প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারাতেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। তার জন্য টিম গেম খেলতে হবে তাদের। সেই সঙ্গে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে টিমি কেকেআর-কে।
1/5টসের ভাগ্য সকলের হয় না। তাই টস নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দিতে হবে কেকেআর-কে। যদি ব্যাটিং করে প্রথমে ওপেনিং জুটিকে বড় স্কোর করতেই হবে। আগের মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ওপেন করে বেঙ্কটেশ আইয়ার রান পেয়েছিলেন। অজিঙ্কা রাহানে অবশ্য আহামরি কিছু করেননি। তবে ওপেনিং জুটিকে শক্ত ভিত তৈরি করে দিতে হবে। ছবি: পিটিআই
2/5মিডল অর্ডারকেও হাল ধরতে হবে। কেকেআর-এর ব্যাটিং অর্ডার একেবারেই ধারাবাহিক নয়। তাই সেই জায়গাটা সবার আগে মেরামত করতে হবে। রাসেল, শ্রেয়স আইয়ারদের আরও শক্ত হাতে দায়িত্ব নিতে হবে। ছবি: পিটিআই
3/5কেকেআরক-এর বোলিংও চিন্তার কারণ। উমেশ যাদব আগের ম্যাচ খেলেননি। তবে প্যাট কামিন্স, আন্দ্রে রাসেলরা হাল ধরেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডার কিন্তু নড়বড়ে। সে দিক থেকে কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কিন্তু বোলিং করাটা সহজ হবে না। বোলিং নিয়ে অনেক বেশি সিরিয়াস হতে হবে কেকেআর-কে। ছবি: পিটিআই
4/5টিমে পরিবর্তনও কিন্তু কলকাতার ব্য়র্থতার অন্যতম কারণ। দলই তারা ঠিক করে তৈরি করে উঠতে পারেননি। প্লেয়ারদের উপর বিশ্বাস দেখানোটাও টিম ম্যানেজমেন্টের অন্যতম বড় কাজ। যাতে তারা খোলা মনে খেলতে পারে। সেই জায়গাটা নাইট প্লেয়ারদের দিতে হবে। ছবি: পিটিআই
5/5স্পিনারদের সঠিক ভাবে ব্যবহার করাটাও কলকাতা অধিনায়কের অন্যতম কাজ। বরুণ চক্রবর্তী ফর্মে নেই। সে ক্ষেত্রে বোলিং বিকল্প বাড়াতে হবে। বেঙ্কটেশ আইয়ার কিন্তু গত বার খারাপ বল করেননি। তাঁকে বোলিংয়ে আরও বেশি ব্যবহার করা যায়। ছবি: পিটিআই