বাংলা নিউজ > ময়দান > কোহলির সঙ্গে আলাপচারিতা ফাইনালের আগে আমাদের মানসিকভাবে চাঙ্গা করেছে: ধুল

কোহলির সঙ্গে আলাপচারিতা ফাইনালের আগে আমাদের মানসিকভাবে চাঙ্গা করেছে: ধুল

যশ ধুল (ছবি:ইনস্টাগ্রাম)

বিরাটের সঙ্গে এই আলাপচারিতা যে তাদেরকে ফাইনালের আগে মানসিকভাবে চাঙ্গা করেছে তা অকপটে জানিয়ে দিলেন যুব দলের অধিনায়ক যশ ধুল।

শুভব্রত মুখার্জি: অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আগেই যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয় জুনিয়র দলে 'ছোট ভাই'দের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নেন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তথা প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০০৮ সালে বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দলের যুব বিশ্বকাপ জেতার কাহিনী থেকে শুরু করে আসন্ন ফাইনালের জন্য ধুলদের শুভেচ্ছাবার্তা-সহ তাদের মনোবল বাড়ানোর চেষ্টা এই আলাপচারিতায় কোনকিছুই বাদ রাখেননি বিরাট। বিরাটের সঙ্গে এই আলাপচারিতা যে তাদেরকে ফাইনালের আগে মানসিকভাবে চাঙ্গা করেছে তা অকপটে জানিয়ে দিলেন যুব দলের অধিনায়ক যশ ধুল।

 

youtube.com/watch?v=xH67bqGqkP4

ধুল জানিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামার আগে বিরাটের সঙ্গে এই মত বিনিময় ছিল অসাধারণ। যশ ধুল জানান, 'ফাইনালের জন্য আমাদেরকে বিরাট শুভেচ্ছা জানিয়েছেন। ওর সঙ্গে বাক্যালাপ আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে। আপনার মনোবল এমনিতেই বেড়ে যায়, আপনি মানসিকভাবে চাঙ্গা অনুভব করেন যখন একজন সিনিয়র ক্রিকেটার আপনার সঙ্গে কথা বলেন। আমরা কীভাবে আমাদের পরিকল্পনার বাস্তবায়ন ঘটাব তা নিয়ে আমাদের পরামর্শ দেন।আমাদের খেলাটার বেসিক বিষয়ের উপর উনি জোড় দিতে বলেন। ওর সঙ্গে এই বাক্যালাপের অনুভূতি অসাধারণ ছিল।'

ধুল আরও জানিয়েছেন, 'আমাদের মনোবল খুব বেশি রয়েছে। আমরা ফাইনালে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামছি। ইংল্যান্ড আফগানিস্তানের বিরুদ্ধে একটা খুব ক্লোজ ম্যাচ খেলেছে। আমরা আমাদের ফর্মকে ফাইনালে ধরে রাখতে চাইব। আমাদের স্পিনাররা খুব ভাল বল করছে। আমরা আমাদের পরিকল্পনার বাস্তবায়ন করার চেষ্টা করব। নিজেদের ১০০ শতাংশ দিতে সকলেই প্রস্তুত। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি। অনেক অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি। আমরা সময়ের মূল্য জানি। কীভাবে বড় ম্যাচের আগে মানসিকভাবে প্রস্তুত হতে হয় সেটাও আমরা জানি। আমাদের খেলার উন্নতি ঘটেছে। আমরা চাপ কীভাবে সামলাতে হয় সেই বিষয়টা অনেকটাই শিখেছি।'

বন্ধ করুন