের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন জার্মাইন ব্ল্যাকউড। ৫২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১১৭ রানে। ৪৯ রানে ব্যাট করছেন ব্রাথওয়েট। মুকেশ ৭ ওভারে ৩টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

22 Jul 2023, 09:12:15 PM IST

লাঞ্চের বিরতি

বৃষ্টি থেমেছে। তবে ভিজে আউট ফিল্ডের জন্য তড়িঘড়ি পুনরায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। তাই নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের লাঞ্চের বিরতি নেওয়া হয়। খেলা শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী ১২টা ১০ মিনিটে। অর্থাৎ, ভারতীয় সময় অনুযায়ী ৯টা ৪০ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় সেশনের খেলা।

22 Jul 2023, 08:55:02 PM IST

ফের বৃষ্টি

আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামার পরেই ফের বৃষ্টি নামে কুইন্স পার্ক ওভালে। ফলে ফের ঢাকা দেওয়া হয় পিচ। পুনরায় ম্যাচ শুরুর অপেক্ষা আরও দীর্ঘ হল নিশ্চিত।

22 Jul 2023, 08:45:39 PM IST

মাঠ পরিদর্শনে আম্পায়াররা

আশার আলো পোর্ট অফ স্পেনে। বৃষ্টি থেমেছে। তুলে ফেলা হয়েছে পিচের কভার। আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমেছেন। তাড়াতাড়িই পুনরায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।

22 Jul 2023, 08:29:54 PM IST

বৃষ্টিতে থমকে ম্যাচ

ম্যাকেঞ্জি আউট হওয়ার পরেই বৃষ্টি নামে ত্রিনিদাদে। ফলে ম্যাচ সাময়িকভাবে থমকে যায়। তড়িঘড়ি ঢাকা দেওয়া দয় কুইন্স পার্ক ওভালের বাইশগজ।

22 Jul 2023, 08:26:26 PM IST

ম্য়াকেঞ্জিকে ফেরালেন মুকেশ

৫১.৪ ওভারে মুকেশ কুমারের বলে উইকেটকিপার ইশান কিষানের দস্তানায় ধরা পড়েন কার্ক ম্যাকেঞ্জি। ৫৭ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজ ১১৭ রানে ২ উইকেট হারায়। টেস্ট তথা আন্তর্জাতিক কেরিয়ারে এটি মুকেশ কুমারের প্রথম উইকেট।

22 Jul 2023, 08:20:55 PM IST

৫০ ওভারের খেলা শেষ

প্রথম ইনিংসে ৫০ ওভার ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে। ব্রাথওয়েট ৪৯ রানে ব্যাট করছেন। ম্যাকেঞ্জি করেছেন ৩২ রান। আপাতত ভারতের থেকে ৩২১ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

22 Jul 2023, 08:08:36 PM IST

মেডেন ওভারে তৃতীয় দিনে অভিযান শুরু মুকেশের

দ্বিতীয় দিনে মেডেন ওভার দিয়ে নিজের বোলিং অভিযান শুরু করেন মুকেশ কুমার। তৃতীয় দিনেও মেডেন ওভারেই লড়াই শুরু করেন তিনি। ৪৮তম ওভারে মুকেশ কোনও রান খরচ করেননি। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১১২ রান। ব্রাথওয়েট ৪৫ ও ম্যাকেঞ্জি ৩২ রানে ব্যাট করছেন।

22 Jul 2023, 07:54:22 PM IST

১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

৪৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ১০১ রান। ব্রাথওয়েট ৪০ ও ম্যাকেঞ্জি ২৬ রানে ব্যাট করছেন।

22 Jul 2023, 07:46:27 PM IST

আগ্রাসী শুরু ম্যাকেঞ্জির

দিনের তৃতীয় ওভার তথা ইনিংসের ৪৪তম ওভারে জয়দেব উনাদকাটের বলে পরপর ২টি চার মারেন ম্যাকেঞ্জি। ৪৪ ওভার শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৯৮ রান। ২৫ রানে ব্যাট করছেন ম্যাকেঞ্জি। ৩৮ রান করেছেন ব্রাথওয়েট।

22 Jul 2023, 07:33:48 PM IST

তৃতীয় দিনের খেলা শুরু

গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রাথওয়েট ও ম্যাকেঞ্জি তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামেন। ভারতের হয়ে বোলিং শুরু করেন জয়দেব উনাদকাট। ওভারের শেষ বলে ৩ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন ম্যাকেঞ্জি। ৪২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৮৯ রান।

22 Jul 2023, 07:11:47 PM IST

কুম্বলেকে ছোঁয়ার সুযোগ অশ্বিনের সামনে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের এক ইনিংসে ৫টি উইকেট নিলেই অনিল কুম্বলের একটি সর্বকালীন টেস্ট রেকর্ড ছুঁয়ে ফেলবেন রবিচন্দ্রন অশ্বিন। সেক্ষেত্রে কুম্বলের সঙ্গে যুগ্মভাবে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সব থেকে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়া বোলারে পরিণত হবেন অশ্বিন। কুম্বলে টেস্টে মোট ৩৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। অশ্বিন এই কৃতিত্ব অর্জন করেছেন ৩৪ বার। সার্বিকভাবে এই তালিকায় কুম্বল ছাড়া অশ্বিনের থেকে আগে রয়েছেন কেবল মুথাইয়া মুরলিধরন (৬৭), শেন ওয়ার্ন (৩৭) ও রিচার্ড হ্যাডলি (৩৬)।

