আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা দু'টি দল ফের একে অপরের মুখোমুখি হয়। চিপকে আইপিএল ২০২৩-এর ৪৯তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে প্রথম লেগের ম্যাচে রোহিত শর্মাদের হারিয়ে দেন মহেন্দ্র সিং ধোনিরা। এবার চেন্নাইয়ের ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ ছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের সামনে। যদিও চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারানো কত কঠিন কাজ, সেটা ভালো মতোই টের পেল মুম্বই। চিপকে ধোনিদের বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড অত্যন্ত ভালো। যদিও এবার অতীতের রেকর্ড ফিকে করে হিসাব বদলে দেন ধোনিরা।
ম্যাচের সেরা পথিরানা
৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেওয়া চেন্নাইয়ের পেসার মাথিসা পথিরানা ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
দাপুটে জয় চেন্নাইয়ের, চিপকে শাপমুক্তি ধোনিদের
মুম্বই ইন্ডিয়ান্সের ৮ উইকেটে ১৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪০ রান সংগ্রহ করে নেয়। ১৪ বলে বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে চেন্নাই সুপার কিংস। চিপকে ১৩ বছর পরে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে চেন্নাই সুপার কিংস। এর আগে নিজেদের মাঠে ধোনিরা শেষবার মুম্বইকে হারিয়েছিলেন ২০১০ সালে। সব মিলিয়ে ৪৭৭৭ দিন পরে চিপকে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জেতে চেন্নাই। শিবম দুবে ৩টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। ধোনি নট-আউট থাকেন ৩ বলে ২ রান করে।
ডেভন কনওয়ে আউট
১৬.৩ ওভারে আকাশ মাধওয়ালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েম ডেভন কনওয়ে। ৪২ বলে ৪৪ রান করেন তিনি। মারেন ৪টি চার। চেন্নাই ১৩০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। ১৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১৩২ রান। জিততে ৮ রান দরকার তাদের। ১৯ রানে ব্যাট করছেন দুবে।
স্টাবসের ওভারে ৫ রান
১৬তম ওভারে ৫ রান খরচ করেন ত্রিস্তান স্টাবস। চেন্নাই সুপার কিংসের স্কোর ৩ উইকেটে ১২৮ রান। কনওয়ে ৪৩ ও দুবে ১৭ রানে ব্যাট করছেন। জিততে ৪ ওভারে ১২ রান দরকার চেন্নাইয়ের।
আর্চারের বোলিং কোটা শেষ
১৫তম ওভারে ৪ রান খরচ করেন জোফ্রা আর্চার। তিনি ৪ ওভারে ২৪ রান খরচ করেছেন। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১২৩ রান। জিততে ৫ ওভারে মাত্র ১৭ রান দরকার তাদের। কনওয়ে ৪০ রানে ব্যাট করছেন।
রাঘবের ওভারে জোড়া ছক্কা দুবের
১৪তম ওভারে রাঘব গোয়েলের বলে জোড়া ছক্কা হাঁকান শিবম দুবে। ওভারে ১৪ রান ওঠে। চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১১৯ রান। কনওয়ে ৩৮ ও দুবে ১৩ রানে ব্যাট করছেন। রাঘব ৪ ওভারে ৩৩ রান খরচ করেছেন।
আম্বাতি রায়াড়ু আউট
১২.৫ ওভারে ত্রিস্তান স্টাবসের বলে রাঘব গোয়েলের হাতে ধরা পড়েন আম্বাতি রায়াড়ু। ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১২ রান করে মাঠ ছাড়েন তিনি। চেন্নাই ১০৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে।
রাঘবের ওভারে ৮ রান
১২তম ওভারে ৮ রান খরচ করেন রাঘব গোয়েল। চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৯৬ রান। ৩৫ রানে ব্যাট করছেন কনওয়ে। ৫ রান করেছেন রায়াড়ু। রাঘব ৩ ওভারে ১৯ রান খরচ করেছেন।
চাওলার বোলিং কোটা শেষ
১১তম ওভারে ৪ রান খরচ করেন পীযূষ চাওলা। তিনি চার ওভারে ২৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৮৮ রান। ২৯ রানে ব্যাট করছেন কনওয়ে।
১০ ওভারে ৫৬ রান দরকার চেন্নাইয়ের
দশম ওভারে মাত্র ৩ রান খরচ করেন রাঘব গোয়েল। ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৮৪ রান। সুতরাং, জয়ের জন্য সিএসকের দরকার ১০ ওভারে ৫৬ রান। ২৭ রানে ব্যাট করছেন কনওয়ে। ২ ওভারে ১১ রান খরচ করেছেন রাঘব।
অজিঙ্কা রাহানে আউট
