
MI vs CSK: আইপিএলের ইতিহাসে দুরন্ত মাইলস্টোন ধোনির
১ মিনিটে পড়ুন . Updated: 19 Sep 2020, 10:57 PM IST- মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ২০২০-র উদ্বোধনী ম্যাচেই সর্বকালীন নজির গড়েন CSK অধিনায়ক।
ইন্ডিয়ান প্রিমিয়র লিগে অনন্য মাইলস্টোন স্থাপন করলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-র উদ্বোধনী ম্যাচে জোড়া ক্যাচ ধরার সুবাদে টুর্নামেন্টের ইতিহাসে ১০০ ক্যাচ ধরার নজির গড়েন চেন্নাই অধিনায়ক।
উইকেটের পিছনে প্রথমে লুঙ্গি এনগিদির বলে ক্রুণাল পান্ডিয়ার ক্যাচ ধরেন ধোনি। পরে এনগিদির বলেই দস্তানাবন্দি করেন কায়রন পোলার্ডের ক্যাচ।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
আইপিএলের ইতিহাসে ধোনিই এখনও পর্যন্ত সবথেকে সফল উইকেটকিপার। ক্যাচ ও স্টাম্প মিলিয়ে সর্বাধিক আইপিএল শিকারের নিরিখে গত মরশুমেই কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের রেকর্ড টপকে গিয়েছেন মাহি।
ধোনি আইপিএলে ৯৬টি ক্যাচ ধরেন উইকেটকিপার হিসেবে। বাকি চারটি ক্যাচ ধরেছেন উইকেটকিপারের দস্তানা ছাড়া ফিল্ডার হিসেবে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে উইকেটকিপার হিসেবে সবথেকে বেশি ১০১টি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে কার্তিকের নামে।
শুধু আইপিএলের ইতিহাসেই নয়, ধোনি সার্বিকভাবে টি-২০ ক্রিকেটের ইতিহাসেও একটি অনন্য নজির গড়েন। প্রথম উইকেটকিপার হিসেবে ঘরোয়া ও অন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২৫০ শিকারের বিশ্বরেকর্ড গড়েন ধোনি।