কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের পর লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই জয়ে লখনউ সুপার জায়ান্টস দ্বিতীয় দল হিসাবে প্লে অফে উঠেছে। এখন বাকি দুই জায়গার জন্য পাঁচ দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফের রেস থেকে ছিটকে গিয়ছে। তবে তারা এখনও বাকি দলের সমীকরণ নষ্ট করতে পারে। এদিকে কলকাতা নাইট রাইডার্সও লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। রোমাঞ্চকর ম্যাচে কলকাতাকে দুই রানে হারিয়েছে লখনউ। এই ম্যাচ জয়ের পরে লখনউ-এর অধিনায়ক কেএল রাহুল মজা করে বলেছিলেন যে এই ধরনের ম্যাচের জন্য আমার অতিরিক্ত অর্থ পাওয়া উচিত।
এদিনের ম্যাচের পর কেএল রাহুল বলেন, ‘এমন ম্যাচের জন্য হয়তো আমার আরও টাকা পাওয়া উচিত। এই মরশুমে আমরা এমন অনেক ম্যাচ হাতছাড়া করেছি। শেষ বল পর্যন্ত ম্যাচ গড়িয়েছে এমন ম্যাচ অনেক কমই আছে। এই ম্যাচে আমরা জিততে পেরেছি বলে আমি খুশি। আমরা এই ম্যাচটি হেরেও যেতে পারতাম এবং তারপরে আমরা এমনভাবে মাঠ ছাড়তাম যেন খারাপ খারাপ ক্রিকেট খেলেছি।’
কেএল রাহুল আরও বলেন, ‘লিগের শেষ ম্যাচে এভাবে জিততে পেরে ভালো লাগছে। কৃতিত্ব দুই দলেরই যে তারা এত ভালো ম্যাচ খেলেছে। আমার মনে হয় আমরা ভালো খেলেছিলাম। শেষ দুই বলে তিন রান করতে হত। আমরা ভালো ব্যাটিং করেছিলাম। এভিন লুইসের সেই ক্যাচটি ছিল দুর্দান্ত। মহসিন খান গত কয়েক ম্যাচে আমাদের জন্য দুর্দান্ত খেলছেন, তিনি যেভাবে খেলছেন, তাতে শীঘ্রই তাকে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখা যাবে।’