বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs MI: শেষ ওভারে দরকার ছিল ১১, তাও জিততে পারল না মুম্বই, পয়েন্টে ধোনিদের ছুঁল লখনউ
শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় লখনউয়ের। ছবি- বিসিসিআই।

LSG vs MI: শেষ ওভারে দরকার ছিল ১১, তাও জিততে পারল না মুম্বই, পয়েন্টে ধোনিদের ছুঁল লখনউ

Lucknow Super Giants vs Mumbai Indians IPL 2023 Live Score: হাতের মুঠোয় থাকা ম্যাচ ফিনিশ করতে পারলেন না সাড়ে ১৭ কোটির ক্যামেরন গ্রিন, শেষ ওভারে কামাল করলেন আনক্যাপড ভারতীয় পেসার।

লিগ পর্বের খেলা প্রায় শেষের পথে। একমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস (১৩ ম্যাচে ১৮ পয়েন্ট) ছাড়া আর কোনও দল এখনও প্লে-অফের টিকিট নিশ্চিত করতে পারেনি। চেন্নাই সুপার কিংস ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। সম্মুখসমরে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ধোনিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল লখনউ। তাদেরও সংগ্রহে রয়েছে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট। নেট রান-রেটে ধোনিদের থেকে সামান্য পিছিয়ে রয়েছেন ক্রুণাল পান্ডিয়ারা। রোহিতদের বিরুদ্ধে জিতে শেষ চারের পথে বড়সড় পা বাড়াল সুপার জায়ান্টস। মুম্বই জিতলে তারা চেন্নাইকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসত। তবে লখনউয়ের কাছে হেরে বসায় রাস্তা কঠিন হল পাঁচবারের চ্যাম্পিয়নদের। ১৩ ম্যাচে মুম্বইয়ের সংগ্রহে রয়েছে ১৪ পয়েন্ট।

17 May 2023, 12:03:54 AM IST

ম্যাচের সেরা মার্কাস স্টইনিস

৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৭ বলে অপরাজিত ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন লখনউয়ের অজি অল-রাউন্ডার মার্কাস স্টইনিস।

16 May 2023, 11:38:43 PM IST

৫ রানে জয় লখনউয়ের

লখনউ সুপার জায়ান্টসের ৩ উইকেটে ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে লখনউ। টিম ডেভিড ১৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ক্যামেরন গ্রিন ৬ বলে ৪ রান করে নট-আউট থাকেন। মহসিন ৩ ওভারে ২৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

16 May 2023, 11:35:51 PM IST

শেষ ওভারে দুরন্ত বোলিংয়ে মহসিন জেতালেন লখনউকে

শেষ ওভারে মহসিন খানের প্রথম বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি ক্যামেরন গ্রিন। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে ১ রান নেন টিম ডেভিড। চতুর্থ বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি গ্রিন। সুতরাং, জিততে শেষ ২ বলে ৯ রান দরকার মুম্বইয়ের। পঞ্চম বলে ১ রান নেন গ্রিন। জিততে শেষ বলে ৮ রান দরকার রোহিতদের। শেষ বলে ২ রান নেন টিম ডেভিড। সুতরাং, শেষ ওভারে ৫ রান ওঠে। জয় থেকে ৫ রান দূরে থেমে যেতে হয় মুম্বইকে।

16 May 2023, 11:29:02 PM IST

শেষ ওভারে ১১ রান দরকার মুম্বইয়ের

১৯তম ওভারে নবীন উল হকের দ্বিতীয় বলে ছক্কা মারেন টিম ডেভিড। নবীন চতুর্থ ডেলিভারি করার সময় নো-বল করে বসেন এবং তাতে বাই-চার হয়। শেষ বলে আরও একটি ছক্কা মারেন ডেভিড। ওভারে ১৯ রান ওঠে। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫ উইকেটে ১৬৭ রান। জয়ের জন্য শেষ ওভারে ১১ রান দরকার মুম্বইয়ের। ১৭ বলে ২৯ রান করেছেন টিম ডেভিড। নবীন ৪ ওভারে ৩৭ রান খরচ করেছেন।

