এ মরশুমের আইপিএল শুরু হতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তবে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স চেন্নাই সুপার কিংস। সেই অনুশীলনেও অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন চোখে পড়ল, যা মন কেড়েছে দর্শকদের।
সম্প্রতি সিএসকের অনুশীলনে সদ্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে আসা রাজবর্ধন হাঙ্গার্গেকর ও মহেন্দ্র সিং ধোনিকে পাশাপাশি দেখা গেল। এ বছর ১.৫ কোটি টাকায় হার্ড হিটিং অলরাউন্ডার হাঙ্গার্গেকরকে কিনেছে সিএসকে। ধোনির দলের হয়ে খেলার সুযোগ পেয়ে আগেই নিজের উৎসাহ শেয়ার করেছিলেন হাঙ্গার্গেকর। এবার অনুশীলনে একেবারে বাধ্য শিষ্যের মতো গুরু ধোনির পরামর্শ আত্মস্থ করতে দেখা গেল হাঙ্গার্গেকরকে।
অনুশীলন পর্ব শেষে হাঙ্গার্গেকর নিজেই নিজের সোশ্যাল মিডিয়া ধোনির সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি কোলাজ কর শেয়ার করেছেন। নিজের স্টোরিতে দেওয়া সেই ছবির ক্যাপশনে হাঙ্গার্গেকর লেখেন, ‘কিংবদন্তির কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছি।’ নিঃসন্দেহে এটা তরুণ হাঙ্গার্গেকরের কাছে বড় সুযোগ।
সম্প্রতি সময়টা খুব একটা ভাল কাটেনি তাঁর। বয়স ভাড়ানোর অভিযোগে আইপিএল খেলাই অনিশ্চিত ছিল তাঁর। তবে সেই সব কালো মেঘ কেটেছে। ২৬ মার্চ মরশুমের প্রথম ম্যাচেই গত বারের ফাইনালিস্ট কলকাতা নাইট রইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে। সুযোগ পেলে নিশ্চয়ই নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবেন হাঙ্গার্গেকর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।