শুভব্রত মুখার্জি: চলতি মরশুমের আইপিএল প্রায় তার শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। প্লে অফের চূড়ান্ত লড়াইতে এখনও অঙ্কের হিসেবে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স দল। তাদের শেষ ম্যাচ ২০ মে। ঘরের মাঠ ইডেন গার্ডেনে নাইটরা মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের। এই ম্যাচে জিতলে নাইটরা পৌঁছবে ১৪ পয়েন্টে। তারপরেও প্লে অফে যেতে তাদের নির্ভর করতে হবে অন্য দলগুলোর উপরে। এমন আবহে দাঁড়িয়ে চলতি মরশুমে নাইটদের জন্য সবথেকে বড় পাওনা অবশ্যই আফগানিস্তানের কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। যিনি চলতি মরশুমে ওপেন করতে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন। সেই গুরবাজ জানিয়েছেন তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল কেকেআরের মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ। শাহরুখ খানের ব্যবহার যে তাঁকে মুগ্ধ করেছে তাও তিনি জানাতে ভোলেননি।
পাশাপাশি গুরবাজের দাবি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ শাহরুখ খান। তিনি জানিয়েছেন 'যেভাবে শাহরুখ খান আমার সঙ্গে কথা বলেছেন তাতে আমি অভিভূত। আমি আশাই করিনি যে উনি এতটা ভালোভাবে আমার সঙ্গে কথা বলবেন। ওনার নম্রতা আমার কাছে অত্যন্ত অপ্রত্যাশিত ছিল।' উল্লেখ্য চলতি আইপিএলের একটি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে গুরবাজের সঙ্গে পাস্তো ভাষায় আলাপচারিতায় মাততে দেখা যায় শাহরুখ খানকে। গুরবাজ সম্প্রতি নিউজ ১৮'কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন কলকাতার রসগোল্লার প্রতি তাঁর ভালোবাসার কথা। ভারতীয় সিনেমা, ভারতীয় খাবার দাবারের প্রতি যে তাঁর দুর্বলতা রয়েছে সেকথাও জানিয়েছেন তিনি।
২১ বছর বয়সি তরুণ এই ক্রিকেটার জানিয়েছেন, 'আমার কাছে গোটা বিষয়টা (শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ) একটা স্বপ্নের মতন। আমি শাহরুখ খানের অত্যন্ত বড় ভক্ত। আর এখন তো আমি ওনার দলের হয়েই খেলছি। কেকেআরের হয়ে খেলতে সুযোগ পাওয়ার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আমি খুব খুশি। আমি কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাব আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। বিশ্বের অন্যতম সেরা অভিনেতা উনি। আমার জীবনে দেখা অন্যতম সেরা মানুষ। যেভাবে উনি আমার সঙ্গে কথা বলেছেন তা অবিশ্বাস্য।' কেকেআরের হয়ে ইডেনে চলতি আইপিএলে গুজরাট টাইটানসের বিরুদ্ধে তিনি ৮১ রানের এক দুরন্ত ইনিংস খেলেন। যা আইপিএলের ইতিহাসে কোন আফগান ব্যাটারের করা সর্বোচ্চ রানের ইনিংস। এই মুহূর্তে লিগ ক্রমতালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর। প্লে অফে যেতে গেলে লখনউকে ঘরের মাঠে শেষ ম্যাচে হারাতেই হবে কেকেআরকে। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন গুরবাজ।