16 May 2023, 11:21:41 PM IST

বিষ্ণু বিনোদ আউট

১৭.৪ ওভারে যশ ঠাকুরের বলে পুরানের হাতে ধরা দেন বিষ্ণু বিনোদ। ৪ বলে ২ রান করেন তিনি। মুম্বই ১৪৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। ১৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫ উইকেটে ১৪৮ রান। জয়ের জন্য ২ ওভারে ৩০ রান দরকার মুম্বইয়ের। টিম ডেভিড ১৫ রানে ব্যাট করছেন। যশ ৪ ওভারে ৪০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

16 May 2023, 11:09:15 PM IST

নেহাল ওয়াধেরা আউট

১৬.১ ওভারে মহসিন খানের বলে পরিবর্ত ফিল্ডার কৃষ্ণাপ্পা গৌতমের হাতে ধরা পড়েন নেহাল ওয়াধেরা। ২০ বলে ১৬ রান করেন তিনি। মারেন ২টি চার। ১৩১ রানে ৪ উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আকাশ মাধওয়ালের বদলে ব্যাট করতে নামেন বিষ্ণু বিনোদ। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন ডেভিড। ১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১৩৯ রান। টিম ডেভিড ১৩ রানে ব্যাট করছেন। ২ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন মহসিন। জয়ের জন্য ৩ ওভারে ৩৯ রান দরকার মুম্বই ইন্ডিয়ান্সের।

16 May 2023, 11:06:42 PM IST

নবীনের ওভারে ৬ রান

১৬তম ওভারে ৬ রান খরচ করেন নবীন উল হক। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৩১ রান। নেহাল ১৬ ও টিম ডেভিড ৭ রানে ব্যাট করছেন। নবীন ৩ ওভারে ২২ রান খরচ করেছেন।

16 May 2023, 10:55:34 PM IST

সূর্যকুমার আউট

১৪.১ ওভারে যশ ঠাকুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। ৯ বলে ৭ রান করেন সূর্য। মুম্বই ১১৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ওভারের শেষ বলে চার মারেন নেহাল। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১২৫ রান। নেহাল ১২ ও ডেভিড ৫ রানে ব্যাট করছেন। যশ ঠাকুর ৩ ওভারে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫৩ রান দরকার মুম্বইয়ের।

16 May 2023, 10:54:11 PM IST

রবি বিষ্ণোইয়ের বোলিং কোটা শেষ

১৪তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ১টি চার মারেন নেহাল ওয়াধেরা। ওভারে মোট ৮ রান ওঠে। ১৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১১৫ রান। ৮ রানে ব্যাট করছেন নেহাল। বিষ্ণোই ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

16 May 2023, 10:47:09 PM IST

কৃপণ বোলিং ক্রুণালের

১৩তম ওভারে মাত্র ১ রান খরচ করেন ক্রুণাল পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১০৭ রান। ক্রুণাল ৪ ওভারে ২৭ রান খরচ করেন। ৪ রানে ব্যাট করছেন সূর্যকুমার। জয়ের জন্য ৭ ওভারে ৭১ রান দরকার মুম্বইয়ের।

16 May 2023, 10:40:39 PM IST

ইশান কিষাণ আউট

১১.১ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে নবীন উল হকের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ৩৯ বলে ৫৯ রান করেন ইশান। মারেন ৮টি চার ও ১টি ছক্কা। মুম্বই ১০৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নেহাল ওয়াধেরা। ১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১০৬ রান। রবি ৩ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।

16 May 2023, 10:37:32 PM IST

হাফ-সেঞ্চুরি ইশানের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষাণ। ১১তম ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে ২টি চার মারেন ইশান। ওভারে ১১ রান ওঠে। ১১ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ১০৩ রান। ইশান ৫৯ রানে ব্যাট করছেন। ক্রুণাল ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।

16 May 2023, 10:34:04 PM IST

রোহিত শর্মা আউট

৯.৪ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে দীপক হুডার হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ২৫ বলে ৩৭ রান করেন রোহিত। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। মুম্বই ৯০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ১০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৯২ রান। বিষ্ণোই ২ ওভারে ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

