বাংলা নিউজ > ময়দান > IND vs WI 2nd Test: ভিলেন হল বৃষ্টি, ম্যাচ জিততে না পারলেও সিরিজের দখল নিল ভারত
বৃষ্টিতে যথা সময়ে শুরু করা যায়নি ম্যাচ। ছবি- বিসিসিআই।

IND vs WI 2nd Test: ভিলেন হল বৃষ্টি, ম্যাচ জিততে না পারলেও সিরিজের দখল নিল ভারত

India vs West Indies 2nd Test Day 5 Live Score: বৃষ্টির জন্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা ভেস্তে যায়। ফলে ড্র ঘোষিত হয় ম্যাচ।

প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নেওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ব্যাটিং করে কুইন্স পার্ক ওভালে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয়ে। জয়ের লক্ষ্য ক্যারিবিয়ান দলের নাগালের মধ্যে থাকলেও চতুর্থ দিনেই একজোড়া উইকেট হারিয়ে বসে তারা। অশ্বিন শেষ ইনিংসে রং ছড়াতে শুরু করেছিলেন। শেষ দিনে ভারতীয় স্পিনারদের সামনে কতটা প্রতিরোধ গড়তে পারতেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, তা নিয়ে সংশয় ছিলই। যদিও ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির প্রভাব পড়ে ম্যাচে। দফায় দফায় ম্যাচ থমকে গেলেও খেলা হয় দিনের বেশিরভাগ ওভার। শেষ দিনে ভারি বৃষ্টির পূর্বাভাস ছিল পোর্ট অফ স্পেনে। তাই শেষ দিনের খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিল। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়।

25 Jul 2023, 12:47:30 AM IST

ম্যাচের সেরা সিরাজ

কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত শতরান করনে বিরাট কোহলি। তিনি ম্যাচের সেরা ক্রিকেটার হওয়ার অন্যতম দাবিদার ছিলেন। তবে প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নেওয়ার সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন মহম্মদ সিরাজ।

25 Jul 2023, 12:45:35 AM IST

ম্যাচের গতিপ্রকৃতি

টস- টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের প্রথম ইনিংস: প্রথম ইনিংসে ভারত ৪৩৮ রান তোলে।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস: প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৫৫ রান তোলে।
ভারতের দ্বিতীয় ইনিংস: দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮১ রান তুলে ব্যাট ছেড়ে দেয় ভারত।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস: দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ৭৬ রান তোলে।

25 Jul 2023, 12:27:59 AM IST

ম্যাচ ড্র, সিরিজ জিতল ভারত

দ্বিতীয় টেস্ট ড্র ঘোষিত হওয়ায় ভারত দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নিয়ে টানা ৯টি টেস্ট সিরিজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তারা টানা ২৫টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে অপরাজিত থাকে।

25 Jul 2023, 12:27:08 AM IST

ভেস্তে গেল শেষ দিনের খেলা

শেষ দিনে বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই মতো কুইন্স পার্ক ওভালে দফায় দফায় বৃষ্টি নামে। ফলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা ভেস্তে যায়। 

24 Jul 2023, 10:54:33 PM IST

ফের পিছল ম্যাচ শুরুর সময়

১০টা ৪৫ মিনিট নাগাদ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে হালকা বৃষ্টিতে ফের পিছিয়ে যায় ম্যাচ শুরুর সময়। যদিও এখন বৃষ্টি হচ্ছে না। তুলে ফেলা হচ্ছে পিচ কভার।

24 Jul 2023, 09:51:03 PM IST

কখন শুরু হবে ম্যাচ?

নতুন করে বৃষ্টি না হলে ভারতীয় সময় অনুযায়ী রাত ১০টা ৪৫ মিনিটে শুরু হবে শেষ দিনের খেলা। আলো কমে না এলে শেষ দিনে সাকুল্যে ৬৭ ওভার খেলা হতে পারে।

24 Jul 2023, 09:33:17 PM IST

লাঞ্চের বিরতি

বৃষ্টিতে শেষ দিনের প্রথম সেশনের খেলা নষ্ট হয়। আম্পায়াররা লাঞ্চের বিরতি ঘোষণা করেন। লাঞ্চের পরে খেলা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। আপাতত বৃষ্টি হচ্ছে না পোর্ট অফ স্পেনে। পুরোপুরি তুলে ফেলা হয়েছে কভার। মাঠ প্রস্তুত করার কাজে ব্যস্ত রয়েছেন মাঠকর্মীরা। 

24 Jul 2023, 08:52:36 PM IST

আশার আলো পোর্ট অফ স্পেনে

বৃষ্টি থেমেছে। তুলে ফেলা হচ্ছে পিচের কভার। যদিও মাঠ খেলার উপযোগী করে তুলতে সময় লাগবে। তাড়াতাড়িই জানা যাবে শেষ দিনে খেলা শুরু হবে কখন।

24 Jul 2023, 08:10:43 PM IST

ইতিমধ্যেই ২ ঘণ্টার খেলা নষ্ট

ইতিমধ্যেই শেষ দিনে ২ ঘণ্টার খেলা নষ্ট হয়েছে বৃষ্টিতে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে নির্ধারিত সময়ের আগেই নেওয়া হতে পারে লাঞ্চের বিরতি।

