HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs KKR: ১০০ টপকেই আত্মসমর্পণ, কলকাতার IPL 2022 অভিযান কার্যত শেষ

LSG vs KKR: ১০০ টপকেই আত্মসমর্পণ, কলকাতার IPL 2022 অভিযান কার্যত শেষ

চলতি আইপিএলে রানের নিরিখে সব থেকে বড় ব্যবধানে হার মানতে হয় কলকাতা নাইট রাইডার্সকে।

দাপুটে জয় লখনউয়ের। ছবি- আইপিএল।

টানা পাঁচ ম্যাচে হারের ধারা কাটিয়ে জয়ে ফিরেছিল কলকাতা। এবার তাদের সামনে চ্যালেঞ্জ ছিল নবাগত আইপিএল দল লখনউ সুপার জায়ান্টসের। উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে প্রতিপক্ষ শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর, যাঁর হাত ধরে জোড়া আইপিএল খেতাব জিতেছে নাইট রাইডার্স। কেকেআরের শক্তি-দুর্বলতা ভালো মতোই জানতেন গম্ভীর। সেকারণেই কলকাতার কাজ আরও কঠিন হয়ে দাঁড়ায় সন্দেহ নেই। শেষমেশ এতকরফাভাবে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় কেকেআরকে।

07 May 2022, 11:17 PM IST

ম্যাচের সেরা আবেশ খান

১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন আবেশ খান।

07 May 2022, 10:55 PM IST

৭৫ রানে ম্যাচ হার কলকাতার

লখনউয়ের ৭ উইকেটে ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৪.৩ ওভারে ১০১ রানে অল-আউট হয়ে যায়। ৭৫ রানের বড় ব্যাবধানে ম্যাচ জেতে লখনউ সুপার জায়ান্টস। চলতি আইপিএলে রানের নিরিখে এটিই কোনও দলের সব থেকে বড় ব্যবধানে জায়। ১১ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে কলকাতার ঝুলিতে। খাতায়-কলমে প্লে-অফের দরজা খোলা থাকলেও বাস্তবে কলকাতার আইপিএল ২০২২ অভিযান কার্যত লিগ পর্বেই শেষ বলে মনে হচ্ছে।

07 May 2022, 10:54 PM IST

তিন বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ হার কলকাতার

১৪.৩ ওভারে হাস্যকরভাবে রান-আউট হন হর্ষিত রানা। কলকাতা ১০১ রানে অল-আউট হয়ে যায়। ১ রান করে অপরাজিত থাকেন মাভি।

07 May 2022, 10:51 PM IST

২ বলে ২ উইকেট হোল্ডারের

১৪.১ ওভারে সুনীল নারিনের নারিনের উইকেট তুলে নেন হোল্ডার। পরের বলে তিনি ফিরিয়ে দেন টিম সাউদিকে।

07 May 2022, 10:39 PM IST

অনুকূল আউট

১২.৪ ওভারে আবেশের বলে ডি'ককের দস্তানায় ধরা পড়েন অনুকূল রায়। ২ বলে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় তাঁকে। কলকাতা ৮৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন শিবম মাভি। ১৩ ওভারে কলকাতার স্কোর ৮৮/৭।

07 May 2022, 10:35 PM IST

রাসেল আউট

১২.১ ওভারে আবেশ খানের বলে ছক্কা হাঁকান রাসেল। ঠিক পরের বলেই আউট হন তিনি। জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন দ্রে রাস। ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৪৫ রান করে মাঠ ছাড়েন রাসেল। কলকাতা ৮৫ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অনুকূল রায়।

07 May 2022, 10:28 PM IST

রিঙ্কু সিং আউট

১১.১ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ক্রুণাল পান্ডিয়ার হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ১০ বলে ৬ রান করে মাঠ ছাড়েন রিঙ্কু। কলকাতা ৬৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন সুনীল নারিন। তিনি ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন। পঞ্চম বলে চার মারেন। ১২ ওভারে কলকাতা স্কোর ৫ উইকেটে ৭৯ রান। জয়ের জন্য ৮ ওভারে ৯৮ রান দরকার কেকেআরের।

07 May 2022, 10:21 PM IST

১০ ওভারে কলকাতার দরকার ১১৩ রান

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটের বিনিময়ে ৬৪ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১১৩ রান। ১৫ বলে ৩৫ রান করেছেন রাসেল। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মেরেছেন।

07 May 2022, 10:17 PM IST

৫০ টপকাল কলকাতা

নবম ওভারে জেসন হোল্ডারের বলে ৩টি ছক্কা ও ১টি চার মারেন আন্দ্রে রাসেল। ওভারে মোট ২৫ রান ওঠে। ৯ ওভার শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ৫৫ রান। রাসেল ১১ বলে ২৮ রান করেছেন। ৩ বলে ৩ রান করেছেন রিঙ্কু সিং। 