22 Jul 2023, 06:35:20 PM IST

লিয়নকে টপকাতে অশ্বিনের দরকার ১১টি উইকেট

সব থেকে বেশি টেস্ট উইকেট সংগ্রহের নিরিখে অস্ট্রেলিয়ার নাথান লিয়নকে টপকাতে অশ্বিনের দরকার ১১টি উইকেট। অশ্বিনের ঝুলিতে রয়েছে আপাতত ৪৮৬টি উইকেট। তিনি সার্বিক তালিকার নয় নম্বরে রয়েছেন। আট নম্বরে থাকা লিয়ন সংগ্রহ করেছেন ৪৯৬টি উইকেট।

22 Jul 2023, 06:17:47 PM IST

নজর থাকবে বাংলার মুকেশের দিকেও

পোর্ট অফ স্পেনের পিচে ভারতকে সফল হতে হলে অশ্বিন-জাদেজার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সন্দেহ নেই। তবে অভিষেককারী মুকেশ কুমার কেমন বল করেন, সেদিকে নজর থাকবে ভারতীয় সমর্থকদের। কেননা, এই পিচেই ওয়েস্ট ইন্ডিজের ৩ পেসার মিলে ৬টি উইকেট নিয়েছেন। সুতরাং, পেসারদের সাফল্য পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে বাইশগজে। দ্বিতীয় দিনে মুকেশ সাকুল্যে ৪ ওভার বল করেছেন। ১টি মেডেন-সহ মাত্র ১০ রান খরচ করেছেন তিনি।

22 Jul 2023, 06:04:58 PM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৮ রানে। টিম ইন্ডিয়া সাকুল্যে ১২৮ ওভার ব্যাট করে। বিরাট কোহলি ১২১, রবীন্দ্র জাদেজা ৬১, রবিচন্দ্রন অশ্বিন ৫৬ ও ইশান কিষান ২৫ রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। ২টি উইকেট দখল করেন জেসন হোল্ডার। ১টি উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮৬ রান তোলে। তারা ৪১ ওভার ব্যাট করে। ৩৩ রান করে আউট হন তেজনারায়ণ চন্দ্রপল। ক্রেগ ব্রাথওয়েট ৩৭ ও কার্ক ম্যাকেঞ্জি ১৪ রানে নট-আউট থাকেন। ভারতের হয়ে একমাত্র উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা।

22 Jul 2023, 06:04:59 PM IST

প্রথম দিনের স্কোর

ত্রিনিদাদে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম দিনে ৮৪ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রান তোলে। রোহিত শর্মা ৮০, যশস্বী জসওয়াল ৫৭, শুভমন গিল ১০ ও অজিঙ্কা রাহানে ৮ রানে আউট হন। বিরাট কোহলি ৮৭ ও রবীন্দ্র জাদেজা ৩৬ রানে অপরাজিত থাকেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

T20 বিশ্বকাপ জিতলে মোটা টাকা ঢুকবে বাবরদের পকেটে, আগাম পুরস্কার ঘোষণা PCB-র গরমে সকালে হাঁটার চাইতে নাকি সন্ধ্যায় হাঁটা অনেক ভালো! বিশেষজ্ঞদের পরামর্শ কী ICSE ও ISC-র রেজাল্ট প্রকাশিত হচ্ছে একটু পরেই, এই পেজের লিঙ্কটা আছে তো? দেখে নিন LSG-এর বিরুদ্ধে ১উইকেট নিলেও,মালিঙ্গার রেকর্ডে থাবা নারিনের,ছুঁলেন রাসেলেরও নজির শিয়ালদায় 'কলিং অন সিগন্যালে' লোকাল ট্রেন চালানোয় কি রয়েছে বিপদ? মুখ খুলল রেল ‘ওটুকু সময় বাড়িতে একা…’! ডোনা নাচতে গেলে কী করে সৌরভ,জবাব অবাক করেছিল ঋতুপর্ণকে আন্তর্জাতিক নো ডায়েট ডে, কেন পালন করা হয় দিনটি? শুনলে অবাক হয়ে যাবেন সেনার 'না', জোকা-এসপ্ল্যানেড মেট্রোর জট ছাড়াতে বিকল্প প্রস্তাব কর্তৃপক্ষের IPL 2024-এ ব্যাটে রানের ফুলঝুরি,৬বার দু'শোর গণ্ডি টপকে MI-এর কৃতিত্বে ভাগ KKR-এর IPL 2024: ৯৮ রানের বিশাল ব্যবধানে হার, লজ্জায় মুখ পুড়িয়ে অবাঞ্ছিত নজির লখনউয়ের

Latest IPL News

ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের? নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.