চলতি IPL-এ কলকাতা নাইট রাইডার্সের দলগত পারফর্ম্যান্স আহামরি না হলেও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ব্যাট হাতে পারফর্ম করে চলেছেন। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত প্রথম পাঁচে রয়েছেন।
1/5৮ ম্যাচে ৪৯৯ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালসের জোস বাটলার চলতি আইপিএলের সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় এক নম্বরে রয়েছেন। আপাতত অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর মাথায়।
2/5লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল এই মুহূর্তে আইপিএলের কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ৮ ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ৩৬৮ রান।
3/5টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। আপাতত ৭ ম্যাচে গুজরাট অধিনায়কের ব্যক্তিগত সংগ্রহ ৩০৫ রান।
4/5পঞ্জাব কিংসের শিখর ধাওয়ান আপাতত অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন। ৮ ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ৩০২ রান।
5/5দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪২ রানের লড়াকু ইনিংস খেলার পথে শ্রেয়স আইয়ার অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে উঠে আসেন। নাইট অধিনায়কের ব্যক্তিগত সংগ্রহ এই মুহূর্তে ৯ ম্যাচে ২৯০ রান।