বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH vs RR: সানরাইজার্সকে দুমড়ে দিয়ে IPL 2022 অভিযান শুরু সঞ্জু স্যামসনদের
বোল্টের উচ্ছ্বাস। ছবি- আইপিএল।

SRH vs RR: সানরাইজার্সকে দুমড়ে দিয়ে IPL 2022 অভিযান শুরু সঞ্জু স্যামসনদের

হায়দরাবাদকে দেড়শো রানও টপকাতে দিল না রাজস্থান রয়্যালস।

আইপিএল ২০২২-এর চতুর্থ দিনে নতুন মরশুমে অভিযান শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। উভয় দলই পুরনো অধিনায়কের অধীনে নতুন করে যাত্রা শুরু করে। যদিও দু'দলেই স্কোয়াডে রদবদল হয়েছে বিস্তর। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসই বলে দিচ্ছিল যে, আইপিএলে দু'দলের টক্কর চলে কার্যত সেয়ানে সেয়ানে। তবে এবার হায়দরাবাদকে কার্যত একতরফাভাবে উড়িয়ে দেয় রাজস্থান।

30 Mar 2022, 12:02:03 AM IST

ম্যাচের সেরা স্যামসন

৩টি টার ও ৫টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৫৫ রানের অধিনায়কোচিত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সঞ্জু স্যামসন।

29 Mar 2022, 11:17:44 PM IST

৬১ রানে ম্যাচ জয় রাজস্থানের

রাজস্থান রয়্যালসের ৬ উইকেটে ২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ আটকে যায় ৭ উইকেটে ১৪৯ রানে। ৬১ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করেন সঞ্জু স্যামসনরা।

29 Mar 2022, 11:10:56 PM IST

হাফ-সেঞ্চুরি মার্করামের

৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এজেন মার্করাম। হায়দরাবাদ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৯ রানে আটকে যায়। মার্করাম ৪১ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। ৪ বলে ৩ রান করে নট-আউট থাকেন ভুবনেশ্বর।

29 Mar 2022, 11:06:02 PM IST

ওয়াশিংটনের উইকেট তুলে নিলেন বোল্ট

১৮.৫ ওভারে ওয়াশিংটনের উইকেট তুলে নিলেন বোল্ট। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৪০ রান করে হেতমায়েরের হাতে ধরা পড়েন সুন্দর। হায়দরাবাদ ১৩৩ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার।

29 Mar 2022, 10:57:39 PM IST

কুল্টার-নাইলের ওভারে ২৪ রান তুললেন ওয়াশিংটন

১৭তম ওভারে কুল্টান নাইলের ৬টি বলে যথাক্রমে ৬, ৪, ৪, ২, ৪, ৪ রান সংগ্রহ করেন ওয়াশিংটন সুন্দর। ওভারে ২৪ রান ওঠে। ১৭ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১০৫/৬। সুন্দর ৮ বলে ২৭ রান করেছেন। ৩২ বলে ৩২ রান করেছেন মার্করাম।

29 Mar 2022, 10:45:38 PM IST

শেফার্ড আউট

১৫.৪ ওভারে চাহালের বলে বোল্ড হন রোমারিও শেফার্ড। ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন রোমারিও। চাহালের এটি তৃতীয় শিকার। হায়দরাবাদ ৭৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর। ১৬ ওভারে সানরাইজার্স ৮১/৬। চাহাল ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। 

29 Mar 2022, 10:37:18 PM IST

৫০ টপকাল হায়দরাবাদ

১৩ ওভার শেষে হায়দরাবাদের সংগ্রহ ৫ উইকেটে ৫৫ রান। ২৭ রানে ব্যাট করছেন মার্করাম। ২৬ বলের ইনিংসে তিনি ৩টি বাউন্ডারি মেরেছেন।

29 Mar 2022, 10:28:40 PM IST

সামাদ আউট

১০.২ ওভারে চাহালের বলে পরাগের হাতে ধরা পড়েন সামাদ। ৬ বলে ৪ রান করে আউট হন তিনি। ৩৭ রানে ৫ উইকেট হারায় সানরাইজার্স। ক্রিজে নতুন ব্যাটসম্যান শেফার্ড। ১১ ওভারে হায়দরাবাদের স্কোর ৩৯/৫। ১৭ রানে ব্যাট করছেন মার্করাম।

