বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022 Final: আউট হয়ে চূড়ান্ত হতাশ বাটলার, ছুঁড়ে ফেললেন হেলমেট, গ্লাভস-ভিডিয়ো

IPL 2022 Final: আউট হয়ে চূড়ান্ত হতাশ বাটলার, ছুঁড়ে ফেললেন হেলমেট, গ্লাভস-ভিডিয়ো

ফাইনালে আউট হয়ে হতাশ বাটলারের প্রতিক্রিয়া। ছবি- স্ক্রিনগ্র্যাব।

ফাইনালে ৩৫ বলে ৩৯ রান করে আউট হন রাজস্থান রয়্যালস তারকা বাটলার।

এ বারের আইপিএলটা একেবারে স্বপ্নের মতো কেটেছে জোস বাটলারের। ৮৬৩ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ তো বটেই, জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। তবে আইপিএল ফাইনালে দলকে জেতাতে পারলেন না বাটলার। গুজরাট টাইটানসের বিরুদ্ধে সাত উইকেটে পরাজিত হয় বাটলারের রাজস্থান রয়্যালস।

পুরো মরশুমে দুর্দান্ত খেললেও ফাইনালে নিজের দলকে বড় রান করতে সাহায্য করতে পারেননি বাটলার। ম্যাচের ১৩তম ওভারে হার্দিক পান্ডিয়ার এক থ্রি-কোয়ার্টার লেংথের বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাটলার। তবে এদিনটা এক অন্ন বাটলারকে দেখা গেল। আউট হওয়ার পরেই নিজের দলের ডাগ আউটের কাছে গিয়েই হতাশা ও রাগে নিজের হেলমেট এবং গ্লাভস একেবারে ছুঁড়ে ফেলে দেন বাটলার।

সাধারণত শান্তশিষ্ট স্বভাবের বাটলারকে সচরাচর রাগ করতে দেখা যায় না। তবে এদিন হয়তো এতবড় একটি ফাইনাল ছিল বলেই ভিন্ন বাটলারকে দেখা গেল। ফাইনালে বাটলারকে নিজের স্বাভাবিক ছন্দে দেখা না গেলেও কিন্তু রাজস্থানের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন বাটলারই। তবে তা এসেছে ৩৫ বলে। বাটলারের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ১৩০ রানই তুলতে পারে রাজস্থান। জবাবে সাত উইকেট বাকি রেখেই ম্যাচ ও খেতাব জিতে নেয় গুজরাট

বন্ধ করুন