16 May 2023, 10:28:12 PM IST

ক্রুণালের ওভারে ৮ রান

নবম ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে ১টি চার মারেন ইশান কিষাণ। ওভারে মোট ৮ রান ওঠে। ৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৮২ রান। ইশান ৪৬ ও রোহিত ৩৩ রানে ব্যাট করছেন। ক্রুণাল ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।

16 May 2023, 10:22:44 PM IST

রবি বিষ্ণোইয়ের ওভারে ৫ রান 

অষ্টম ওভারে রবি বিষ্ণোই মাত্র ৫ রান খরচ করেন। মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ বিনা উইকেটে ৭৪ রান। ইশান কিষাণ ৪১ ও রোহিত শর্মা ৩০ রানে ব্যাট করছেন।

16 May 2023, 10:19:12 PM IST

স্বপ্নিলকে জোড়া বাউন্ডারি ইশানের

সপ্তম ওভারে স্বপ্নিল সিংয়ের বলে ২টি চার মারেন ইশান কিষাণ। ওভারে মোট ১১ রান ওঠে। ৭ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৬৯ রান। ইশান ৩৮ ও রোহিত ২৮ রানে ব্যাট করছেন।

16 May 2023, 10:13:06 PM IST

পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল মুম্বই ইন্ডিয়ান্স

ষষ্ঠ ওভারে যশ ঠাকুরের বলে ১টি ছক্কা মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১১ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৫৮ রান। রোহিত ১৪ বলে ২৬ রান করেছেন। মেরেছেন ৩টি ছক্কা। ইশান ২২ বলে ২৯ রান করেছেন। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। যশ ঠাকুর ২ ওভার ২২ রান খরচ করেছেন।

16 May 2023, 10:06:28 PM IST

নবীনকে ছক্কা হাঁকালেন রোহিত

পঞ্চম ওভারে নবীন উল হকের তৃতীয় বলে ছক্কা মারেন রোহিত শর্মা। ওভারে মোট ৯ রান ওঠে। ৫ ওভার শেষ মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৪৭ রান। ইশান ২৭ ও রোহিত ১৮ রানে ব্যাট করছেন। নবীন ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।

16 May 2023, 10:00:41 PM IST

যশ ঠাকুরকে ছক্কা হাঁকালেন রোহিত

চতুর্থ ওভারে বল করতে আসেন যশ ঠাকুর। প্রথম বলেই ছক্কা মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১১ রান ওঠে। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। ইশান ২৫ ও রোহিত ১১ রানে ব্যাট করছেন।

16 May 2023, 09:58:58 PM IST

নবীনের ওভারে ৭ রান

তৃতীয় ওভারে নবীন উল হকের বলে ১টি চার মারেন ইশান কিষাণ। ওভারে মোট ৭ রান ওঠে। ৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২৭ রান। ইশান ২২ রানে ব্যাট করছেন।

16 May 2023, 09:50:12 PM IST

মহসিনকে চার-ছক্কা ইশানের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহসিন খান। তাঁর বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন ইশান কিষাণ। ওভারে ১৩ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২০ রান। ইশান ১০ বলে ১৭ রান করেছেন।

16 May 2023, 09:46:10 PM IST

রান তাড়া শুরু মুম্বইয়ের

রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ইশান কিষাণ। লখনউয়ের হয়ে বোলিং শুরু করেন ক্রুণাল পান্ডিয়া। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন ইশান কিষাণ। মুম্বই প্রথম ওভারে ৭ রান সংগ্রহ করে।

16 May 2023, 09:32:12 PM IST

মুম্বইকে চ্যালেঞ্জিং টার্গেট দিল লখনউ

শেষ ওভারে আকাশ মাধওয়ালের বলে ১টি চার মারেন পুরান এবং ১টি ছক্কা মারেন স্টইনিস। ওভারে ১৫ রান ওঠে। লখনউ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৭ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য মুম্বইয়ের দরকার ১৭৮ রান, যা তোলা এই পিচে মোটেও সহজ কাজ হবে না। স্টইনিস ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ৮টি ছক্কা মারেন। পুরান ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করে নট-আউট থাকেন। আকাশ ৪ ওভারে ৩০ রান খরচ করেন।