29 Mar 2022, 10:25:28 PM IST

১০ ওভারে হায়দরাবাদের দরকার ১৭৫ রান

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে সানরাইজার্সের সংগ্রহ ৪ উইকেটে ৩৬ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে হায়দরাবাদের দরকার ১৭৫ রান। ১৫ রানে ব্যাট করছেন মার্করাম।

29 Mar 2022, 10:17:22 PM IST

অভিষেক শর্মা আউট

১টিবাউন্ডারির সাহায্যে ১৯ বলে ৯ রান করে আউট হন অভিষেক শর্মা। ৮.২ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে হেতমায়েরের হাতে ধরা পড়েন তিনি। হায়দরাবাদ ২৯ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আব্দুল সামাদ। ৯ ওভারে সানরাইজার্সের স্কোর ৩২/৪।

29 Mar 2022, 10:07:57 PM IST

৬ ওভারে হায়দরাবাদ ১৪/৩

পাওয়ার প্লে-র ৬ ওভারে হায়দরাবাদ ৩ উইকেটের বিনিময়ে ১৪ রান তুলেছে। অভিষেক শর্মা ১৫ বলে ৩ রান করেছেন। মার্করান ৩ বলে ৪ রান করেছেন। প্রসিধ কৃষ্ণা ৩ ওভারে ২ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন।

29 Mar 2022, 10:01:00 PM IST

পুরান আউট

৪.৫ ওভারে নিকোলাস পুরানকে LBW-র ফাঁদে জড়ালেন বোল্ট। ৯ রানে ৩ উইকেট হারাল হায়দরাবাদ। ৮ বলে খেলেও খাতা খুলতে পারেননি পুরান। ক্রিজে নতুন ব্যাটসম্যান এডেন মার্করাম। তিনি প্রথম বলেই বাউন্ডারি মারেন। ৫ ওভারে হায়দরাবাদের স্কোর ১৩/৩।

29 Mar 2022, 09:52:40 PM IST

রাহুল ত্রিপাঠী আউট

কেকেআরের প্রাক্তন সতীর্থ রাহুল ত্রিপাঠীর উইকেট তুলে নিলেন প্রসিধ কৃষ্ণা। ৩.১ ওভারে স্যামসনের দস্তানায় ধরা পড়েন রাহুল। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। হায়দরাবাদ ৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিকোলাস পুরান। সানরাইজার্স ৪ ওভারে ৭ রানে ২ উইকেট হারিয়েছে। প্রসিধ ২ ওভারে ১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

29 Mar 2022, 09:47:49 PM IST

উইলিয়ামসন আউট

১.৪ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে স্লিপে দেবদূত পাডিক্কালের হাতে ধরা পড়েন কেন উইলিয়ামন। ৭ বলে ২ রান করে মাঠ ছাড়েন হায়দরাবাদ অধিনায়ক। সানরাইজার্স ৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী।

29 Mar 2022, 09:36:57 PM IST

হায়দরাবাদের রান তাড়া করা শুরু

অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে ইনিংসের ওপেন করতে নামেন কেন উইলিয়ামসন। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। তৃতীয় বলে ২ রান নিয়ে খাতা খোলেন উইলিয়াসন। প্রথম ওভারে ২ রান ওঠে।

29 Mar 2022, 09:21:26 PM IST

রাজস্থান ২০ ওভারে ২১০/৬

ইনিংসের শেষ বলে আউট হলেন রিয়ান পরাগ। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন পরাগ। রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১০ রান তোলে। ১ রানে অপরাজিত থাকেন কুল্টার-নাইল। জয়ের জন্য হায়দরাবাদের দরকার ২১১ রান।

29 Mar 2022, 09:19:26 PM IST

হেতমায়ের আউট

১৯.২ ওভারে নটরাজনের বলে বোল্ড হন হেতমায়ের। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন শিমরন। রাজস্থান ২০৭ রােন ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কুল্টার-নাইল।

29 Mar 2022, 09:17:59 PM IST

২০০ টপকে গেল রাজস্থান

১৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৩ রান তুলেছে রাজস্থান রয়্যালস। ১১ বলে ২৯ রান করেছেন হেতমায়ের।

