আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। চারবার তারা আইপিএল ট্রফি তুলেছে নিজেদের ঘরে। তবে দু'বছর আইপিএল থেকে নির্বাসিত থাকা ছাড়া প্রায় প্রত্যেকবার তারা প্রথম চারে জায়গা করে নিয়েছে। গতবারের হতাশাজনক পারফরম্যান্সের ফলে প্লেঅফে যেতে পারেনি। তবে এই বছর সিংহের মতো ফিরে এসেছে তারা। চলতি মরশুমে আইপিএলে ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেন সিএসকের তারকা ক্রিকেটার মইন আলি।
এবছরের আইপিএলে শুরু থেকেই ছন্দে রয়েছে হলুদ বাহিনী। প্লেঅফ কার্যত নিশ্চিত করে ফেলেছে তারা। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির দল যেখানেই খেলতে গিয়েছে সেখানেই ঘরের মাঠের মতো সমর্থন পেয়েছে। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের ইউটিউব চ্যানেলে তারকা ক্রিকেটার মইন আলি বলেন, 'আমরা এই বছর খুব ভালো ক্রিকেট খেলছি। এখনও পর্যন্ত প্রায় সব ম্যাচেই আমাদের প্রতিটা বিভাগ ভালো করেছে। এখানে আমি আমার খেলা খুব উপভোগ করছি। আমাদের টপ অর্ডারের ব্যাটাররা এখনও পর্যন্ত অসাধারণ পারফরম্যান্স করেছে। তার জন্য বোলিংয়ে বিশেষ কিছু করতে হয়নি আমাকে। তবে এটা কোনও বিষয় নয়। আমাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে। দলের পারফরম্যান্স এবং আমার খেলা খুব উপভোগ করছি।'
ক্রিকেটারদের অতিরিক্ত আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং বিভিন্ন লিগে খেলার বিষয়ে তিনি বলেন, 'যখন কোনও ক্রিকেটার অনেক বেশি আন্তর্জাতিক এবং বিভিন্ন লিগের ম্যাচ খেলে, তখন তাঁর শারীরিক অবস্থা সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। সঙ্গে শরীরও অনেকটা ফিট থাকে। তবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেলা এতটাও সোজা নয়। ধকল তো থেকেই যায়।'
এই বছর আইপিএলে চেন্নাইয়ের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ইংল্যান্ডের তাঁর সতীর্থ বেন স্টোকস। তবে হলুদ বাহিনীর হয়ে খুব বেশি ম্যাচ তিনি খেলেনি। বেন স্টোকসের সম্পর্কে কথা বলতে গিয়ে মইন জানান, 'ও যখন এই দলের সই করে সেই সময় আমি খুব খুশি হয়েছিলাম। এই দল ওর জন্য একদম সঠিক জায়গা। এর ফলে বেন এবং চেন্নাই দুই দিকই উপকৃত হয়েছে। ও যখন চেন্নাইতে যোগ দেয় তখন অধিকাংশ ক্রিকেটার ভাবে ও খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে। কিন্তু তারপরেই প্রত্যেকে ওর পাশে দাঁড়িয়েছে। বেন খুব মজার মানুষ। দলের সঙ্গে মানিয়ে নিয়েছেও। আমার সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। খেলার বিষয়ে ও খুব সিরিয়াস।' আজ অর্থাৎ শনিবার ডবল হেডারের ম্যাচে প্রথম খেলায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। চেন্নাই এই ম্যাচ জিতলেই পাকাপাকি ভাবে প্লেঅফে জায়গা করে নেবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)