07 May 2022, 10:04 PM IST

রানাকে ফেরালেন আবেশ

৬.৫ ওভারে নীতিশ রানাকে বোল্ড করেন আবেশ খান। ১১ বলে ২ রান করে মাঠ ছাড়েন রানা। ক্রিজে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। কলকাতা ২৫ রানে ৪ উইকেট হারায়।

07 May 2022, 09:58 PM IST

ফিঞ্চ আউট

৫.৪ ওভারে জেসন হোল্ডারের বলে কুইন্টন ডি'ককের দস্তানায় ধরা পড়েন অ্যারন ফিঞ্চ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন অজি তারকা। কলকাতা ২৩ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিঙ্কু সিং। পাওয়ার প্লে-র ৬ ওভারে নাইট রাইডার্সের সংগ্রহ ৩ উইকেটে ২৫ রান।

07 May 2022, 09:49 PM IST

শ্রেয়স আইয়ার আউট

৩.৪ ওভারে চামিরার বলে বাদোনির হাতে ধরা পড়েন শ্রেয়স। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৬ রান করে মাঠ ছাড়েন নাইট দলনায়ক। কলকাতা ১১ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নীতিশ রানা।

07 May 2022, 09:47 PM IST

৩ ওভারে কলকাতা ৬/১

৩ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ১ উইকেটের বিনিময়ে ৬ রান তুলেছে। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। দ্বিতীয় ওভারে চামিরা মোট ৪ রান খরচ করেন। তৃতীয় ওভারে মহসিন ১ রান দেন। ১টি রান আলে লেগ-বাই হিসেবে। ২ ওভারে ১টি মেডেন-সহ ১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন মহসিন।

07 May 2022, 09:34 PM IST

ইন্দ্রজিৎ আউট

প্রথম ওভারে মহসিনের শেষ বলে বাদোনির হাতে ধরা পড়েন ইন্দ্রজিৎ। রানের খাতা খোলার আগে উইকেটের খাতা খুলল কলকাতা। শূন্য রানে মাঠ ছাড়েন বাবা। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।

07 May 2022, 09:30 PM IST

কলকাতার রান তাড়া করা শুরু

কলকাতার হয়ে ওপেন করতে নামেন বাবা ইন্দ্রজিৎ ও অ্যারন ফিঞ্চ। লখনউয়ের হয়ে বোলিং শুরু করেন মহসিন খান।

07 May 2022, 09:14 PM IST

লখনউ ২০ ওভারে ১৭৬/৭

ইনিংসের শেষ বলে রান-আউট হন চামিরা। লখনউ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য কলকাতার দরকার ১৭৭। ১৮ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন বাদোনি। কলকাতার হয়ে ২২ রানে ২টি উইকেট নেন রাসেল। ৫০ রানে ১টি উইকেট নিয়েছেন মাভি। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন নারিন ও সাউদি।ইন্দ্রজিৎ

07 May 2022, 09:12 PM IST

হোল্ডার আউট

১৯.৪ ওভারে সাউদির বলে রিঙ্কুর হাতে ধরা পড়েন হোল্ডার।  জোড়া ছক্কায় ৪ বলে ১৩ রান করেন জেসন। লখনউ ১৭৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে আসেন চামিরা।

07 May 2022, 09:08 PM IST

ছক্কার ঝড় তুলে আউট স্টইনিস

১৯তম ওভারে শিবম মাভির প্রথম তিন বলে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে চতুর্থ বলে আউট হন মার্কাস স্টইনিস। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৮ রান করে আইয়ারের হাতে ধরা পড়েন মার্কাস। লখনউ ১৬০ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে এসেই হোল্ডার ওভারের শেষ ২টি বলে পরপর ছয় মারেন। ওভারে মোট ৫টি ছক্কায় ৩০ রান ওঠে। লখনউয়েক স্কোর ৫ উইকেটে ১৭২। 

07 May 2022, 09:01 PM IST

১৮ ওভারে লখনউ ১৪২/৪

১৮ ওভার শেষে লখনউ সুপাক জায়ান্টসের সংগ্রহ ৪ উইকেটে ১৪২ রান। ১০ বলে ১০ রান করেছেন মার্কাস স্টইনিস। ১৫ বলে ১৩ রান করেছেন আয়ুষ বাদোনি।

07 May 2022, 08:46 PM IST

ক্রুণাল পান্ডিয়া আউট

১৪.৫ ওভারে আন্দ্রে রাসেলের বলে অ্যারন ফিঞ্চের হাতে দরা পড়েন ক্রুণাল পান্ডিয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন ক্রুণাল। লখনউ ১২২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্কাস স্টইনিস। ১৫ ওভারে লখনউয়ের স্কোর ১২৩/৪।