16 May 2023, 09:19:58 PM IST

১৫০ টপকাল লখনউ

১৯তম ওভারে জেসন বেহরেনডর্ফের বলে ২টি ছক্কা মারেন মার্কাস স্টইনিস। ওভারে ১৫ রান ওঠে। লখনউয়ের স্কোর ৩ উইকেটে ১৬২ রান। স্টইনিস ৮২ ও পুরান ৩ রানে ব্যাট করছেন। জেসন ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

16 May 2023, 09:10:03 PM IST

হাফ-সেঞ্চুরি স্টইনিসের, জর্ডনের ওভারে ২৪ রান

১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মার্কাস স্টইনিস। ১৮তম ওভারে ক্রিস জর্ডনের বলে ২টি ছক্কা ও ৩টি চার মারেন স্টইনিস। ওভারে ২৪ রান ওঠে। ১৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ১৪৭ রান। ৪১ বলে ৬৯ রান করেছেন স্টইনিস। মেরেছেন ৪টি চার ও ৫টি ছক্কা। ৪ ওভারে ৫০ রান খরচ করেছেন জর্ডন।

16 May 2023, 09:07:04 PM IST

আকাশের ওভারে ৬ রান

১৭তম ওভারে আকাশ মাধওয়ালের বলে ৬ রান সংগ্রহ করে লখনউ সুপার জায়ান্টস। তাদের স্কোর ৩ উইকেটে ১২৩ রান। স্টইনিস ৪৫ রানে ব্য়াট করছেন। ২ রান করেছেন পুরান। আকাশ ৩ ওভারে ১৬ রান খরচ করেছেন।

16 May 2023, 09:01:01 PM IST

গ্রিনকে ছক্কা হাঁকালেন স্টইনিস, অবসৃত ক্রুণাল

১৬তম ওভারে ক্যামেরন গ্রিনকে একটি ছক্কা মারেন মার্কাস স্টইনিস। তবে ১৬ ওভার শেষ হওয়ার পরেই অবসৃত হন লখনউ দলনায়ক ক্রুণাল পান্ডিয়া। লখনউয়ের স্কোর ৩ উইকেটে ১১৭ রান। ক্রুণাল ৪২ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ৪১ রানে ব্যাট করছেন স্টইনিস। গ্রিন ২ ওভারে ১৬ রান খরচ করেন।

16 May 2023, 08:54:12 PM IST

জর্ডনের ওভারে ৮ রান

১৫তম ওভারে ক্রিস জর্ডনের বলে ৮ রান সংগ্রহ করে লখনউ। তাদের স্কোর ৩ উইকেটে ১০৮ রান। ক্রুণাল ৪৮ ও স্টইনিস ৩৪ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন জর্ডন।

16 May 2023, 08:47:33 PM IST

১০০ ছুঁল লখনউ

১৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে লখনউ সুপার জায়ান্টস। আকাশ মাধওয়ালের ওভারে ৫ রান ওঠে। লখনউয়ের স্কোর ৩ উইকেটে ১০০ রান। ক্রুণাল ৪৪ ও স্টইনিস ৩২ রানে ব্যাট করছেন। মাধওয়াল ২ ওভারে ১০ রান খরচ করেছেন।

16 May 2023, 08:38:15 PM IST

বেহরেনডর্ফের বলে ৯ রান

১৩তম ওভারে জেসন বেহরেনডর্ফের বলে ৯ রান সংগ্রহ করে লখনউ। তাদের স্কোর ৩ উইকেটে ৯৫ রান। ৪৩ রানে ব্যাট করছেন ক্রুণাল। ২৮ রানে ব্যাট করছেন স্টইনিস। জেসন ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

16 May 2023, 08:32:50 PM IST

গ্রিনের ওভারে ৮ রান

১২তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে ১টি চার মার্কাস স্টাইনিস। ওভারে মোট ৮ রান ওঠে। ১২ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ৮৬ রান। পান্ডিয়া ৩৭ ও স্টইনিস ২৬ রানে ব্যাট করছেন।

