বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs DC: দিল্লিকে কাঁদিয়ে কোহলিদের প্লে-অফের টিকিট উপহার দিলেন রোহিতরা
দিল্লিকে হারাল মুম্বই। ছবি- আইপিএল।

MI vs DC: দিল্লিকে কাঁদিয়ে কোহলিদের প্লে-অফের টিকিট উপহার দিলেন রোহিতরা

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে IPL 2022 থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ছিল নিছক নিয়মরক্ষার ম্যাচ। তবে দল্লি ক্যাপিটালসের কাছে লিগের শেষ ম্যাচটি কার্যত নক-আউটের রূপ নিয়েছিল। দিল্লি জিতলে প্লে-অফের যোগ্যতা অর্জন করত। সেক্ষেত্রে IPL 2022 থেকে ছিটকে যেত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি হারলে আরসিবি প্লে-অফের টিকিট হাতে পেত। মুম্বইয়ের কাছে ঋষভ পন্তরা ম্যাচ হেরে বসায় শেষমেশ প্লে-অফে পৌঁছে যান বিরাট কোহলিরা।

21 May 2022, 11:56:32 PM IST

ম্যাচের সেরা বুমরাহ

২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দেওয়া জসপ্রীত বুমরাহ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

21 May 2022, 11:46:43 PM IST

দিল্লির হারে প্লে-অফে আরসিবি

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ম্যাচ হেরে আইপিএল ২০২২ থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৪ পয়েন্ট। ১৬ পয়েন্টে থাকা আরসিবি চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট হাতে পায়। তারা এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে লখনউয়ের বিরুদ্ধে। প্রথম কোয়ালিফায়ারে সম্মুখসমরে নামবে গুজরাট ও রাজস্থান।

21 May 2022, 11:29:48 PM IST

৫ উইকেটে জয়ী মুম্বই

দিল্লি ক্যাপিটালসের ৭ উইকেটে ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬০ রান তুলে নেয়। ৫ বল বাকি থাকতে ৫ উইকেট ম্যাচ জেতেন রোহিত শর্মারা। ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন রমনদীপ সিং।

21 May 2022, 11:23:26 PM IST

তিলক আউট

১৮.৫ ওভারে নরকিয়ার বলে পন্তের দস্তানায় ধরা পড়েন তিলক বর্মা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২১ রান করেন তিলক। মুম্বই ১৫৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ড্যানিয়েল স্যামস। শেষ ওভারে জয়ের জন্য ৫ রান দরকার মুম্বইয়ের।

21 May 2022, 11:16:19 PM IST

টিম ডেভিড আউট

১৭.৫ ওভারে শার্দুলের বলে পৃথ্বীর হাতে ধরা পড়েন টিম ডেভিড। ২টি টার ও ৪টি ছক্কার সাহায্যে ১১ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন তিনি। মুম্বই ১৪৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রমনদীপ। ২ ওভারে ১৪ রান দরকার মুম্বইয়ের।

21 May 2022, 11:08:52 PM IST

৩ ওভারে মুম্বইয়ের দরকার ২৯

জয়ের জন্য শেষ ৩ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ২৯ রান। ১৭ ওভারে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১৩১ রান। ৮ বলে ২২ রান করেছেন টিম ডেভিড। ১৩ বলে ১৯ রান করেছেন তিলক বর্মা।

21 May 2022, 10:50:51 PM IST

ব্রেভিস আউট

১৪.৩ ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডেওয়াল্ড ব্রেভিস। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন বেবি এবি। মুম্বই ৯৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন টিম ডেভিড। ক্রিজে এসে প্রথম বলেই কট বিহাইন্ড হয়েছিলেন ডেভিড। তবে পন্ত ডিআরএস না নেওয়ায় বেঁচে যান তিনি। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান ডেভিড। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১০১ রান।

21 May 2022, 10:38:28 PM IST

ব্রেভিসের সহজ ক্যাচ ছাড়েন পন্ত

১১.৫ ওভারে কুলদীপের বল আকাশে তুলে বসেন ব্রেভিস। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাচ মিল করেন ঋষভ পন্ত। ১২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৭৮ রান।

21 May 2022, 10:35:04 PM IST

ইশান কিষাণ আউট

১১.৩ ওভারে কুলদীপের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন ইশান। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। মুম্বই ৭৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন তিলক বর্মা।

21 May 2022, 10:29:28 PM IST

১০ ওভারে মুম্বইয়ের সংগ্রহ ১ উইকেটে ৬২

দশম ওভারে কুলদীপ যাদবের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ডেওয়াল্ড ব্রেভিস। ১টি ছক্কা মারেন ইশান কিষাণ। ওভারে মোট ১৮ রান ওঠে। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৬২ রান। ইশান ২৯ বলে ৩৭ রান করেছেন। ব্রেভিস ১৮ বলে ২২ রান করেছেন।