07 May 2022, 08:33 PM IST

হুডাকে ফেরালেন রাসেল

১২.৪ ওভারে আন্দ্রে রাসেলের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন দীপক হুডা। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন হুডা। ১০৭ রানে ৩ উইকেট হারায় লখনউ। ক্রিজে নতুন ব্যাটসম্যান আয়ুষ বাদোনি। ১৩ ওভারে সুপার জায়ান্টসের সংগ্রহ ৩ উইকেটে ১১০।

07 May 2022, 08:22 PM IST

১০ ওভারে লখনউ ৯০/২

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে লখনউ সুপার জায়ান্টসের সংগ্রহ ২ উইকেটে ৯০ রান। দীপক হুডা ২১ বলে ৩১ রান করেছেন। ১০ বলে ৮ রান করেছেন ক্রুণাল পান্ডিয়া। 

07 May 2022, 08:08 PM IST

কুইন্টন আউট

৭.২ ওভারে সুনীল নারিনের বলে শিবম মাভির হাতে ধরা পড়েন কুইন্টন ডি'কক। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন তিনি। লখনউ ৭৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ক্রুণাল পান্ডিয়া। ৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ৭৬/২।

07 May 2022, 08:05 PM IST

হাফ-সেঞ্চুরি কুইন্টন ডি'ককের

৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কুইন্টন ডি'কক। ৭ ওভারে লখনউয়ের সংগ্রহ ১ উইকেটে ৭৩ রান। কুইন্টন ৫০ ও হুডা ২৩ রানে ব্যাট করছেন।

07 May 2022, 07:56 PM IST

৫০ টপকাল লখনউ

৫.১ ওভারে হর্ষিত রানাকে বাউন্ডারি মেরে লখনউকে ৫০ রানের গণ্ডি পার করান ডি'কক। সেই ওভারে হর্ষিতকে আরও দু'টি ছক্কা মারেন কুইন্টন। পাওয়ার প্লে-র ৬ ওভারে লখনউয়ের সংগ্রহ ১ উইকেটে ৬৬ রান। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪৪ রান করেছেন কুইন্টন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২২ রান করেছেন দীপক হুডা। পাওয়ার প্লেতে উমেশ যাদবের অভার টের পেল কলকাতা।

07 May 2022, 07:46 PM IST

সাউদির বলে ২টি চার ও ১টি ছক্কা

দ্বিতীয় ওভারে শিবম মাভির বলে ২টি চার মারেন দীপক হুডা। তৃতীয় ওভারে সাউজির বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন ডি'কক। ৩ ওভার শেষে লখনউয়ের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। ১২ বলে ১৯ রান করেছেন কুইন্টন। ৬ বলে ১০ রান করেছেন হুডা। 

07 May 2022, 07:38 PM IST

শুরুতেই বড় সাফল্য কলকাতার

লখনউয়ের হয়ে ওপেন করতে নামেন লোকেশ রাহুল ও কুইন্টন ডি'কক। কলকাতার হয়ে বোলিং শুরু করেন টিম সাউদি। তৃতীয় বলে ২ রান নিয়ে খাতা খোলেন কুইন্টন। পঞ্চম বলে লোকেশকে রান-আউট করেন শ্রেয়স। লখনউ ২ রানে ১ উইকেট হারায়। কোনও বল খেলার আগেই মাঠ ছাড়তে হয় রাহুলকে। ব্যাট হাতে ক্রিজে আসেন দীপক হুডা।

07 May 2022, 07:20 PM IST

লখনউয়ের প্রথম একাদশ

কুইন্টন ডি'কক (উইকেটকিপার), লোকেশ রাহুল (ক্যাপ্টেন), দীপক হুডা, মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, জেসন হোল্ডার, আবেশ খান, মহসিন খান, দুষ্মন্ত চামিরা ও রবি বিষ্ণোই।

07 May 2022, 07:16 PM IST

কলকাতার প্রথম একাদশ

অ্যারন ফিঞ্চ, বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, সুনীল নারিন, টিম সাউদি, হর্ষিত রানা ও শিবম মাভি।

07 May 2022, 07:11 PM IST

জোর ধাক্কা নাইট শিবিরে

লখনউয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই জোর ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। কাফ মাসলে চোটের জন্য মাঠে নামতে পারছেন না উমেশ যাদব। তাঁর পরিবর্তে দলে ঢুকলেন হর্ষিত রানা। লখনউ এই ম্যাচে গৌতমের বদলে দলে ফেরায় আবেশ খানকে।

