বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: শতরান হাতছাড়া ধাওয়ানের, পঞ্জাবের বড় রান তাড়া করে অনায়াসে জয় দিল্লির
শতরান হাতছাড়া করেন ধাওয়ান। ছবি- আইপিএল।

IPL 2021: শতরান হাতছাড়া ধাওয়ানের, পঞ্জাবের বড় রান তাড়া করে অনায়াসে জয় দিল্লির

হাফ-সেঞ্চুরি করেন দুই পঞ্জাব ওপেনার রাহুল ও মায়াঙ্ক।

দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস উভয় দলই আইপিএল ২০২১-এর দুই ম্যাচে ১টি করে জয় তুলে নিয়ে পরস্পরের মুখোমুখি হয়। সম্মুখসমরে পঞ্জাবকে বিধ্বস্ত করেন ঋষভ পন্তরা।

18 Apr 2021, 11:38:11 PM IST

ম্যাচের সেরা ধাওয়ান

৪৯ বলে ৯২ রানের দুরন্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শিখর ধাওয়ান।

18 Apr 2021, 11:23:15 PM IST

পঞ্জাবের বোলিং পারফর্ম্যান্স

রিচার্ডসন ৪১ রানে ২টি, অর্শদীপ ২২ রানে ১টি ও মেরেডিথ ৩৫ রানে ১টি উইকেট নেন। শামি ৪ ওভারে ৫৩ রান খরচ করেও উইকেট পাননি।

18 Apr 2021, 11:22:04 PM IST

দিল্লির ব্যাটিং পারফর্ম্যান্স

পৃথ্বী ৩২, ধাওয়ান ৯২, স্মিথ ৯, পন্ত ১৫, স্টইনিস অপরাজিত ২৭ ও ললিত অপরাজিত ১২ রান করেন।

18 Apr 2021, 11:15:16 PM IST

দিল্লি ৬ উইকেটে জয়ী

পঞ্জাবের ৪ উইকেটে ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৯৮ রান তুলে ম্যাচ জিতে যায়। স্টইনিস ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ললিত যাদব ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১২ রান করে নট-আউট থেকে যান।

18 Apr 2021, 11:11:24 PM IST

২ ওভারে ৮ রান দরকার দিল্লির

১৮ ওভারে দিল্লি ১৮৮/৪। ২ ওভারে ৮ রান দরকার দিল্লির। রিচার্ডসনের ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ললিত।

18 Apr 2021, 11:07:04 PM IST

পন্ত আউট

১৮তম ওভারের প্রথম বলে ঋষভ পন্তকে ফিরিয়ে দিলেন ঝাই রিচার্ডসন। ১৮০ রানে ৪ উইকেট হারায় দিল্লি। ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৫ রান করে ক্রিজ ছাড়েন দিল্লি অধিনায়ক। ক্রিজে নতুন ব্যাটসম্যান ললিত যাদব।

18 Apr 2021, 11:07:04 PM IST

১৭ ওভার শেষে দিল্লি ১৮০/৩

২টি নো বলের মাশুল দিতে হয় মহম্মদ শামিকে। ১৭তম ওভারে ২০ রান ওঠে। স্টইনিস ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৭ ওভার শেষে দিল্লি ১৮০/৩। জয়ের জন্য ৩ ওভারে ১৬ রান দরকার।

18 Apr 2021, 10:56:56 PM IST

৪ ওভারে দরকার ৩৬ রান

১৬ ওভারে দিল্লি ক্যাপিটালস ৩ উইকেটে ১৬০ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার তাদের। পন্ত ১৩ ও স্টইনিস ৬ রানে ব্যাট করছেন। অর্শদীপের ওভারে ৮ রান ওঠে।

18 Apr 2021, 10:49:21 PM IST

ধাওয়ান আউট

নিশ্চিত শতরান হাতছাড়া করলেন শাখর ধাওয়ান। ১৫তম ওভারে রিচার্ডসনের পঞ্চম বলে বোল্ড হলেন গব্বর। ক্রিজ ছাড়ার আগে ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৯২ রান করেন ধাওয়ান। দিল্লি ১৫২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্কাস স্টইনিস।

18 Apr 2021, 10:46:08 PM IST

দিল্লি ১৫০

১৫তম ওভারে ক্যাপিটালস দলগত ১৫০ রান পূর্ণ করে। রিচার্ডসনকে ছক্কা হাঁকান পন্ত।

18 Apr 2021, 10:44:24 PM IST

১৪ ওভার শেষে দিল্লি ১৪৩/২

মেরেডিথের ওভারে পরপর তিনটি বাউন্ডারি মারেন ধাওয়ান। ওভারে মোট ১৮ রান ওঠে। ১৪ ওভার শেষে দিল্লি ১৪৩/২। জয়ের জন্য ৬ ওভারে ৫৩ রান দরকার ক্যাপিটালসের। ধাওয়ান ৯১ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 10:37:20 PM IST

১৩ ওভারে ক্যাপিটালস ১২৫/২

শামির ওভারে ৮ রান ওঠে। ১টি ছক্কা মারেন ধাওয়ান। ১৩ ওভারে ক্যাপিটালস ১২৫/২। ধাওয়ান ৪৩ বলে ৭৮ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 10:29:32 PM IST

১২ ওভারে দিল্লি ১১৭/২

সাক্সেনার ওভারে ১০ রান ওঠে। ১টি চার মারেন ধাওয়ান। ১২ ওভারে দিল্লি ১১৭/২। ধাওয়ান ৭১ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 10:24:48 PM IST

স্মিথ আউট

দিল্লির হয়ে প্রথম ম্যাচে বড় রান করতে ব্যর্থ স্টিভ স্মিথ। ১১তম ওভারের শেষ বলে মেরেডিথ ফেরত পাঠালেন অজি তারকাকে। ১২ বলে ৯ রান করে রিচার্ডসনের হাতে ধরা পড়েন তিনি। দিল্লি ১০৭ রানে ২ উইকেট হারায়। মেরেডিথের ওভারে ৮ রান ওঠে। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত। ধাওয়ান ৬৪ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 10:20:24 PM IST

দিল্লি ১০০

১১তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে দিল্লি।

18 Apr 2021, 10:19:17 PM IST

১০ ওভারে দিল্লি ৯৯/১

অর্ধের ইনিংস শেষ। ১০ ওভারে দিল্লি ৯৯/১। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৯৭ রান। রিচার্ডসনের ওভারে ১২ রান ওঠে। ধাওয়ান ১টি ছক্কা হাঁকান। শিখর ব্যক্তিগত ৫৮ রানে ব্যাট করছেন। 

18 Apr 2021, 10:17:46 PM IST

ধাওয়ানের হাফ-সেঞ্চুরি

৮টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান।

18 Apr 2021, 10:13:49 PM IST

৯ ওভার শেষে দিল্লি ৮৭/১

হুডার ওভারে ২টি বাউন্ডারি মারেন ধাওয়ান। মোট ১২ রান ওঠে ওভারে। ৯ ওভার শেষে দিল্লি ৮৭/১। ধাওয়ান ৪৭ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 10:09:55 PM IST

৮ ওভারে ক্যাপিটালস ৭৫/১

সাক্সেনার ওভারে ৭ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ধাওয়ান। ৮ ওভারে ক্যাপিটালস ৭৫/১।

18 Apr 2021, 10:06:49 PM IST

৭ ওভার শেষে দিল্লি ৬৮/১

হুডার ওভারে ৬ রান ওঠে। ৭ ওভার শেষে দিল্লি ৬৮/১। ধাওয়ান ৩২ ও স্মিথ ৩ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 10:00:22 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

পাওয়ার প্লে'র ৬ ওভারে দিল্লি ১ উইকেটে ৬২ রান তুলেছে। ধাওয়ান ২৮ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 09:58:05 PM IST

পৃথ্বী আউট

দিল্লির ওপেনিং জুটি ভাঙলেন অর্শদীপ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পৃথ্বীকে ফিরিয়ে দেন তিনি। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩২ রান করে গেইলের হাতে ধরা পড়েন পৃথ্বী। দিল্লি ৫৯ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

18 Apr 2021, 09:51:17 PM IST

দিল্লি ৫০

পঞ্চম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে দিল্লি। শামির ওভারে ১৪ রান ওঠে। ধাওয়ান ৩টি বাউন্ডারি মারেন। ৫ ওভারে ক্যাপিটালস কোনও উইকেট না হারিয়ে ৫৭ রান তুলেছে। পৃথ্বী ৩১ ও ধাওয়ান ২৬ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 09:48:38 PM IST

