বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs PBKS: কেন স্লো খেললেন, তার সাফাই দিতে দলে ব্যাটারদের ভূমিকা বোঝালেন কেএল রাহুল

LSG vs PBKS: কেন স্লো খেললেন, তার সাফাই দিতে দলে ব্যাটারদের ভূমিকা বোঝালেন কেএল রাহুল

কেএল রাহুল।

টস হেরে ব্যাট করতে নেমে লখনউ নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে। যার মধ্যে রাহুল সর্বোচ্চ ৭৪ রান করে। কিন্তু পঞ্জাব কিংস লক্ষ্য তাড়া করতে নেমে তিন বল বাকি ম্যাচ পকেটে পুড়ে ফেলে।

লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল শনিবার ম্যাচ হারের পর বলেছেন যে, তাঁর দল ব্যাটিং করার সময়ে পরিকল্পনাগুলি কার্যকর করতে পারেনি এবং ১০ রান মতো কম করে। যার খেসারত নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ উইকেটে ম্যাচ হেরে দিতে হয়।

টস হেরে ব্যাট করতে নেমে লখনউ নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে। যার মধ্যে রাহুল সর্বোচ্চ ৭৪ রান করে। কিন্তু পঞ্জাব কিংস লক্ষ্য তাড়া করতে নেমে তিন বল বাকি ম্যাচ পকেটে পুড়ে ফেলে।

ম্যাচের পরে রাহুল বলেছেন, ‘আমি মনে করি আমরা শেষের দিকে প্রায় ১০ রান কম করেছি। শিশিরের প্রভাব ছিল এবং এটি ব্যাটারদের (পিবিকেএস) একটু বেশি সাহায্য করে। আমরা বল হাতেও ভালো কিছু করতে পারিনি।’

আরও পড়ুন: শীঘ্রই NCA-তে রিহ্যাব শুরু করবেন বুমরাহ, অস্ত্রোপচার করাতেই হচ্ছে শ্রেয়সকে

তিনি যোগ করেন, ‘যদি দু'জন ব্যাটার মাঠে নামে, ভালো নক খেলত, তবে আমরা হয়তো ১৮০-১৯০ করতে পারতাম। যেমন মেয়ার্স, পুরানরা দিল্লি ক্যাপিটালস ম্যাচে ভালো খেলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, আজ, কিছু ব্যাটার ভালো শট মারতে গিয়েই বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়ে যায়। সেই ব্যাটাররা কিছু রান করলে, স্কোর অন্য রকম হতে পারত। তবে এটি খেলারই অঙ্গ। আমাদের কাছে এটা শিক্ষা।’

জিতেশ শর্মাকে আউট করার জন্য তাঁর দুর্দান্ত ক্যাচ নিয়ে রাহুল বলেন, ‘আমি যখন মাঠে থাকি তখন আমি সবকিছু দেওয়ার চেষ্টা করি। আমি বলটা দেখি এবং ক্যাচের জন্যও ঝাঁপাই।’

রাহুল বলেন, দলের প্রতিটি খেলোয়াড়ের আলাদা ভূমিকা রয়েছে। তাঁর মতে, ‘আমাদের দলে ৭-৮ জন ব্যাটার আছে এবং তার মধ্যে কয়েক জনই বাউন্ডারি হাঁকানোর মতো যথেষ্ট শক্তিশালী। অন্যদের আলাদা দক্ষতা রয়েছে। আমরা প্রত্যেকেই আমাদের ভূমিকা পালন করি এবং এটিই দলকে ভারসাম্যপূর্ণ করে তোলে। পুরান এবং স্টোইনিস, মেয়ার্সরা পাওয়ার হিটার। আগ্রাসী ভাবে খেলে। এবং আমাদের কয়েক জনকে পরিস্থিতি মূল্যায়ণ করে এগোতে হয়।’

আরও পড়ুন: খুঁড়িয়ে মাঠ ছাড়েন,ব্যাট হাতে ব্যর্থ হন, রাসেলের চোটের হাল কী? আপডেট দিলেন নীতিশ

শনিবার পঞ্জাবের বিরুদ্ধে রাহুলের ৭৪ (৫৬ বলে) ছাড়া লখনউয়ের বাকিরা সে ভাবে রানই করতে পারেননি। মেয়ার্স ২৩ বলে ২৯ রান করেন। ক্রুণাল পাণ্ডিয়া ১৮ রান (১৭ বলে) করে। মার্কাস স্টোইনিস ১১ বলে ১৫ করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। পঞ্জাবের স্যাম কারান ৩ উইকেট নেন। ২ উইকেট নেন কাগিসো রাবাডা।

এ দিকে ১৬০ রান তাড়া করতে নেমে সিকান্দার রাজার ৪১ বলে ৫৭ রান, ম্যাথু শর্টের ২২ বলে ৩৪ রান, শাহরুখ কানের ১০ বলে ২৩ রান, হরপ্রীত সিং-এর ২২ বলে ২২ রানের হাত ধরে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পঞ্জাব। ৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ১৬১ করে পঞ্জাব কিংস। লখনউয়ের যুধবীর সিং, মার্ক উড এবং রবি বিষ্ণোই ২টি করে উইকেট নিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির হরিয়ানায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হেভিওয়েট নেতারা লড়বেন ভোটে ঘোর বৈশাখেই বর্ষার প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার, আগের ভুল থেকে শিক্ষা পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.