29 Mar 2022, 09:12:22 PM IST

নটরাজনের ওভারে ওঠে ১৮ রান

১৮তম ওভারে নটরাজনের বলে ১৮ রান সংগ্রহ করে রাজস্থান। ১টি চার মারেন পরাগ। ১টি চার ও ১টি ছক্কা মারেন হেতমায়ের। রাজস্থানের স্কোর ১৮৮/৪। হেতমায়ের ১৫ ও পরাগ ১০ রান করেছেন।

29 Mar 2022, 08:59:22 PM IST

স্যামসন আউট

১৬.১ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে সামাদের হাতে ধরা পড়েন স্যামসন। ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন তিনি। রাজস্থান ১৬৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিয়ান পরাগ। তিনি ক্রিজে এসেই বাউন্ডারি মারেন। ১৭ ওভার শেষে রাজস্থানের সংগ্রহ ১৭০/৪।

29 Mar 2022, 08:56:50 PM IST

হাফ-সেঞ্চুরি স্যামসনের

১৬তম ওভারে সুন্দরের তৃতীয় ও চতুর্থ বলে পরপর ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্যামসন। রাজস্থান টপকে যায় ১৫০ রানের গণ্ডি। ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন রাজস্থান দলনায়ক। ১৬ ওভারে রাজস্থানের সংগ্রহ ১৬৩/৩। স্যামসন ৫৫ রানে ব্যাট করছেন।

29 Mar 2022, 08:50:51 PM IST

পাডিক্কাল আউট

১৪.৬ ওভারে উমরান মালিকের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দেবদূত পাডিক্কাল। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪১ রান করে আউট হন পাডিক্কাল। রাজস্থান ১৪৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হেতমায়ের।

29 Mar 2022, 08:44:49 PM IST

রাজস্থান ১৪ ওভারে ১৩৮/২

১৪ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলেছে। স্যামসন ১৯ বলে ৩৭ রান করেছেন। পাডিক্কাল ২৫ বলে ৩৬ রান করেছেন। 

29 Mar 2022, 08:32:46 PM IST

১০০ টপকাল রাজস্থান

১১ ওভারে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৬ রান করেছেন স্যামসন।

29 Mar 2022, 08:26:36 PM IST

রাজস্থান ১০ ওভারে ৮৭/২

অর্ধেক ইনিংস শেষ। রাজস্থান ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৮৭ রান তুলেছে। ১২ বলে ২৩ রান করেছেন সঞ্জু স্যামসন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মেরেছেন। পাডিক্কাল ৩ রানে ব্যাট করছেন।

29 Mar 2022, 08:16:26 PM IST

বাটলার আউট

৮.১ ওভারে উমরান মালিকের বলে পুরানের দস্তানায় ধরা পড়েন জোস বাটলার। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন ব্রিটিশ তারকা। রাজস্থান ৭৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দেবদূত পাডিক্কাল।

29 Mar 2022, 08:04:14 PM IST

যশস্বী আউট

৬.১ ওভারে রোমারিও শেফার্ডের বলে মার্করামের হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। রাজস্থান ৫৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ৭ ওভারে রাজস্থানের স্কোর ৬০/১। বাটলার ৩৪ রানে ব্যাট করছেন

29 Mar 2022, 08:01:27 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজস্থান রয়্যালস বিনা উইকেটে ৫৮ রান তুলেছে। ২৫ বলে ৩৩ রান করেছেন বাটলার। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৫ বলে ২০ রান করেন যশস্বী। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

29 Mar 2022, 07:56:28 PM IST

৫০ টপকাল রাজস্থান

৫ ওভারে রাজস্থানের স্কোর বিনা উইকেটে ৫২। পঞ্চম ওভারে বল করতে এসে শুরুতেই নো-বল করেন ওয়াশিংটন। ম্যাচে হায়দরাবাদ বোলারদের এটি চতুর্থ নো-বল। ওয়াশিংটনের ওভারে মোট ১৮ রান ওঠে। ১টি ছক্কা মারেন বাটলার। ১টি ছক্কা হাঁকান যশস্বী। বাটলার ৩৩ ও জসওয়াল ১৫ রানে ব্যাট করছেন।