21 May 2022, 10:23:02 PM IST

৯ ওভারে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৪৪

৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটের বিনিময়ে ৪৪ রান। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩০ রান করেছেন ইশান কিষাণ। ডেওয়াল্ডা ব্রেভিস ১৫ বলে ১১ রান। তিনি ১টি চার মেরেছেন।

21 May 2022, 10:06:42 PM IST

রোহিত আউট

৫.২ ওভারে এনরিখ নরকিয়ার বলে শার্দুল ঠাকুরের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ১৩ বলে ২ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। মুম্বই ২৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। পাওয়ার প্লের ৬ ওভারে মুম্বই ১ উইকেটে ২৭ রান সংগ্রহ করেছে।

21 May 2022, 09:58:46 PM IST

৪ ওভারে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ২৪

৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২৪ রান। ইশান কিষাণ ১৪ বলে ২২ রান করেছেন। ১০ বলে ১ রান করেছেন রোহিত শর্মা। ইশান ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

21 May 2022, 09:49:49 PM IST

নরকিয়ার ওভারে ১৪ রান তোলেন ইশান

দ্বিতীয় ওভারে নরকিয়ার বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন ইশান কিষাণ। ওভারে মোট ১৪ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ১৫ রান।

21 May 2022, 09:38:51 PM IST

মুম্বইয়ের রান তাড়া করা শুরু

মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন ইশান কিষাণ ও রোহিত শর্মা। দিল্লির হয়ে বোলিং শুরু করেন খলিল আহমেদ। প্রথম ওভারে ১ রান ওঠে।

21 May 2022, 09:26:30 PM IST

মুম্বই-এর সামনে ১৬০ রানের লক্ষ্য

নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটলস স্কোর বোর্ডে তুলেছে ১৫৯ রান। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন রোভম্যান পাওয়েল। ৩৪ বলে তিনি করেন ৪৩ রান। ঋষভ করেছেন ৩৩ বলে ৩৯ রান।

21 May 2022, 09:18:29 PM IST

DC-র সপ্তম উইকেটের পতন

শার্দুল ঠাকুরকে আউট করলেন রমনদীপ সিং। ইনিংসের ২০তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকাতে যান শার্দুল। কিন্তু   

21 May 2022, 09:16:32 PM IST

DC ১৫০ রান সম্পূর্ণ করল 

১৯.১ ওভারে ১৫০ রান সম্পূর্ণ করল দিল্লি ক্যাপিটলস। রমনদীপের ওভারের প্রথম বলেই ১৫০ রান করে দিল্লি।

21 May 2022, 09:13:15 PM IST

পাওয়েলকে আউট করলেন বুমরাহ

ম্যাচে নিজের তিন নম্বর উইকেট নিলেন বুমরাহ। ব্যাক্তিগত ৪৩ রানে করে সাজঘরে ফিরলেন রোভম্যান পাওয়েল। ইয়র্ক বলে আউট করলেন বুমরাহ।  ১৮.২ ওভারে দিল্লির স্কোর ১৪৩/

21 May 2022, 08:58:59 PM IST

DC-র পঞ্চম উইকেটের পতন

রমনদীপ সিং নিজের প্রথম ওভারেই অনেক দামি প্রমাণিত হয়েছেন। রমনদীপের ওভারে তিনটি ওয়াইড, দুটি চার ও একটি ছক্কা মেরেছিলেন। সব বাউন্ডারি মেরেছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। এই ওভারে মোট ১৯ রান। তবে ওভারের শেষ বলে পন্তকে আউট করেন রমনদীপ সিং। ১৬ ওভারের শেষে দিল্লির স্কোর ১২৫/

21 May 2022, 08:47:51 PM IST

DC ১০০ রান সম্পূর্ণ করল

দিল্লি ক্যাপিটালস ১৪.১ ওভারে ১০০ রান পূর্ণ করে। শেষ কয়েক ওভারে দুর্বল ফিল্ডিং এবং পাওয়েলের কিছু পাওয়ার হিটিং এর কারণে দিল্লি দ্রুত রান করেছে। পাওয়েল ৩৪ এবং পন্ত ২৪ রানে খেলছেন। ১৫ ওভার শেষে DC-র স্কোর ১০৬/৪ রান।

21 May 2022, 08:47:14 PM IST

১৩তম ওভারে DC নিল ১৩ রান 

যেন ছন্দে ফিরছে দিল্লি ক্যাপিটস। ইনিংসের ১২তম ওভার ও ১৩তম ওভারে বড় রান করল দিল্লি ক্যাপিটলস।  রোভম্যান পাওয়েলের ব্যাটে বড় রানের স্বপ্ন দেখছে দিল্লি।

