বাংলা নিউজ > ময়দান > T20 সিরিজ খেলতে এ বছরই ভারতে আসছে বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান পুরুষ ও মহিলা দল

T20 সিরিজ খেলতে এ বছরই ভারতে আসছে বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান পুরুষ ও মহিলা দল

অস্ট্রেলিয়া ও ভারতের পুরুষ দলের দুই অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও রোহিত শর্মা। ছবি- বিসিসিআই।

দুই সিরিজের দিনক্ষণ বা ভেন্যু নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

সোমবারই (৩০ মে) ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আসন্ন ক্রিকেট মরশুমের জন্য নিজেদের সূচি প্রকাশ করা হয়েছে। সেই সূচি অনুযায়ী এ বছরেই অস্ট্রেলিয়া পুরুষ এবং মহিলা উভয় দলই ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসতে চলেছে। 

অস্ট্রেলিয়ার মহিলা দল এ বছরের ডিসেম্বরে পাঁচ ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ খেলবে ভারতে। ভারতীয় মহিলা দল বিশ্বকাপের পর প্রথমবার জুলাইয়ে কমনওয়েলথ গেমসেই খেলতে নামবে। তারপর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে খেলবেন হরমনপ্রীতরা। ভারত বাদে পাকিস্তানের সঙ্গেও নিজেদের ঘরের মাঠে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অপরদিকে, পুরুষ দল নিজেদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে সেপ্টেম্বরে ভারতে আসবে। তবে এই দুই সিরিজেরই দিনক্ষণ বা কোথায় খেলা হবে, সেইসব মাঠ বিসিসিআই বা ক্রিকেট অস্ট্রেলিয়া কারুর তরফেই জানানো হয়নি।

আরও পড়ুন:- ঠাসা ক্রীড়াসূচি, কমনওয়েলথ গেমস ছাড়াও শ্রীলঙ্কা ও ইংল্যান্ড সফরে মিতালিরা!

আরও পড়ুন:- ফের রমেশ পাওয়ারেই আস্থা BCCI-এর, মন্ধানাদের কোচ হিসেবে বহাল থাকলেন 'মুম্বইকার'

পুরুষদের সিরিজের ক্ষেত্রে মনে করা হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের পরেই সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে প্যাট কামিন্সরা ভারতে আসবেন। কামিন্সদের তিন ফর্ম্যাটের পূর্ণ সিরিজেই এ বছর ভারতে আসার কথা ছিল। তবে কোভিডের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর পিছিয়ে আসায়, তা আর সম্ভব হচ্ছে না। টেস্ট সিরিজটা পরের বছর ফেব্রুয়ারি, মার্চ নাগাদই হওয়ার কথা। অজিদের দুই দলই বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজেতা, তাই তাদের বিরুদ্ধে কিন্তু ভারতীয় দলগুলির হাড্ডাহাড্ডি সিরিজ হবে বলে আশা করাই যায়। 

 

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন