মরুশহরে গত মরশুমটা দুঃস্বপ্নের মতো কেটেছিল চেন্নাই সুপার কিংসের। প্রথমবার আইপিএল খেলে শেষ চারে নিজেদের জায়গা পাকা করতে ব্যর্থ হয় মহেন্দ্র সিং ধোনির দল। এবার মরশুমের শুরুতে পুনরায় নিজেদের স্বভাবসিদ্ধ ছন্দে দেখা গিয়েছে হলুদ ব্রিগেডকে। তবে আইপিএলের দ্বিতীয় ভাগ খেলতে ফিরতে হচ্ছে সেই আমিরশাহিতে।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটার হিসাবে সময় যে শেষ হয়ে আসছে, তা আর আলাদা করে বলতে হয়না। তাই এই মরশুমেই কিংবদন্তী অধিনায়কের হাতে ফের ট্রফি তুলে দিতে মরিয়া হবেন সিএসকে ক্রিকেটাররা। মরুশহরে এবারের দলও কিন্তু গতবারের থেকে বেশ মজবুত। সুরেশ রায়না আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন ঘটিয়েই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সিএসকে-কে ভরসা জোগাচ্ছেন।
এছাড়া দীপক চাহারও দুরন্ত ছন্দে রয়েছেন। সদ্য সমাপ্ত সিপিএলে নিজের ফ্রাঞ্চাইজি সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসকে নেতৃত্ব দেওয়ার পাশপাশি ব্যাটে বলে দুরন্ত ছন্দে দেখিয়েছে তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোকে। উপরন্তু, প্রথম ভাগে না খেললেও দলে ফিরেছেন জোস হ্যাজেলউড। তবে ফ্যাফ ডু'প্লেসি চোটের কারণে সিপিএল ফাইনালেও খেলতে পারেননি। এটাই যা চিন্তায় রাখবে সিএসকে ব্রিগেডকে।
এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া দ্বিতীয় দল হিসাবে মেগা টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ শুরুর আগে নিজেদের দলে কোন পরিবর্তন ঘটাতে বাধ্য হয়নি সিএসকে বাহিনী। প্রথম ভাগের আইপিএলে জেসন বেহরেনডর্ফকে হ্যাজেলউডের বদলে দলে নিলেও হ্যাজেলউড ফেরত আসায় বেহরেনডর্ফ দলে যোগ দেননি। মুম্বইয়ের বিরুদ্ধে রবিবারই (২০ সেপ্টেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় ভাগের প্রথম ম্য়াচে মাঠে নামবে সিএসকে। তার আগে একনজরে দেখে নেওয়া যাক সিএসকের স্কোয়াড, পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ও পয়েন্ট টেবিলে অবস্থান।
চেন্নাই সুপার কিংসের স্কোয়াড:-
ভারতীয় ক্রিকেটার: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, আম্বাতি রায়াডু, রুতুরাজ গায়কোয়াড়, চেতেশ্বর পূজারা, দীপক চাহার, কর্ণ শর্মা, কেএম আসিফ, নারায়ণ জগদিশন, আর সাই কিশোর, রবিন উথাপ্পা, কে গৌতম, এম হরিশঙ্কর রেড্ডি, হরি নিশান্ত, কে ভগত বর্মা
বিদেশি ক্রিকেটার: স্যাম কারান, জোস হ্যাজেলউড, ফ্যাফ ডু'প্লেসি, মিচেল স্যান্টনার, ইমরাহ তাহির, লুঙ্গি এনগিদি, মইন আলি, ডোয়েন ব্র্যাভো
চেন্নাই সুপার কিংসের ক্রীড়াসূচি:-
১৯ সেপ্টেম্বর : বনাম মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা ৭.৩০ টা)
২৪ সেপ্টেম্বর : বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা ৭.৩০ টা)
২৬ সেপ্টেম্বর : বনাম কলকাতা নাইট রাইডার্স (দুপুর ৩.৩০ টা)
৩০ সেপ্টেম্বর : বনাম সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা ৭.৩০ টা)
২ অক্টোবর : বনাম রাজস্থান রয়্যালস (সন্ধ্যা ৭.৩০ টা)
৪ অক্টোবর: বনাম দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা ৭.৩০ টা)
৭ অক্টোবর : বনাম পঞ্জাব কিংস (দুপুর ৩.৩০ টে)
লিগ টেবিল অবস্থান:-
গত বছর মরুশহরে চূড়ান্ত হতাশ করলেও এ বছর আইপিএল ভারতে ফিরতেই ফের চেনা ছন্দে দেখা গিয়েছে সিএসকে-কে। প্রথম সাতটি ম্যাচে পাঁচটি জিতে নিয়ে লিগ তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে তারা। এ মরশুমে আমিরশাহিতে কি ভাগ্য বদলাতে পারবে ধোনি ব্রিগেড? সময়ই তার জবাব দেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।