16 May 2023, 08:27:41 PM IST

চাওলাকে ছক্কা হাঁকালেন ক্রুণাল

১১তম ওভারে পীযূষ চাওলার বলে ১টি ছক্কা মারেন ক্রুণাল পান্ডিয়া। ওভারে ১০ রান ওঠে। ১১ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ৭৮ রান। ক্রুণাল পান্ডিয়া ৩০ বলে ৩৬ রান করেছেন। ১৩ বলে ১৯ রান করেছেন স্টইনিস। চাওলা ৩ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

16 May 2023, 08:22:38 PM IST

অর্ধেক ইনিংস শেষ

দশম ওভারে আকাশ মাধওয়াল মাত্র ৫ রান খরচ করেন। ১০ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ৬৮ রান। ক্রুণাল পান্ডিয়া ২৭ ও মার্কাস স্টইনিস ১৮ রানে ব্যাট করছেন।

16 May 2023, 08:14:48 PM IST

চাওলাকে ছক্কা হাঁকালেন স্টইনিস

নবম ওভারে পীযূষ চাওলার বলে ১টি ছক্কা মারেন মার্কাস স্টইনিস। ওভারে ১৩ রান ওঠে। ৯ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ৬৩ রান। স্টইনিস ১৭ ও ক্রুণাল ২৩ রানে ব্যাট করছেন। চাওলা ২ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

16 May 2023, 08:09:33 PM IST

৫০ ছুঁল লখনউ

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে লখনউ সুপার জায়ান্টস। হৃত্বিকের বলে ১টি ছক্কা মারেন মার্কাস স্টইনিস। ওভারে ১২ রান ওঠে। ৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ৫০ রান। ক্রুণাল ১৭ ও স্টইনিস ১০ রানে ব্যাট করছেন। হৃত্বিক ৩ ওভারে ২০ রান খরচ করেছেন।

16 May 2023, 08:03:08 PM IST

কুইন্টন ডি'কক আউট

সপ্তম ওভারে প্রথমবার বল করতে আসেন পীযূষ চাওলা। তিনি প্রথম বলেই তুলে নেন কুইন্টন ডি'ককের উইকেট। ৬.১ ওভারে চাওলার বলে ইশানের দস্তানায় ধরা পড়েন কুইন্টন। তিনি ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৬ রান করেন। ৩৫ রানে ৩ উইকেট হারায় লখনউ। ব্যাট করতে নামেন মার্কাস স্টাইনিস। ৭ ওভার শেষে লখনউয়ের স্কোর ৩ উইকেটে ৩৮ রান।

16 May 2023, 08:01:09 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে বল করতে আসেন হৃত্বিক শোকিন। তাঁর ওভারে ৩ রান সংগ্রহ করে লখনউ। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে সুপার জায়ান্টসের স্কোর ২ উইকেটে ৩৫ রান। কুইন্টন ১৬ ও পান্ডিয়া ১৩ রানে ব্যাট করছেন। হৃত্বিক ২ ওভারে ৯ রান খরচ করেছেন।

16 May 2023, 07:56:30 PM IST

জর্ডনকে ফের ছক্কা হাঁকালেন ডি'কক

পঞ্চম ওভারে বল করতে আসেন ক্রিস জর্ডন। তাঁর বলে ১টি ছক্কা মারেন কুইন্টন ডি'কক। ওভারে মোট ৯ রান ওঠে। ৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৩২ রান। কুইন্টন ১৫ ও ক্রুণাল ১১ রানে ব্যাট করছেন। জর্ডন ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।

16 May 2023, 07:54:56 PM IST

হৃত্বিকের ওভারে ৬ রান

চতুর্থ ওভারে বল করতে আসেন হৃত্বিক শোকিন। তাঁর বলে ১টি চার মারেন ক্রুণাল পান্ডিয়া। ওভারে ৬ রান ওঠে। ৪ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ২৩ রান। ১০ রানে ব্যাট করছেন ক্রুণাল।

16 May 2023, 07:44:33 PM IST

প্রেরক মানকড় আউট

পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন জেসন বেহরেনডর্ফ। ২.২ ওভারে জেসনের বলে ইশানের দস্তানায় ধরা দেন সদ্য ক্রিজে আসা প্রেরক মানকড়। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন প্রেরক। লখনউ ১২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া। ৩ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ১৭ রান। ৭ রানে ব্যাট করছেন কুইন্টন। বেহরেনডর্ফ ২ ওভারে ৭ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

