যেটা ভাঙেনি, তাকে জুড়তে চাওয়ার মাশুল দিতে হয় গুজরাট টাইটানসকে। অকারণে বোলারের ছন্দ ভেঙে হাতের মুঠোয় থাকা ম্যাচ চেন্নাই সুপার কিংসকে উপহার দেন হার্দিক পান্ডিয়ারা। সেই নিরিখে বলাই যায় যে, কোচ আশিস নেহরা ও ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার জন্যই সিএসকের কাছে আইপিএল ২০২৩-এর ফাইনালে হারতে হয় টাইটানসকে।
শুনতে অবাক লাগলেও, পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না এমন অভিযোগ। ক্রিকেটের বোদ্ধা মাত্রই বোঝেন যে, ব্যাটসম্যান দাপট দেখালে তাঁর ছন্দ ভাঙার চেষ্টা করেন বোলার তথা ফিল্ডিং দলের ক্যাপ্টেন। আবার বোলার আধিপত্য দেখালে সময় নষ্ট করে তাঁর ছন্দ ভাঙার চেষ্টা করেন ব্যাটসম্যান। এক্ষেত্রে শেষ ওভারে মোহিত শর্মা দুর্দান্ত বল করছিলেন। অহেতুক মাথা গলিয়ে নেহরা ও হার্দিক পরিস্থিতি জটিল করে তোলেন মোহিতের সামনে।
শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান দরকার ছিল চেন্নাইয়ের। হার্দিক বল তুলে দেন মোহিতের হাতে। নিখুঁত ইয়র্কারে প্রথম বলে কোনও রান খরচ করেননি মোহিত শর্মা। দ্বিতীয় বলেও দুর্দান্ত ইয়র্কার করেন মোহিত। কোনও রকমে ১ রান সংগ্রহ করেন দুবে। তৃতীয় বলে ফের ইয়র্কার করেন শর্মা। সেই বলে ১ রান নেন জাদেজা। চতুর্থ বলে ১ রান নেন দুবে।
সুতরাং, ৪ বলে মাত্র ৩ রান খরচ করেন মোহিত। তাঁর হাত থেকে অসাধারণ সব ইয়র্কার ডেলিভারি বেরোচ্ছিল তখন। জয়ের জন্য শেষ ২ বলে ১০ রান দরকার ছিল চেন্নাইয়ের। হঠাৎই গুজরাট কোচ নেহরা জলের বোতল নিয়ে রিজার্ভ ক্রিকেটারকে পাঠান নিজের বার্তা মোহিতের কাছে পৌঁছে দিতে। আলোচনায় লাফিয়ে যোগ দেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। কোচ-ক্যাপ্টেনের পরিকল্পনা যথাযথ মেলে ধরা নিয়ে মোহিত যে সংশয়ে ছিলেন, সেটা বোঝা যায় তাঁর শরীরি ভাষায়।
হার্দিকরা মোহিতের ছন্দ ভাঙার পরেই সব গোলমাল হয়ে যায়। পঞ্চম বলে ছক্কা মারেন জাদেজা। জয়ের জন্য শেষ বলে চার রান দরকার ছিল চেন্নাইয়ের। শেষ বলে ফাইন-লেগে চার মেরে চেন্নাইকে ম্যাচ জেতান রবীন্দ্র। সেই মুহূর্তেই কমেন্ট্রি বক্সে গ্রেম সোয়ান, কেভিন পিটারসেনরাও আলোচনা শুরু করে দেন যে, সব কিছু যখন ঠিকঠাক চলছিল, অভিজ্ঞ মোহিত শর্মা যখন ভালোর থেকেও বেশি ভালো বল করছিলেন, তখন হার্দিকদের ওভাবে মাথা গলানোর কী দরকার ছিল। বোলারের মনোসংযোগ না ভেঙে তার থেকে বরং মোহিতকে নিজের পরিকল্পনা অনুযায়ী বল করতে দিলেই ভালো করতেন কোচ-ক্যাপ্টেন।
কেপিদের মতো একই ধারণা পোষণ করেন সঞ্জয় মঞ্জরেকরও। সুতরাং, সেই নিরিখে বলাই যায় যে, শেষ ওভারে ১৩ রান খরচ করা মোহিত শর্মা নন, বরং চেন্নাইয়ের কাছে হারের জন্য দায়ী করা যায় গুজরাট টাইটানসের কোচ-ক্যাপ্টেনকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।