07 May 2022, 07:03 PM IST

টস জিতল কলকাতা

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআর দলনায়ক শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান লোকেশ রাহুলদের। সুতরাং পুণেতে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নাইট রাইডার্সের।

07 May 2022, 06:31 PM IST

বিশেষ জার্সি পরে মাঠে নামবে লখনউ

মাতৃ দিবসে মায়েদের অভিনব উপায়ে কুর্নিশ জানাচ্ছে লখনউ সুপার জায়ান্টস। যদিও উপায়টা একেবারে নতুন নয়। অতীতে টিম ইন্ডিয়া যেভাবে মায়েদের শ্রদ্ধা জানিয়েছিল, এবার আইপিএলের মঞ্চে ঠিক সেই পথেই হাঁটতে চলেছেন লোকেশ রাহুলরা। বিস্তারিত পড়ুন:- LSG vs KKR: মাতৃ দিবসে অভিনব উপায়ে মায়েদের কুর্নিশ লখনউয়ের, জার্সিতে থাকছে চমক, ভিডিয়ো

07 May 2022, 06:26 PM IST

টিকে থাকতে জিততে হবে কলকাতাকে

১০ ম্যাচে কলকাতার সংগ্রহে রয়েছে মোটে ৮ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে কেকেআরের সামনে ম্যাচ হারের অবকাশ নেই সেই অর্থে। লখনউকে হারাতে না পারলে, কলকাতার শেষ চারে যাওয়ার রাস্তা খাতায়-কলমে খোলা থাকলেও বাস্তবে কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে।

07 May 2022, 06:26 PM IST

কেকেআরের এপর্যন্ত আইপিএল ২০২২ অভিযান

১. চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দেয়।
২. আরসিবির কাছে ৩ উইকেটে হেরে যায়।
৩. পঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করে।
৪. মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৫. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হার মানে।
৬. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
৭. রাজস্থান রয়্যালসের কাছে ৭ রানে হেরে যায়।
৮. গুজরাট টাইটানসের কাছে ৮ রানে হার মানে।
৯. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে পরাজিত হয়।
১০. রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে পরাজিত করে।

Latest News

আমরাই চ্যাম্পিয়ন হব- সমর্থকদের ফাইনাল জেতার আশ্বাসবাণী দিলেন দিমিত্রি পেত্রাতোস 'সমবয়সী একজন অভিনেতা সব ছবিতে আছেন, আর আমি...', দীপঙ্করের নিশানায় কি পরাণ? ‘গালে বা কপালে চুমু..', বাথরুমে রোম্যান্সে মজে রাণী-দুর্জয়, সমালোচনার জবাব অর্কর 'শাহজাদা ভয়ে আমেঠি ছেড়ে পালিয়েছে…', বাংলার মাটি থেকে রাহুলকে কড়া কটাক্ষ মোদীর অসুস্থ চিত্র সেন হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন? মাকে নিয়ে মুখ খুললেন কৌশিক সেন বিতর্কের মধ্যে রাজভবন ছাড়লেন রাজ্যপাল, সফর পূর্বনির্ধারিত বলছে তাঁর অফিস বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখেছে তৃণমূল সরকার: নরেন্দ্র মোদী এবার সুভাষ সরকারের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দিল বিক্ষুব্ধরা, চুপ বিজেপি নেতৃত্ব T20 বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে কেন নেই ম্যাকগার্ক? কারণ জানালেন ক্যাপ্টেন মার্শ নার্গিসের গা লেপ্টে দাঁড়িয়ে থাকা শিশুটির সঙ্গে জড়িয়ে বহু বিতর্ক,চিনতে পারলেন

Latest IPL News

কে বলেছে রিঙ্কু IPL-এ খারাপ খেলছে! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় গর্জে উঠলেন নায়ার সবকিছু নিজের পক্ষে আসবে না, ‘বড় কুর্সি’-তে বসে MI-র অধিনায়কত্ব নিয়ে বললেন রোহিত ৪ বছর আগের বিভীষিকা ফিরল রায়নার জীবনে,দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন প্রাক্তন তারকা ICC-র নিয়মে যে কত বড় ফাঁক আছে, চোখে আঙুল দিয়ে দেখাল IPL-র DRS! হতে পারত বিতর্ক ইনিংসে সর্বাধিক ছক্কা, সব থেকে কম রানে জয়, SRH vs RR ম্যাচের ৩টি বড় রেকর্ড IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল T20 WC 2024: কে হবে বুমরাহর পেস পার্টনার? হার্দিকের ভূমিকা নিয়ে মুখ খুললেন রোহিত দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল IPL ও বিশ্বকাপ এক নয়, আর সেজন্য বিরাটকে দরকার! রোহিতের হাসির মধ্যেই বললেন আগরকর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.