গ্রুপ লিগের নিজেদের শেষ ম্যাচ জিতে চলতি মরশুমের আইপিএলে প্লেঅফে যাওয়ার আশা টিকিয়ে রাখলো মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের চতুর্থ স্থানে থাকলেও এখনও শেষ চারে যাওয়া নিশ্চিন্ত হয়নি রোহিত শর্মাদের। তাদের নির্ভর করতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট টাইটানস ম্যাচের ওপর। কারণ যদি বিরাট কোহলিরা শেষ ম্যাচ জিতে যায় তাহলে তাদের এবং মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট সমান হবে, সেক্ষেত্রে রোহিত শর্মারা বিদায় নেবেন। কারণ তারা রানরেটে অনেকটাই পিছিয়ে। তবে এদিন নিজেদের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোনও খামতি রাখেনি রোহিতরা। ২০১ রানের বড় লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১৮ ওভারেই ম্যাচ জিতে নেয় তারা।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাটে পাঠানোর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। নিজেদের হারানোর কিছু না থাকায় খোলা মনে খেলতে থাকে এডেন মার্করামরা। নির্ধারিত ২০ ওভারে ২০০ রান যোগ করে তারা। প্লেঅফে যাওয়ার আশা টিকে রাখতে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা করে যান অর্ধশতরান। রোহিতের সঙ্গে জুটি গড়ে শতরানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রিন। শেষের দিকে সূর্যকুমার যাদবও ভালো খেলেন। মাত্র দুই উইকেট হারিয়ে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেন তারা।
ম্যাচের শেষে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা আজ মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলাম জিতব বলে। প্লেঅফে যেতে পারব কিনা সে বিষয়ে চিন্তা করিনি। তবে আমরা আজ যে জিততে পেরেছি তার জন্য আমাদের দলের সকল ক্রিকেটারদের কৃতিত্ব দেওয়া উচিত। তবে এই ম্যাচে যদি হেরে যেতাম তাহলে নিজেকেই সেই জন্য দায়ী করতাম। এবারের আইপিএলে এমন অনেক মুহূর্তই ছিল যেগুলিতে আমরা জিততে পারতাম। তবে গত বছর আমরা বিরাটদের অনেক সাহায্য করেছিলাম। আশা করব এবার আরসিবির থেকে সেই সাহায্য পাব।’
পুরনো কিছু ম্যাচের প্রসঙ্গ টেনে এনে রোহিত আরও বলেন, 'আমরা লখনউর মুখোমুখি যখন হই, তখন ইনিংসটা আমাদের হাতে ছিল। কিন্তু পরে আমরা সেটাকে ধরে রাখতে পারিনি। পঞ্জাবের সঙ্গে খেলায় যখন ১৮ বলে ৩৪ রানের প্রয়োজন ছিল সেই সময় আমরা ভালো খেলতে পারিনি। ঠিকভাবে খেলতে পারলে ম্যাচগুলি জিততে পারতাম। তবে আজ হায়দরাবাদের সঙ্গে শুরু থেকেই ইনিংসকে হাতে রেখে খেলেছি। কারণ এই ম্যাচে আমরা জিতব বলেই মাঠে নেমেছিলাম।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।