৮.৬ ওভারে পীযূষ চাওলার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন অজিঙ্কা রাহানে। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২১ রান করেন অজিঙ্কা। চেন্নাই ৮১ রানে ২ উইকেট হারায়। ব্য়াট করতে নামেন আম্বাতি রায়াড়ু। কনওয়ে ২৫ রানে ব্যাট করছেন। চাওলা ৩ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
রাঘবের ওভারে ৯ রান
অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন অভিষেককারী রাঘব গোয়েল। দ্বিতীয় বলে চার মারেন কনওয়ে। ওভারে ৯ রান ওঠে। ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৭৩ রান। কনওয়ে ২৪ ও রাহানে ১৪ রানে ব্যাট করছেন।
চাওলার ওভারে ৯ রান
সপ্তম ওভারে পীযূষ চাওলার প্রথম বলেই চার মারেন অজিঙ্কা রাহানে। ওভারে মোট ৯ রান ওঠে। ৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৬৪ রান। কনওয়ে ২০ ও রাহানে ১০ রানে ব্যাট করছেন। চাওলা ২ ওভারে ১৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে জোফ্রা আর্চার মাত্র ৫ রান খরচ করেন। পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৫৫ রান। ১৮ রানে ব্যাট করছেন ডেভন কনওয়ে। ৩ রান করেছেন রাহানে।
রুতুরাজ গায়কোয়াড় আউট
পঞ্চম ওভারে বল করতে আসেন পীযূষ চাওলা। প্রথম বলেই তিনি আউট করেন রুতুরাজ গায়কোয়াড়কে। ৪.১ ওভারে চাওলার বলে ইঈসান কিষাণের দস্তানায় ধরা পড়েন রুতুরাজ। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন তিনি। চেন্নাই ৪৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। ৫ ওভার শেষে সিএসকের স্কোর ১ উইকেটে ৫০ রান।
আর্চারের ওভারে ১০ রান
চতুর্থ ওভারে জোফ্রা আর্চারের বলে ২টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ১০ রান ওঠে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৪৬ রান। ৩০ রানে ব্যাট করছেন রুতুরাজ। ১৪ রান করেছেন কনওয়ে।
ধ্বংসাত্মক ব্য়াটিং রুতুরাজের
তৃতীয় ওভারে আর্শাদ খানের বলে ২টি ছক্কা ও ২টি চার মারেন রুতুরাজ গায়কোয়াড়। ওভারে ২০ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ৩৬ রান। ১৪ বলে ২৯ রান করেছেন রুতুরাজ।
আর্চারের ওভারে ৬ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন জোফ্রা আর্চার। চতুর্থ বলে চার মারেন কনওয়ে। ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১৬ রান।
রান তাড়া শুরু চেন্নাইয়ের
ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন ক্যামেরন গ্রিন। মুম্বই সূর্যকুমারকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাঘব গোয়েলকে মাঠে নামায়। ওভারের তৃতীয় ও শেষ বলে ২টি চার মারেন রুতুরাজ। প্রথম ওভারে ১০ রান ওঠে।
মুম্বইকে সস্তায় বাঁধল চেন্নাই
নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ ৮ উইকেটে ১৩৯ রান। আর্চার ৩ ও চাওলা ২ রানে অপরাজিত থাকেন। পথিরানা ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট ধকল করেন। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১৪০ রান।
ত্রিস্তান স্টাবস আউট
১৯.৪ ওভারে মাথিসা পথিরানার বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ত্রিস্তান স্টাবস। ২১ বলে ২০ রান করেন তিনি। মারেন ২টি চার। মুম্বই ১৩৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পীযূষ চাওলা।
আর্শাদ খান আউট
১৯.১ ওভারে মাথিসা পথিরানার বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন আর্শাদ খান। ২ বলে ১ রান করেন তিনি। মুম্বই ১৩৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোফ্রা আর্চার।
টিম ডেভিড আউট
১৮.৩ ওভারে তুষার দেশপান্ডের বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন টিম ডেভিড। ৪ বলে ২ রান করেন তিনি। মুম্বই ১২৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আর্শাদ খান। প্রথম বলেই তাঁর সহজ ক্যাচ মিস করেন শিবম দুবে। ওভারের পঞ্চম বলে চার মারেন স্টাবস। ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ১৩৪ রান। ২০ রানে ব্যাট করছেন স্টাবস। তুষার দেশপান্ডে ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
নেহাল ওয়াধেরা আউট