24 Jul 2023, 07:35:13 PM IST

বৃষ্টি জারি, সময় কমছে ভারতের

বৃষ্টি জারি রয়েছে পোর্ট অফ স্পেনে। সময় কমছে ভারতের। পুনরায় খেলা শুরু করা গেলেও রোহিতরা শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে অল-আউট করার পর্যাপ্ত সময় পাবেন কিনা সন্দেহ।

24 Jul 2023, 07:03:45 PM IST

বৃষ্টিতে যথা সময়ে শুরু করা গেল না ম্যাচ

শেষ দিনে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে অর্থাৎ, ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য যথা সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামলে ম্যাচ শুরু হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে সন্দেহ নেই।

24 Jul 2023, 06:50:20 PM IST

শেষ দিনে দু'দলের টার্গেট

ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর জন্য শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও ২৮৯ রান। ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে ভারতের দরকার আরও ৮টি উইকেট।

24 Jul 2023, 06:30:29 PM IST

চতুর্থ দিনের স্কোর

চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৫৫ রানে। তারা সাকুল্যে ১১৫.৪ ওভার ব্যাট করে। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৬০ রানে ৫টি উইকেট নেন সিরাজ। ২টি করে উইকেট নেন মুকেশ ও জাদেজা। অশ্বিন দখল করেন ১টি উইকেট। ১৮৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তারা ২৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। রোহিত ৫৭, যশস্বী ৩৮, ইশান কিষান অপরাজিত ৫২ ও গিল অপরাজিত ২৯ রান করেন। জয়ের জন্য ৩৬৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা চতুর্থ দিনের শেষে ৩২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭৬ রান তোলে। ব্রাথওয়েট ২৮ রানে আউট হন। চন্দ্রপল ২৪ ও ব্ল্যাকউড ২০ রানে নট-আউট থাকেন। ২টি উইকেটই নেন অশ্বিন।

24 Jul 2023, 06:30:29 PM IST

তৃতীয় দিনের স্কোর

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২২৯ রান সংগ্রহ করে। ব্রাথওয়েট ৭৫, ম্যাকেঞ্জি ৩২, ব্ল্যাকউড ২০ ও জোশুয়া ১০ রানে আউট হন। আথানাজে ৩৭ ও হোল্ডার ১১ রানে নট-আউট থাকেন।

24 Jul 2023, 06:30:29 PM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৮ রানে। ভারত সাকুল্যে ১২৮ ওভার ব্যাট করে। বিরাট কোহলি ১২১, রবীন্দ্র জাদেজা ৬১ ও রবিচন্দ্রন অশ্বিন ৫৬ রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮৬ রান তোলে। ৩৩ রান করে আউট হন তেজনারায়ণ চন্দ্রপল।

24 Jul 2023, 06:30:29 PM IST

প্রথম দিনের স্কোর

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম দিনে ৮৪ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রান তোলে। রোহিত শর্মা ৮০, যশস্বী জসওয়াল ৫৭, শুভমন গিল ১০ ও অজিঙ্কা রাহানে ৮ রানে আউট হন। বিরাট কোহলি ৮৭ ও রবীন্দ্র জাদেজা ৩৬ রানে অপরাজিত থাকেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ভারী বৃষ্টি বাংলায়, ঘূর্ণিঝড় তৈরির আগেই বইবে ঝোড়ো হাওয়া, কোথায় কোথায় হবে? ২০১৯-তে স্রেফ অঘটন? আমেঠিতে পরীক্ষায় স্মৃতি, রাহুল সরে যাওয়ায় লাভ হবে কংগ্রেসের? রাজনাথ, রাহুল, স্মৃতির পরীক্ষা, আজ দেশের ৪৯ আসনে ভোট, অযোধ্যা-সহ কোথায় নজর? কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ, খোঁজ চলছে, বার্তা মন্ত্রীর জলের তলায় যাওয়া থেকে ব্যাডমিন্টন ম্যাচ! ভোটার টানতে অভিনব কসরত ভাগ্যের হাতে মার খেল RR, কারা কোয়ালিফায়ারে, কারা খেলবে এলিমিনেটর, স্পষ্ট হল ছবি সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু ‘নবীনের আমলে ওড়িশা ৫০ বছর পিছিয়ে গিয়েছে’ মুখ্যমন্ত্রীকে তোপ অমিত শাহের লোকসভার মধ্যেই অসমে প্রকাশ্যে BJP-র আদি-নব্য দ্বন্দ্ব, অস্বস্তিতে গেরুয়া শিবির

Latest IPL News

সঞ্জুদের কপাল পোড়াল বৃষ্টি, ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে RR যারা আমাদের দেখে হাসছিল, তাদের জন্য… সমালোচকদের জবাব দিলেন RCB-র মহিলা ক্রিকেটার বিরাট এনার্জিই আমাদের গোটা দলকে চার্জ করত- প্লে অফে ওঠার আসল রহস্য ফাঁস সকলেই দশকের পর দশক ধরে এই RCB দলকে মনে রাখবে- কেন এমন বললেন দীনেশ কার্তিক বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.