বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ম্যাচ শেষেই প্রাক্তন সতীর্থ কেনের সঙ্গে আবেগঘন ছবি ওয়ার্নারের, কমেন্ট করলেন রশিদ

IPL 2022: ম্যাচ শেষেই প্রাক্তন সতীর্থ কেনের সঙ্গে আবেগঘন ছবি ওয়ার্নারের, কমেন্ট করলেন রশিদ

ম্যাচ শেষে কেনের সঙ্গে ওয়ার্নারের ছবি। সৌজন্যে- ইন্সটাগ্রাম।

সানরাইজার্সের বিরুদ্ধে ওয়ার্নার অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন।

বৃহস্পতিবার (৫ মে) ব্রবোর্ন স্টেডিয়ামে নিজের প্রাক্তন দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। অনেকেই মনে করছিলেন এই ম্যাচটি ওয়ার্নারের কাছে সকল অপমানের জবাব দেওয়ার ম্যাচ। মুখে কিছু না বললেও ব্যাটেই ঠিক সেই কাজটাই করলেন অজি তারকা।

সানরাইজার্সের বিরুদ্ধে ওয়ার্নার ৫৮ বলে অপরাজিত ৯২ রানের সুবাদেই ২১ রানে ম্যাচ জিতে নিতে সক্ষম হয় দিল্লি। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরা হন ওয়ার্নার। যদিও প্রাক্তন দল তাঁকে গত মরশুমে প্রথমে অধিনায়কত্ব ও পরে প্রথম ১১ থেকেই বাদ দেওয়ায় বারংবার নানাভাবে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ওয়ার্নার। কিন্তু প্রাক্তন সতীর্থদের সঙ্গে যে তাঁর সম্পর্ক এখনও মিষ্টিমধুর, তা ম্যাচ শেষেই ধরা পড়ল। সানরাইজার্স অধিনায়ক তথা প্রাক্তন সতীর্থ কেন উইলিয়ামসনের সঙ্গে একটি তোলেন ওয়ার্নার।

ছবির ক্যাপশনে উইলিয়ামসনের উদ্দেশ্যে ওয়ার্নার আবেগঘনভাবে লেখেন, ‘আমি তোমায় মিস করেছি ব্রো।’ সেই পোস্টেই আরেক সানরাইজার্স প্রাক্তনী রশিদ খানও কমেন্ট করে লেখেন, ‘আমিও (মিস করছি)।’ এই ঘটনা এই তিন আন্তর্জাতিক মহাতারকার মধ্যেকার বন্ধুত্বই তুলে ধরে। শুধুমাত্র ছবি তোলাই নয়, ম্যাচের মাঝে দিল্লির ইনিংস শেষেও উইলিয়ামসন এবং ভুবনেশ্বর কুমারকে কিন্তু ওয়ার্নারকে বাহবা দিতে দেখা গিয়েছিল

 

বন্ধ করুন