১৭.৩ ওভারে মাথিসা পথিরানার ইয়র্কারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নেহাল ওয়াধেরা। ৫১ বলে ৬৪ রান করেন তিনি। মারেন ৮টি চার ও ১টি ছক্কা। মুম্বই ১২৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড। ১৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫ উইকেটে ১২৪ রান। ১৩ রানে ব্যাট করছেন স্টাবস। পথিরানা ৩ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
হাফ-সেঞ্চুরি নেহাল ওয়াধেরার
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নেহাল ওয়াধেরা। জাদেজার ওভারে ৩টি চার মারেন নেহাল। ১৭তম ওভারে ১৬ রান ওঠে। ১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১২২ রান। নেহাল ৬৪ রানে ব্যাট করছেন। জাদেজা ৪ ওভারে ৩৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
১০০ টপকাল মুম্বই
১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। থিকসানার বলে ১টি ছক্কা মারেন নেহাল। ১টি চার মারেন স্টাবস। ওভারে ১৩ রান ওঠে। ১৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১০৬ রান। ৪৯ রানে ব্যাট করছেন নেহাল। থিসকানা ৪ ওভারে ২৮ রান খরচ করেছেন। বোলিং কোটা শেষ হয়েই থিকসানাকে তুলে নিয়ে রায়াড়ুকে মাঠে নামায় চেন্নাই।
১৫ ওভারের খেলা শেষ
১৫তম ওভারে ৭ রান সংগ্রহ করে মুম্বই। ১টি লেগ-বাই চার পায় তারা। ১৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ৯৩ রান। নেহাল ৪১ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন স্টাবস।
ধীর ব্যাটিং মুম্বইয়ের
১৪তম ওভারে মাহিশ থিকসানার বলে ৭ রান তোলে মুম্বই। ১টি চার মারেন নেহাল। ১৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ৮৬ রান। নেহাল ৩৯ রানে ব্যাট করছেন। থিসকানা ৩ ওভারে ১৫ রান খরচ করেছেন।
পথিরানার ওভারে ৫ রান
১৩তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন মাথিসা পথিরানা। মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ৭৯ রান। ৩২ রানে ব্যাট করছেন নেহাল। ৫ রান করেছেন ত্রিস্তান স্টাবস।
থিকসানার ওভারে ৩ রান
১২তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন মাহিশ থিকসানা। ১২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ৭৪ রান। ৩০ রানে ব্যাট করছেন ওয়াধেরা। ২ ওভারে ৮ রান খরচ করেছেন থিকসানা।
সূর্যকুমার যাদব আউট
১০.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ২২ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৩টি চার। মুম্বই ৬৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ত্রিস্তান স্টাবস। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ৭১ রান। নেহাল ২৮ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন জাদেজা।
অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে বল করতে এসে ৫ রান খরচ করেন মাহিশ থিকসানা। ১টি চার মারেন সবর্যকুমার। অর্ধেক ইনিংস শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ৬৪ রান। সূর্যকুমার ২৬ রানে ব্যাট করছেন।
জাদেজার ওভারে ৪ রান
নবম ওভারে বল করতে এসে মাত্র ৪ রান খরচ করেন রবীন্দ্র জাদেজা। মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ ৩ উইকেটে ৫৯ রান। সূর্যকুমার ২২ ও নেহাল ২১ রানে ব্যাট করছেন। জাদেজা ২ ওভারে ১৪ রান খরচ করেছেন।
৫০ টপকাল মুম্বই
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। মইন আলির বলে ১টি চার মারেন সূর্যকুমার এবং ১টি চার মারেন নেহাল ওয়াধেরা। ওভারে মোট ১১ রান ওঠে। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৫৫ রান। সূর্যকুমার ২০ ও নেহাল ১৯ রানে ব্যাট করছেন।
জাদেজার ওভারে ১০ রান
সপ্তম ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। তাঁর বলে ১টি চার মারেন নেহাল। ওভারে মোট ১০ রান ওঠে। ৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৪৪ রান। নেহাল ওয়াধেরা ১৪ ও সূর্যকুমার ১৫ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে তুষার দেশপান্ডের বলে ১টি চার মারেন সূর্যকুমার। ওভারে মোট ১০ রান ওঠে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ৩৪ রান। সূর্যকুমার ১৩ ও নেহাল ৮ রানে ব্যাট করছেন। তুষার ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
