বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs KKR: 'হারালেন' ওর্য়ানদের, এক মরশুমে সর্বনিম্ন ব্যাটিং গড়ের নজির অধিনায়ক মর্গ্যানের

CSK vs KKR: 'হারালেন' ওর্য়ানদের, এক মরশুমে সর্বনিম্ন ব্যাটিং গড়ের নজির অধিনায়ক মর্গ্যানের

ইয়ন মর্গ্যান (ফাইল ছবি, সৌজন্য আইপিএল)

পুরো মরশুমে এতটাই জঘন্য ফর্মে ছিলেন যে ব্যাট করতে নামলেই যেন লজ্জার নজির গড়েছেন ইয়ন মর্গ্যান।

দলকে আইপিএল ফাইনালে তুলেছেন। কিন্তু পুরো মরশুমে এতটাই জঘন্য ফর্মে ছিলেন যে টুর্নামেন্টের শেষের দিকে ব্যাট করতে নামলেই যেন লজ্জার নজির গড়ছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক ইয়ন মর্গ্যান। শুক্রবারের ফাইনালেও ব্যতিক্রম হল না। মর্গ্যানের লজ্জার তালিকা আরও দীর্ঘ হল। 

আইপিএলের ইতিহাসে কোনও মরশুমে (ন্যূনতম ১০ ইনিংস) অধিনায়কদের মধ্যে সবথেকে খারাপ ব্যাটিং গড়ের ‘নজির’ গড়েছেন মর্গ্যান। চলতি মরশুমে ১৭ ম্যাচে ১৩৩ রান করেছেন নাইট অধিনায়ক (১৬ ইনিংস)। গড় ১১.০৮। যা কিনা হরভজন সিং এবং শেন ওয়ার্নের মতো বোলার অধিনায়কের থেকেও কম। 

২০১২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরভজনের গড় ছিল ১২ (১৭ ম্যাচ, ১১ ইনিংস, ১০৮ রান, সর্বোচ্চ ৩৩)। ২০০৯ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ওয়ার্নের ব্যাটিং গড় ১৩.৫ ছিল (১৩ ম্যাচ, ১১ ইনিংস, ১০৮ রান, সর্বোচ্চ অপরাজিত ৩৪)। অর্থাৎ যে অধিনায়কদের মূল শক্তি ব্যাটিং, তাঁদের সঙ্গে তুলনা তো বহু দূরের বিষয়। হরভজন এবং ওয়ার্নের মতো বোলাররাও অধিনায়ক হিসেবে ব্যাট হাতে বেশি রান করেছেন।

সোমবার ফাইনালেও ব্যর্থ হয়েছেন মর্গ্যান। আট বলে করেছেন মাত্র চার রান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স হার কার্যত নিশ্চিত হয়ে যাওয়ার পর তাঁকে ট্রোলের মুখেও পড়তে হয়। এক নেটিজেন বলেন, ‘সেলমন ভইও জানেন, কীভাবে হিট অ্যান্ড রান করতে হবে। কিন্তু মর্গ্যান পারেন না।’ অপর এক নেটিজেন বলেন, ‘ইয়ন মর্গ্যান এত বাজে খেলেছেন যে নিজের দলকে ফাইনালে নিয়ে যাওয়া সত্ত্বেও পরের নিলামে তাঁকে হয়ত কেউ নেবে না।’ অপর এক নেটিজেন রীতিমতো খোঁচা দিয়ে বলেন, ‘ইয়ন, ট্রফি জিততে গেলে তোমায ফাইনাল জিততে হবে। সবসময় ওরকম হয় না (২০১৯ সালে ৫০ ওভারে বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের ধরন নিয়ে খোঁচা)।’

বন্ধ করুন