29 Mar 2022, 07:51:55 PM IST

বাটলারের ঝড়

ভুবির নো-বলে আউট হয়েও বেঁচে যাওয়ার পর ব্যাট হাতে জড় তুললেন বাটলার। চতুর্থ ওভারে উমরান মালিকের বলে ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। একবার তো নো-বলে তাঁর ক্যাচ মিসও হয়। চতুর্থ ওভারে ২১ রান ওঠে। ৪ ওভারে রাজস্থানের স্কোর ৩৪/০।

29 Mar 2022, 07:45:12 PM IST

ফের নো-বল ভুবির

প্রথম ওভারে নো-বল করার জন্যই বাটলারের উইকেট নেওয়া হয়নি। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে ফের নো-বল করেন ভুবনেশ্বর। এবার ফ্রি-হিটে চার মারেন যশস্বী। ৩ ওভার শেষে রাজস্থান কোনও উইকেট না হারিয়ে ১৩ রান তুলেছে।

29 Mar 2022, 07:36:22 PM IST

আউট হয়েও বাঁচলেন বাটলার

প্রথম ওভার ভুবনেশ্বর কুমারের পঞ্চম বলে স্লিপে আব্দুল সামাদের হাতে ধরা পড়েন জোস বাটলার। তবে নো-বল হওয়ায় জীবনদান পেয়ে যান তিনি। প্রথম ওভারে ১ রান ওঠে।

29 Mar 2022, 07:33:13 PM IST

ম্যাচ শুরু

রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন জোস বাটলার ও যশস্বী জসওয়াল। হায়দরাবাদের হয়ে বোলিং শুরু করেন টিম ইন্ডিয়ার তারকা পেসার ভুবনেশ্বর কুমার।

29 Mar 2022, 07:17:21 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

যশস্বী জসওয়াল, জোস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ন্যাথন কুল্টার-নাইল, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা।

29 Mar 2022, 07:14:44 PM IST

হায়দরাবাদের প্রথম একাদশ

অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), নিকোলাস পুরান (হায়দরাবাদ), এডেন মার্করাম, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।

29 Mar 2022, 07:09:27 PM IST

রাজস্থানের হয়ে অভিষেক ৭ জনের

চার জন রিটেন করা ক্রিকেটার ছাড়া আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের জার্সিতে প্রথমবার মাঠে নামছেন ৭ জন ক্রিকেটার। চারজন বিদেশির কোটায় রয়েছেন বাটলার, হেতমায়ের, বোল্ট ও কুল্টার-নাইল। হায়দরাবাদের জার্সিতে আইপিএল অভিষেক রোমারিও শেফার্ডের।

29 Mar 2022, 07:03:16 PM IST

টস জিতল হায়দরাবাদ

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এ নিজেদের প্রথম ম্যাচে টস জিতল সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থানকে। সুতরাং, পুণেতে সঞ্জু স্যামসনদের ঝুলিয়ে দেওয়া টার্গেট তাড়া করবে হায়দরাবাদ।

29 Mar 2022, 06:02:10 PM IST

মুখোমুখি লড়াইয়ের ইতিহাস

গত মরশুমের প্রথম লেগে জোস বাটলারের দুর্দান্ত শতরানের সুবাদে রাজস্থান রয়্যালস হারিয়ে দেয় সানরাইজর্সকে। তবে আমিরশাহিতে ফিরতি লেগে জয় তুলে নেয় হায়দরাবাদ। এখনও পর্যন্ত আইপিএলে দু'দল মোট ১৫টি ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। হায়দরাবাদ জিতেছে ৮টি ম্যাচ। রাজস্থান জয় তুলে নিয়েছেন ৭টি ম্যাচে।

29 Mar 2022, 05:48:18 PM IST

মাইলস্টোনের সামনে স্যামসন

রাজস্থান রয়্যালসের হয়ে ১০০তম ম্যাচে মাঠে নামতে চলেছেন সঞ্জু স্যামসন। তিনি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করবেন। সঞ্জুর আগে কেবল অজিঙ্কা রাহানে রাজস্থানের জার্সিতে ১০০ ম্যাচের মাইলস্টোন ছুঁয়েছেন। রাহানে রয়্যালসের জার্সিতে ১০৬টি ম্যাচ খেলেছেন। এছাড়া এই ম্যাচে দু'দলের বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত নজির গড়তে পারেন। বিস্তারিত পড়ুন:- SRH vs RR: প্রথম ম্যাচেই ‘সেঞ্চুরি’ হাঁকাতে চলেছেন স্যামসন, মাইলস্টোনের সামনে অশ্বিনরাও

29 Mar 2022, 05:48:18 PM IST

কোথায় আয়োজিত হচ্ছে ম্যাচ?