চাহারের ওভারে ৫ রান
পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন দীপক চাহার। তাঁর ওভারে ৫ রান ওঠে। ১টি চার মারেন নেহাল। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ২৪ রান। নেহাল ৭ ও সূর্যকুমার ৪ রানে ব্যাট করছেন। দীপক চাহার ৩ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
কৃপণ বোলিং তুষারের
চতুর্থ ওভারে বল করতে এসে মাত্র ৩ রান খরচ করেন তুষার দেশপান্ডে। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৯ রান। তুষার ২ ওভারে ৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
শূন্য রানে আউট রোহিত
একই ওভারে মুম্বইয়ের দুই মহারথীকে ফেরালেন দীপক চাহার। ২.৫ ওভারে চাহারের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি হিটম্যান। মুম্বই ১৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার। ৩ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১৬ রান। চাহার ২ ওভারে ১৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
ইশান কিষাণ আউট
২.২ ওভারে দীপক চাহারের বলে মাহিশ থিকসানার হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ৯ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। মুম্বই ১৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নেহাল ওয়াধেরা।
ক্যামেরন গ্রিন আউট
১.৫ ওভারে তুষার দেশপান্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। ৪ বলে ৬ রান করেন গ্রিন। মারেন ১টি চার। মুম্বই ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোহিত শর্মা।
রোহিত নন, ইশানের সঙ্গে ওপেনে গ্রিন
রোহত শর্মা নন, চিপকে ইশান কিষাণের সঙ্গে ওপেন করতে নামেন ক্যামেরন গ্রিন। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন দীপক চাহার। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন গ্রিন। তৃতীয় বলে চার মারেন ইশান। শেষ বলে চার মারেন গ্রিন। প্রথম ওভারে ১০ রান ওঠে।
দু'দলের পরিবর্ত ক্রিকেটার
চেন্নাই- কার্তিকেয়া সিং, রমনদীপ সিং, ডেওয়াল্ড ব্রেভিস, রাঘব গোয়েল ও বিষ্ণু বিনোদ।মুম্বই- আম্বাতি রায়াড়ু, মিচেল স্যান্টনার, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ ও আকাশ সিং।
মুম্বইয়ের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, ত্রিস্তান স্টাবস, আর্শাদ খান, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা ও আকাশ মাধওয়াল।
চেন্নাইয়ের প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দীপক চাহার, মাথিসা পথিরানা, তুষার দেশপান্ডে ও মাহিশ থিকসানা।
ম্যাচ শুরুর আগেই ধাক্কা মুম্বই শিবিরে
হালকা চোট থাকায় চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারছেন না মুম্বই ইন্ডিয়ান্সের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিলক বর্মা। সুতরাং, ম্যাচ শুরুর আগেই ধাক্কা লাগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। তাঁর বদলে মাঠে নামছেন ত্রিস্তান স্টাবস। কুমার কার্তিকেয়াকে বসিয়ে রাঘব গোয়েলকে তাঁরা প্রথমবার মাঠে নামাচ্ছেন বলে জানান রোহিত। যদিও প্রথম একাদশে নাম নেই রাঘবের। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামাতে পারে মুম্বই।
টস জিতল চেন্নাই
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফিরতি লিগ ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রোহিত শর্মাদের। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে চেন্নাই।
প্রথম লেগের ফলাফল
আইপিএল ২০২৩-এর প্রথম লেগে মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে পরাজিত করে চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়েতে শুরুতে ব্যাট করে মুম্বই ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। ইশান কিষাণ ৩২ ও টিম ডেভিড ৩১ রান করেন। ৩টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। পালটা ব্যাট করতে নেমে চেন্নাই ১৮.১ ওভারে ৩ উইকেটে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অজিঙ্কা রাহানে ৬১ ও রুতুরাজ গায়কোয়াড় ৪০ রান করেন।