বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs SRH: ধোনির স্পর্শেই বদলে গেল দল, ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় পেল চেন্নাই

CSK vs SRH: ধোনির স্পর্শেই বদলে গেল দল, ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় পেল চেন্নাই

অধিনায়ক ধোনির হাত ধরেই জয়ে ফিরল চেন্নাই।

ধোনি অধিনায়ক হয়ে ফিরতেই বদলে গেল চেন্নাইয়ের বডিল্যাঙ্গোয়েজ। প্রথমে ব্যাট করে ২০২ রানের স্কোর করে সিএসকে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৯ রান করে হায়দরাবাদ। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৩ রানে জিতে যায় চেন্নাই।

এ যেন এক জাদুকাঠির স্পর্শ। মিডাস টাচ। মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হয়ে ফিরতেই বদলে গেল পুরো চেন্নাই সুপার কিংস টিমের বডি ল্যাঙ্গোয়েজ। এ যেন অনেকটা ‘উল্টে দেখো, পাল্টে গেছি’র বিজ্ঞাপন। চেন্নাইয়ের যে ওপেনিং জুটি গত ৮ ম্যাচে মোট ১০১ রান করেছিল, তারাই রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম উইকেটে করে ফেলল ১৮২ রান। রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের দাপটেই দু'শো রানের গণ্ডি টপকাল চেন্নাই।

রবিবার টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাট করতে পাঠায় চেন্নাই সুপার কিংসকে। সিএসকে-র হয়ে ওপেন করতে নেমে রুতুরাজ আর কনওয়ে একেবারে ঝড়ো ইনিংস খেলেন। ওপেনিং জুটি ১৭.৫ ওভারে প্রথম উইকেটেই ১৮২ রান করে। ৫৭ বলে ৯৯ করে আউট হন রুতুরাজ। মাত্র ১ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। তবে দল ম্যাচ জিতে যাওয়ায়, শতরান হাতছাড়া হওয়ার আফসোস আর নেই চেন্নাইয়ের তরুণের। ডেভন কনওয়ে অবশ্য ৫৫ বলে ৮৫ করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: ‘পরের বছর আপনাকে দেখা যাবে?’ IPL 2023-এ খেলা নিয়ে আপডেট দিলেন ধোনি

এ দিন ধোনি নিজেও ছিলেন আত্মবিশ্বাসী। রুতুরাজ আউট হতে তিনেই নেমেছিলেন তিনি। ৭ বলে ৮ রান করে টি নটরাজনের বলে উমরান মালিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ধোনি। নির্দিষ্ট ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০২ রান করে চেন্নাই। হায়দরাবাদের হয়ে ২ উইকেটই নেন টি নটরাজন।

খেলার বিস্তারিত ফল জানতে ক্লিক করুন এখানে:

জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা এবং কেন উইলিয়ামসন দলের হাল ধরার চেষ্টা করেন। ২৪ ম্যাচে ৩৯ করে আউট হন অভিষেক। ৩৭ বলে ৪৭ রান করেন হায়দরাবাদ অধিনায়ক। নিকোলাস পুরান ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবু জেতাতে পারেননি দলকে। কারণ ২০২ রান তাড়া করতে নেমে বাকিরা কেউ-ই ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান করে দিল্লি। ১৩ রানে ম্যাচ জিতে যায় চেন্নাই। সিএসকে-র মুকেশ চৌধরী একাই ৪ উইকেট তুলে নেন। মিচেল স্যান্টনার এবং ডোয়েন প্রিটোরিয়াস ১টি করে উইকেট নেন।

এ দিনের ম্যাচ জিতে চেন্নাই সুপার কিংস ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার উত্তেজনা বাড়িয়ে দিল। এ দিকে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে থাকলেও চাপ বাড়ল হায়দরাবাদের।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোনও সিনেমা হয়, হুডখোলা গাড়িতে চড়ে বরবেশে দিল্লিতে ফের বিয়ে করতে হাজির রণবীর! বিনামূল্যে টম্য়াটো নিতে বাধ্য করেছে সুইগি ইনস্টামার্ট, চটে লাল ক্রেতা! সোনার বছরে সোনার কেল্লা! বরানগর শরৎ কানন পল্লির দুর্গোৎসব তাই মানিক-ময় রেজিস্ট্রেশন বাতিল ঘিরে বিতর্ক, হাই কোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ ২০২৪র কোজাগরী লক্ষ্মীপুজোর শারদ পূর্ণিমা কখন পড়ছে? চন্দ্রোদয় কখন? রইল তিথি আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে রণবীরের হাত ধরে আরতি দীপিকার! প্রকাশ্যে এল ভিডিয়ো মঞ্জুলিকার ভয়ে 'সিংঘম' কাঁপবে? মেগা রিলিজের সোজাসাপটা জবাব কার্তিক আরিয়ানের নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিস্ফোরণের হুমকি, মুম্বই-হাওড়া মেলেও বোমাতঙ্ক ওয়াশিংটনে বাবুলের শোয়ে জাস্টিস ফর RG Kar টিশার্ট পরায় আক্রমণ সাউন্ড আর্টিস্টকে অষ্টমীর অঞ্জলি, কুমারী পুজো, সন্ধিপুজো- দুর্গাপুজো বার্লিনে, নবমী মাতাল খুদেরাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.