আইপিএল ২০২২-এর সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি আয়োজিত হচ্ছে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টোডিয়ামে। ২০১৮ সালের পর ফের এই মাঠে আইপিএলের কোনও ম্যাচ আয়োজিত হতে চলেছে। এখনও পর্যন্ত পুণেতে মোট ৩৮টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। ২০টি ম্যাচ জিতেছে পরে ব্যাট করা দল। সচরাচর ব্যাটিং সহায়ক পিচ দেখা যায় পুণেতে। প্রথম ইনিংসে গড়ে ১৫০-১৬০ রান ওঠে। তবে স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে প্রথম ইনিংসে স্পিনারদের সামলানো কঠিন হয়। দ্বিতীয় ইনিংসে শিশির সমস্যার জন্যই বল ঠিকমতো গ্রিপ করা কঠিন হয়ে দাঁড়ায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হাওড়া পর্যন্ত মেট্রো চালুর পর জলপথে কমেছে যাত্রী, নতুন রুটে চলবে ফেরি পরিষেবা শ্বশুর-জামাই এবার বিশ্বকাপে শর্মাজির বেটার জন্য গলা ফাটাবো- দার্শনিক রাহুল ‘সত্যজিৎ রায় বেঁচে থাকলে মমতাকে নিয়ে হীরক রানির দেশে ছবি বানাতেন’ তোপ শাহের ওড়িশায় লোকসভায় ১৫ টি ও বিধানসভায় ৭৫ আসন পাবে বিজেপি, দাবি অমিত শাহের Hardik Pandya Suspended: রোহিতদের জরিমানা, মরশুম শেষে নির্বাসিত হার্দিক পান্ডিয়া একমাস বেপাত্তা থেকে অবশেষে বাড়ি ফিরলেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’র গুরুচরণ! ভারতে ১০টি বিপন্ন প্রজাতি কোনগুলি? ‘‌কুড়মিরা আমাদের সঙ্গে আছে’‌, শিলদার সভা থেকে হঠাৎ দাবি করে বসলেন শুভেন্দু ‘‌আমি কংগ্রেসের ভিতরের গল্পটা আপনাদের বলছি’‌, বড় তথ্য সামনে আনলেন মোদী ওষুধ ছাড়াই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায়, জেনে নিন

Latest IPL News

শ্বশুর-জামাই এবার বিশ্বকাপে শর্মাজির বেটার জন্য গলা ফাটাবো- দার্শনিক রাহুল পুরো মরশুমই ভুলে ভরা,কোয়ালিটি ক্রিকেটই খেলতে পারিনি- দশে শেষ করে ক্ষুব্ধ হার্দিক ব্যর্থ হল রোহিতের লড়াই, নিজেদের ডেরায় হেরে লাস্টবয় হয়েই অভিযান শেষ মুম্বইয়ের কোহলির স্ট্রিট ক্রিকেট দলে জায়গা পেলেন রাসেল, বন্ধু এবিডি-কেও নিতে ভোলেননি বিরাট IPL 2024: চিন্নাস্বামীতে বাসি-পচা খাবার খেয়ে জ্ঞান হারালেন দর্শক! দায়ের হল FIR IPL-অনেক সমালোচনা হয়েছে, কিন্তু অনবদ্য অধিনায়কত্ব করছে, শ্রেয়সের প্রশংসায় এবি স্পঞ্জের মতো জল শুঁষে নিচ্ছে আউটফিল্ড, RCB v CSK ম্যাচে বৃষ্টি নিয়ে চিন্তা নেই! টি২০ বিশ্বকাপের পরই অবসর নয়, আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান, জানিয়ে দিলেন রোহিত IPL 2024-এর ভিত্তিতেই কি T20 WC 2024-র দল নির্বাচন করা হয়েছে? কী বললেন BCCI সচিব গভীর অন্ধকারের মধ্যে.....টানা হারের যন্ত্রণার কথা জানালেন RCB-র বিরাট কোহলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.