৪ ওভারে দিল্লি ৪৩/০

ঝাই রিচার্ডসনের ওভারে ১২ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন পৃথ্বী। ৪ ওভার শেষে ক্যাপিটালস ৪৩/০। পৃথ্বী ব্যাট করছেন ৩১ রানে।

18 Apr 2021, 09:44:16 PM IST

৩ ওভারে ক্যাপিটালস ৩১/০

জলজ সাক্সেনার ওভারে ১টি করে বাউন্ডারি মারেন পৃথ্বী ও ধাওয়ান। মোট ১০ রান ওঠে ওভারে। ৩ ওভার শেষে ক্যাপিটালস ৩১/০। ২০ রানে ব্যাট করছেন পৃথ্বী।

18 Apr 2021, 09:39:25 PM IST

২ ওভারে দিল্লি ২১/০

শামির ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন পৃথ্বী। ওভারে মোট ১১ রান ওঠে। ২ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস বিনা উইকেটে ২১ রান তুলেছে। পৃথ্বী ১৫ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 09:34:31 PM IST

১ ওভারে দিল্লি ১০/০

প্রথম ওভারে দিল্লি বিনা উইকেটে ১০ রান তুলেছে। ১টি বাউন্ডারি মারেন ধাওয়ান।

18 Apr 2021, 09:33:37 PM IST

দিল্লির রান তাড়া করা শুরু

দিল্লির হয়ে ওপেন করতে নামেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন অ্র্শদীপ সিং।

18 Apr 2021, 09:21:54 PM IST

দিল্লির বোলিং পারফর্ম্যান্স

ওকস ৪২ রানে ১টি, লুকমান ৩২ রানে ১টি, রাবাদা ৪৩ রানে ১টি ও আবেশ খান ৩৩ রানে ১টি উইকেট নেন। অশ্বিন উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করেন।

18 Apr 2021, 09:20:17 PM IST

পঞ্জাবের ব্যাটিং পারফর্ম্যান্স

রাহুল ৬১, মায়াঙ্ক ৬৯, গেইল ১১, হুডা অপরাজিত ২২, পুরান ৯ ও শাহরুখ অপরাজিত ১৫ রান করেন।

18 Apr 2021, 09:14:51 PM IST

২০ ওভারে পঞ্জাব ১৯৫/৪

শেষ ওভারে ওকসকে ২টি চার ও ১টি ছক্কা মারেন শাহরুখ। ওভারে মোট ১৬ রান ওঠে। পঞ্জাব ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তোলে। হুডা ১৩ বলে ২২ ও শাহরুখ ৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। ওকস ৪ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট নেন। জয়েক জন্য দিল্লির দরকার ১৯৬।

18 Apr 2021, 09:09:03 PM IST

পুরান আউট

১৯তম ওভারের পঞ্চম বলে নিকোলাস পুরানকে আউট করেন আবেশ খান। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করে রাবাদার হাতে ধরা পড়েন ক্যারিবিয়ান তারকা। পঞ্জাব ১৭৯ রানে ৪ উইকেট হারায়। আবেশের ওভারে ৯ রান ওঠে। ১টি ছক্কা মারেন হুডা। ৩৩ রানে ১ উইকেট নিয়ে বোলিং কোটা পূর্ণ করেন আবেশ। হুডা ব্যাট করছেন ২১ রানে। নতুন ব্যাটসম্যান শাহরুখ।

18 Apr 2021, 09:03:42 PM IST

১৮ ওভারে পঞ্জাব ১৭০/৩।

রাবাদার ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন পুরান। ১৮ ওভারে পঞ্জাব ১৭০/৩। রাবাদা ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

18 Apr 2021, 08:58:31 PM IST

গেইল আউট

ওকসকে ছক্কা হাঁকিয়েই ক্রিজ ছাড়লেন ক্রিস গেইল। ১৭তম ওভারের দ্বিতীয় বলে পরিবর্ত ফিল্ডার রিপল প্যাটেলের হাতে ধরা পড়েন গেইল। পঞ্জাব ১৫৮ রানে ৩ উইকেট হারায়। ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১১ রান করে ডাগ-আউটে ফেলেন দ্য ইউনিভার্স বস। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিকোলাস পুরান। ওকসের ওভারে মোট ১২ রান ওঠে। পঞ্জাব ১৭ ওভার শেষে ১৬২/৩। হুডা ১২ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 08:51:44 PM IST

