বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Auction 2023 Punjab Kings Strategy: পকেটে ৩২.২ কোটি, চ্যাম্পিয়ন দল গড়তে আইপিএল নিলামে কাদের পিছনে ছুটবে পঞ্জাব কিংস

IPL Auction 2023 Punjab Kings Strategy: পকেটে ৩২.২ কোটি, চ্যাম্পিয়ন দল গড়তে আইপিএল নিলামে কাদের পিছনে ছুটবে পঞ্জাব কিংস

নিলামে কাদের পিছনে ছুটবে পঞ্জাব কিংস 

এই নিলামে পঞ্জাব কিংস সর্বোচ্চ ৯ জন ক্রিকেটার কিনতে পারবে। তাদের মধ্যে তিনজন বিদেশি হতে পারেন।

২০২৩ সালের আইপিএল-এর জন্য ক্রিকেটার নিলাম হতে চলেছে আগামী ২৩ ডিসেম্বর। সেই নিলামে বসার সময় পঞ্জাব কিংসের পকেটে ৩২.২ কোটি টাকা থাকবে। এই নিলামে পঞ্জাব কিংস সর্বোচ্চ ৯ জন ক্রিকেটার কিনতে পারবে। তাদের মধ্যে তিনজন বিদেশি হতে পারেন। এর আগে ২০২২ সালের আইপিএল-এর নিলামের সময় পঞ্জাব কিংস মারকাটারি ব্যাটারদের দলে নেওয়ার জন্য আগ্রাসী ভাবে ছুটেছিল। জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মাদের দলে নিয়েছিল পঞ্জাব। তবে তা সত্ত্বেও ওপেনিং জুটির ধীর গতিতে রান তোলার কারণে পাওয়ারপ্লে-তেই আটকে যাচ্ছিল দল। ওপেনিং জুটিতে ময়ঙ্ক আগারওয়াল এবং শিখর ধাওয়ান দলের হয়ে দ্রুত রান করতে ব্যর্থ হন। এই আবহে এবার দলের 'কোর' কিছুটা পরিবর্তন করার দিকে তাকিয়েছে পঞ্জাব।

নিলামের আগে এবার পঞ্জাব অনেক ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে। ময়ঙ্ক আগরওয়াল, ওডিন স্মিথ, বৈভব অরোরা, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ইশান পোরেল, প্রেরক মানকদ, ঋত্তিক চ্যাটার্জি, এবং অংশ প্যাটেলকে দল ছেড়ে দিয়েছে। পাশাপাশি প্রধান কোচ অনিল কুম্বলের বদলে দলের দায়িত্ব ট্রেভর বেলিসকে দিয়েছে পঞ্জাব। সহকারী কোচ জন্টি রোডসের বদলে ব্র্যাড হ্যাডিনকে দলে নিয়েছে পঞ্জাব। পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে জুলিয়ান উডের বদলে ওয়াসিম জাফরকে দায়িত্ব দিয়েছে দল। তাছাড়া বোলিং কোচ ড্যামিয়েন রাইটের বদলে এসেছেন চার্ল ল্যাঙ্গেভেল্ট।

পঞ্জাব কিংসের শক্তি - পঞ্জাব কিংসের মূল শক্তি তাদের মিডল অর্ডারের মারকাটারি ব্যাটাররা। জনি বেয়ারস্টো, লিভিংস্টোন, রাজাপক্ষে এবং জিতেশ মাঝের ওভারে দলকে ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি শাহরুখ খানকেও পঞ্জাব আরও একটি সুযোগ দিয়েছে। যদিও তামিলনাড়ুর এই ব্যাটার গত মরশুমে সেই অর্থে দাগ কাটতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক বছরগুলিতে তাঁর মারকাটারি ব্যাটিং শিরোনামে থেকেছে। এছাড়া বোলিং বিভাগে পঞ্জাবের কাছে রয়েছে কাগিসো রাবাডা, অর্শদীপ সিংয়ের মতো হাতিয়ার। স্পিন বিভাগে রয়েছেন রাহুল চাহার। ২০২২ সালে এই তিনজনই বেশ ভালো করেন পঞ্জাবের হয়ে। এরই মধ্যে অর্শদীপ সিং জাতীয় দলের হয়েও নিজের জাত চিনিয়েছেন।

পঞ্জাব কিংসের দুর্বলতা - মিডল অর্ডারে বিস্ফোরক ব্যাটিং এবং দুর্দান্ত কয়েকজন বোলার থাকা সত্ত্বেও দলে গভীরতার অভাব রয়েছে। অর্শদীপকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য দলে ভালো মানের ভারতীয় বোলারের প্রয়োজন। এবং এর জন্য তাঁদের কাছে যথেষ্ঠ পরিমাণ অর্থও রয়েছে পার্সে। এদিকে ধাওয়ানের ফর্ম পঞ্জাবের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। ২০২২ সালের আইপিএলে তেমন কিছু করতে পারেননি এই ওপেনার। ভারতের হয়েও সাম্প্রতিককালে সেভাবে দাগ কাটতে পারেননি তিনি। ধাওয়ানের স্ট্রাইক রেট না বাড়লে সমস্যায় পড়তে পারে পঞ্জাব।

কাদের কিনতে পারে পঞ্জাব - ধাওয়ানকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য তামিলনাড়ুর ওপেনার এন জগদীশনকে এবারের নিলামে কিনতে পারে পঞ্জাব কিংস। সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন জগদীশন। তিনি পাঁচটি সেঞ্চুরি করেন এবারের বিজয় হাজারেতে। পাশাপাশি জগদীশন উইকেটরক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন ক্রিকেটার প্রিয়ম গর্গের দিকেও নজর দিতে পারে পঞ্জাব। এদিকে নিলামের সময় বোলিং বিভাগকে পোক্ত করার জন্য পঞ্জাবের নজর থাকতে পারে বাঁহাতি স্পিনার শাবাজ নদিমের ওপর। তাছাড়া বরোদার নিনাদ রাথওয়া, ছত্তিশগড়ের সুমিত রুইকার, কেরালার বৈশাখ চন্দ্রনের ওপর নজর থাকতে পারে পঞ্জাবের।

পঞ্জাবের বর্তমান দল - শিখর ধাওয়ান (অধিনায়ক), কাগিসো রাবাডা, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, আরশদীপ সিং, ভানুকা রাজাপাক্ষে, জিতেশ শর্মা, শাহরুখ খান, রাহুল চাহার, হারপ্রীত ব্রার, নাথান এলিস, প্রভসিমরান সিং, ঋষি ধাওয়ান, অথর্ব তাইদে, বালতেজ ধান্দা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'১২ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার! সারা জীবনের ক্ষত…’, এতদিনে নীরবতা ভাঙলেন চূর্ণী '২৬ হাজার পরিবারের সুখ ছিনিয়ে নিল TMC-র দুর্নীতি', মোদীর মুখে SSC রায় আজকের ৮৮ আসনের ধনীতম প্রার্থীর সম্পত্তির পরিমাণে ঘুরবে মাথা! হুঙ্কারে কেঁপে উঠল আলিপুর, বিশাখাপত্তনম থেকে চিড়িয়াখানায় সাদা বাঘ আসল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.