ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২২-এর প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে যায়। তারা আরসিবিকে সরিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে আসে। ব্যাঙ্গালোরকে ছিটকে যেতে হয় প্রথম চারের বাইরে। রয়্যাল চ্যালেঞ্জার্স শেষবেলায় নেমে যায় ৫ নম্বরে।
লিগ টেবিলের প্রথম তিনে অবশ্য কোনও রদবদল হয়নি। গুজরাট টাইটানসকে কেউ এক নম্বর থেকে সরাতে পারবে না। দ্বিতীয় স্থান ধরে রাখে রাজস্থান রয়্যালস। তিন নম্বরেই থেকে যায় লখনউ সুপার জায়ান্টস।
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
কলকাতা নাইট রাইডার্স আপাতত লিগ টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে। দিল্লির কাছে হেরে কেকেআরের পিছেন সাত নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। জিতলে প্রথম চারে ঢুকে পড়তেন মায়াঙ্ক আগরওয়ালরা।
আট নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নয়ে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। একেবারে শেষে দশ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।