পঞ্জাব ১৫০

১৬তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে পঞ্জাব। হুডা ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা হাকান। রাবাদার ওভারে ১০ রান ওঠে। ১৬ ওভারে পঞ্জাব ১৫০/২।

18 Apr 2021, 08:48:27 PM IST

রাহুল আউট

১৬তম ওভারের দ্বিতীয় বলে লোকেশ রাহুলকে ফিরিয়ে দিলেন রাবাদা। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৬১ রান করে স্টইনিসের হাতে ধরা পড়েন লোকেশ। ১৪১ রানে ২ উইকেট হারায় পঞ্জাব। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীপক হুডা।

18 Apr 2021, 08:46:48 PM IST

১৫ ওভারে পঞ্জাব ১৪০/১

আবেশের ওভারে ১২ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন রাহুল। ১৫ ওভারে পঞ্জাব ১৪০/১। রাহুল ৬১ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 08:40:23 PM IST

রাহুলের হাফ-সেঞ্চুরি

৬টি টার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। অশ্বিনের ওভারে ৪ রান ওটে। ১৪ ওভারে পঞ্জাব ১২৮/১।

18 Apr 2021, 08:32:44 PM IST

মায়াঙ্ক আউট

পঞ্জাবের ওপেনিং জুটি ভাঙলেন মেরিওয়ালা। ১৩তম ওভারের চতুর্থ বলে মায়াঙ্ক আগরওয়ালকে ফিরিয়ে দিলেন তিনি। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৬৯ রান করে ধাওয়ানের হাতে ধরা পড়েন মায়াঙ্ক। পঞ্জাব ১২২ রানে প্রথম উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস গেইল। ওভারে মোট ৪ রান ওঠে। ১৩ ওভারে পঞ্জাব ১২৪/১।

18 Apr 2021, 08:30:27 PM IST

১২ ওভারে পঞ্জাব ১২০/০

১২ ওভার শেষে পঞ্জাব ১২০/০। আবেশের ওভারে ৬ রান ওঠে। মায়াঙ্ক ৬৮ ও রাহুল ৪৬ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 08:24:37 PM IST

রাবাদার ওভারে ২০ রান তুলল পঞ্জাব

রাবাদার ওভারে ২টি ছক্কা মারেন মায়াঙ্ক। ১টি ছক্কা মারেন রাহুল। ওভারে মোট ২০ রান ওঠে। ১১ ওভার শেষে পঞ্জাব ১১৪/০। মায়াঙ্ক ৬৬ ও রাহুল ৪২ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 08:21:24 PM IST

১০ ওভারে পঞ্জাব ৯৪/০

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে পঞ্জাব ৯৪/০। আবেশের ওভারে ৭ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন মায়াঙ্ক।

18 Apr 2021, 08:20:37 PM IST

আগরওয়ালের হাফ-সেঞ্চুরি

৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন আগরওয়াল।

18 Apr 2021, 08:11:43 PM IST

৯ ওভারে পঞ্জাব ৮৭/০

অশ্বিনের ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন আগরওয়াল। ওভারে মোট ১৩ রান ওঠে ৯ ওভার শেষে পঞ্জাব ৮৭/০। মায়াঙ্ক ৪৬ ও রাহুল ৩৫ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 08:08:48 PM IST

৮ ওভারে পঞ্জাব ৭৪/০

৮ ওভার শেষে পঞ্জাব বিনা উইকেটে ৭৪ রান তুলেছে। ললিত যাদবের ওভারে ১১ রান ওঠে। মায়াঙ্ক ও রাহুল উভয়েই ব্যক্তিগত ৩৪ রানে অপরাজিত রয়েছেন।

18 Apr 2021, 08:06:05 PM IST

৭ ওভারে পঞ্জাব ৬৩/০

৭ ওভার শেষে পঞ্জাব বিনা উইকেটে ৬৩ রান তুলেছে। অশ্বিনের ওভারে ৪ রান ওঠে। 

18 Apr 2021, 08:00:32 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

পাওয়ারপ প্লে'র ৬ ওভারে পঞ্জাব বিনা উইকেটে ৫৯ রান তুলেছে। রাবাদার ওভারে ৯ রান ওঠে। ১টি চার মারেন রাহুল। চার রান লেগ-বাই হিসেবে অতিরিক্ত পায় পঞ্জাব। মায়াঘ্ক ৩০ ও রাহুল ২৩ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 07:58:27 PM IST