16 May 2023, 07:42:22 PM IST

দীপক হুডা আউট

২.১ ওভারে জেসন বেহরেনডর্ফের বলে টিম ডেভিডের হাতে ধরা পড়েন দীপক হুডা। ৭ বলে ৫ রান করেন তিনি। লখনউ ১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রেরক মানকড়।

16 May 2023, 07:40:07 PM IST

জর্ডনকে ছক্কা হাঁকালেন ডি'কক

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ক্রিস জর্ডন। শেষ বলে ছক্কা মারেন কুইন্টন। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর বিনা উইকেটে ১২ রানে।

16 May 2023, 07:34:40 PM IST

কুইন্টনের সঙ্গে ওপেনে হুডা

কাইল মায়ের্স নেই। তাই কুইন্টন ডি'ককের সঙ্গে ওপেন করতে নামেন দীপক হুডা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং শুরু করেন জেসন বেহরেনডর্ফ। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন হুডা। প্রথম ওভারে লখনউ ৩ রান সংগ্রহ করে।

16 May 2023, 07:22:48 PM IST

দু'দলের পরিবর্ত ক্রিকেটার

লখনউ- যশ ঠাকুর, কৃষ্ণাপ্পা গৌতম, ড্যানিয়েল স্যামস, যুধবীর সিং ও কাইল মায়ের্স।মুম্বই- বিষ্ণু বিনোদ, রমনদীপ সিং, ত্রিস্তান স্টাবস, কুমার কার্তিকেয়া ও রাঘব গোয়েল।

16 May 2023, 07:20:57 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, হৃত্বিক শোকিন, আকাশ মাধওয়াল, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ ও ক্রিস জর্ডন।

16 May 2023, 07:18:53 PM IST

লখনউয়ের প্রথম একাদশ

কুইন্টন ডি'কক (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, প্রেরক মানকড়, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া (ক্যাপ্টেন), দীপক হুডা, রবি বিষ্ণোই, স্বপ্নিল সিং, মহসিস খান ও নবীন উল হক।

16 May 2023, 07:04:26 PM IST

টস জিতল মুম্বই

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান লখনউকে। সুতরাং, একানা স্টেডিয়ামে রান তাড়া করবে মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ দলনায়ক ক্রুণাল পান্ডিয়া অবশ্য স্পষ্ট জানান যে, তিনি টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। তাই টসের ফলাফলে খুশি দুই দলনায়কই।

16 May 2023, 06:29:08 PM IST

ইশান কিষাণ বরাবর ব্যর্থ অমিত মিশ্রর সামনে

ইশান কিষাণ আইপিএলে অমিত মিশ্রর মাত্র ৮টি বলের মোকাবিলা করেছেন। সেই ৮টি বলের মধ্যে ৩ বার আউট হয়েছেন তিনি। চার মেরেছেন মাত্র ১টি।

16 May 2023, 05:40:47 PM IST

রোহিতকে বুকে টানলেন গম্ভীর

বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের সাম্প্রতিক সম্পর্ক আদায়-কাঁচকলায়। তবে একানা স্টেডিয়ামে রোহিত শর্মাকে দেখা মাত্রই বুকে টেনে নেন লখনউয়ের মেন্টর গম্ভীর। দুই তারকার শরীরি ভাষায় পারস্পরিক শ্রদ্ধা ঝরে পড়ছিল।

16 May 2023, 05:40:47 PM IST

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লখনউ

শুধুমাত্র ঘরের মাঠে লড়াই বলে নয়, বরং মুখোমুখি লড়াইয়ের ইতিহাস লখনউ সুপার জায়ান্টসকে এগিয়ে রাখছে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে। কেননা গতবছর আবির্ভাব মরশুমে দু'বার মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামে লখনউ। দু'বারই তারা টেক্কা দেয় রোহিত শর্মাদের। সুতরাং, মুখোমুখি লড়াইয়ে ২-০ এগিয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.