পঞ্জাব ৫০

ইনিংসের পঞ্চম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে পঞ্জাব। অশ্বিনের ওভারে ৭ রান ওঠে। রাহুল ১টি চার মারেন। ৫ ওভারে পঞ্জাব ৫০/০।

18 Apr 2021, 07:54:10 PM IST

৪ ওভারে পঞ্জাব ৪৩/০

মেরিওয়ালার ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন আগরওয়াল। ৪ ওভারে পঞ্জাব ৪৩/০।

18 Apr 2021, 07:47:33 PM IST

৩ ওভারে পঞ্জাব ৩৫/০

ওকসের ওভারে ২টি বাউন্ডারি মারেন মায়াঙ্ক। ওভারে ১০ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাব ৩৫/০। মায়াঙ্ক ২২ ও রাহুল ১১ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 07:42:41 PM IST

মেরিওয়ালার ওভারে ২০ রান তুলল পঞ্জাব

লুকমান মেরিওয়ালাকে ৩টি চার ও ১টি ছক্কার আইপিএলে স্বাগত জানাল পঞ্জাব। তাঁর ওভারে মোট ২০ রান ওঠে। ২ ওভারে পঞ্জাব ২৫/০।

18 Apr 2021, 07:38:52 PM IST

১ ওভারে পঞ্জাব ৫/০

ওকসের প্রথম ওভারে ১টি চার মারেন রাহুল। পঞ্জাব ১ ওভারে ৫/০।

18 Apr 2021, 07:38:15 PM IST

ম্যাচ শুরু

পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন রাহুল ও মায়াঙ্ক। বোলিং শুরু করেন ওকস।

18 Apr 2021, 07:37:41 PM IST

পঞ্জাবের প্রথম একাদশ

লোকেশ রাহুল (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, জলজ সাক্সেনা, ঝাই রিচার্ডসন, মহম্মদ শামি, রিলি মেরেডিথ ও অর্শদীপ সিং।

18 Apr 2021, 07:36:13 PM IST

দিল্লির প্রথম একাদশ

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, লুকমান মেরিওয়ালা, ললিত যাদব, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা ও আবেশ খান।

18 Apr 2021, 07:28:29 PM IST

অশ্বিনের বদলে পঞ্জাব খেলাচ্ছে জলজ সাক্সেনাকে

মুরুগান অশ্বিনের বদলে পঞ্জাব খেলাচ্ছে জলজ সাক্সেনাকে। 

18 Apr 2021, 07:24:50 PM IST

মাঠে নামার সুয়োগ পেলেন স্টিভ স্মিথ

প্রথম দু'টি ম্যাচে রিজার্ভ বেঞ্চে সবে থাকার পর স্টিভ স্মিথ তৃতীয় ম্যাচের দিল্লির জার্সিতে মাঠে নামার সুযোগ পেলেন। তিনি টম কারানের পরিবর্তে দলে ঢুকলেন। বাদ পড়েন অজিঙ্কা রাহানে। তাঁর বদলে দলে ঢোকেন বাঁ-হাতি পেসার লুমান মেরিওয়ালা।

18 Apr 2021, 07:22:35 PM IST

টস জিতল দিল্লি

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ম্যাচে টস জিতল দিল্লি ক্যাপিটালস। টস জিতে ঋষভ পন্ত প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাবকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাতের অন্ধকারে জুন মালিয়ার ব্যানার–পোস্টার ছেঁড়ার অভিযোগ, বিজেপিকে দুষছে তৃণমূল প্রাথমিকে আর ২৫০ জনকে ২ মাসের মধ্যে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার ‘আগে নিজে দেহত্যাগ করুন’, SSC মামলার পরই পদত্যাগ করতে বলায় অভিজিৎকে আক্রমণ মমতার ওয়েইসির সম্পত্তির মূল্য ২৩ কোটি, ২২১ কোটি ধনসম্পদ বিজেপি প্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তান ম্যাচের ড্রপ ইন উইকেট এসছে অস্ট্রেলিয়া থেকে,থাকবে বাউন্স এবং পেস ভোট দিতে এসে হোঁচট খেলেন গুরু অশোক, ছুটে গেলেন একদা শিষ্য শঙ্কর, সৌজন্য দেখা গেল নগ্ন দৃশ্য অভিনয় করে বিতর্কের ঝড় তোলেন টলি নায়িকা,লাল পোশাকের এই খুদেকে চিনলেন? গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.