21 May 2022, 08:34:54 PM IST

১২তম ওভারে ২০ রান নিল DC

ইনিংসের ১২তম ওভারে দুটি ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। শোকিনের ওভারটি ইতিমধ্যেই ব্যয়বহুল ছিল। পঞ্চম বলে বুমরাহর খারাপ ফিল্ডিং করেন এবং ব্যাটসম্যান একটি চার পান। এই ওভারে মোট ২০ রান নেয় দিল্লি।

21 May 2022, 08:25:28 PM IST

১১ ওভারে দিল্লির স্কোর ৬৪/৪ 

১১ ওভার শেষে দিল্লি ক্যাপিটলসের স্কোর ৬৪/৪ রান। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত ও রোভম্যান পাওয়েল। এখনও পর্যন্ত ২টি উইকেটের শিকার করেছেন জসপ্রীত বুমরাহ

21 May 2022, 08:12:59 PM IST

DC-র চতুর্থ উইকেটে পতন

সাত বলে ১০ রান করে সাজঘরে ফিরে গেলেন সারফারাজ খান। চাপে দিল্লি ক্যাপিটলস। ৮.৪ ওভারে দিল্লির স্কোর ৫০/৪ রান। 

21 May 2022, 07:57:39 PM IST

বুমরাহ-র বলে আউট পৃথ্বী শ

দিল্লি ক্যাপিটলসের তৃতীয় উইকেটের পত। বুমরাহর বলে ইশান কিষাণের হাতে ক্যাচ দিয়ে আউট হন পৃথ্বী শ। ৫.৪ ওভারে দিল্লির স্কোর ৩১ 

21 May 2022, 07:46:32 PM IST

DC-র দ্বিতীয় উইকেটের পতন

মিচেল মার্শকে আউট করলেন জসপ্রীত বুমরাহ। খাতা না খুলেই রোহিতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন  দিল্লির স্কোর ২২/২ রান।

21 May 2022, 07:44:09 PM IST

দিল্লির প্রথম উইকেটের পতন

ড্যানিয়েল স্যামসের বলে বুমরাহ-র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার। ব্যাক্তিগত পাঁচ রান করে আউট হন ওয়ার্নার। DC-র স্কোর ৩ ওভারে ২১/১ রান। 

21 May 2022, 07:38:42 PM IST

১২ বলে ১২ রান করল DC

দ্বিতীয় ওভারের শেষে দিল্লি ক্যাপিটলসের স্কোর বিনা উইকেটে ১২ রান। পৃথ্বী করেছেন সাত রান ও ওয়ার্নারের স্কোর ৫ পা

21 May 2022, 07:35:01 PM IST

প্রথম ওভারে DC-র স্কোর ৬/০

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পর্থম ওভার বল করতে এসেছিলেন ড্যানিয়েল স্যামস। প্রথম ওভারে ৬ রান দিলেন তিনি। প্রথম ওভারে একটি চার হাঁকান পৃথ্বী 

21 May 2022, 07:33:04 PM IST

ইনিংস ওপেন করলেন ওয়ার্নার ও পৃথ্বী

ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ-এর পুরনো জুটি আবারও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছে। অসুস্থতার কারণে কিছু ম্যাচ খেলতে পারেননি পৃথ্বী শ। পুরনো ছন্দ ফিরে পাওয়াটা একটু কঠিন হবে পৃথ্বী শ'র জন্য। কিন্তু শেষ কয়েক ম্যাচে বড় স্কোর করতে পারেননি ওয়ার্নার। তার কাছ থেকে বড় ইনিংস আশা করা হচ্ছে।

21 May 2022, 07:07:53 PM IST

দলে ফিরলেন পৃথ্বী শ

টস হেরে হতাশ হয়ে যান দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। নিজের ইচ্ছার কথা বলতে গিয়ে পন্ত জানান, তিনিও টস জিতে ফিল্ডিং নিতে চেয়েছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরলেন পৃথ্বী শ। ললিত যাদবের জায়গায় তাকে দলে ফেরাল 

21 May 2022, 07:07:27 PM IST

টস জিতে ফিল্ডিং নিল মুম্বই ইন্ডিয়ান্স

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে দিল্লি ক্যাপিটলসকে ব্যাট করতে পাঠালেন MI ক্যাপ্টেন রোহিত শর্মা। তবে টস হারার আফসোস করলেন পন্ত। টসের পরেই শুরু হয় বৃষ্টি।

21 May 2022, 06:13:55 PM IST

প্লে-অফের ছবি

গুজরাট টাইটানস ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে। রাজস্থান রয়্যালস ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান পাকা করে। লখনউ সুপার জায়ান্টসও ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় তাদের থেকে যেতে হয় লিগ টেবিলের তিন নম্বরে। আরসিবি ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লি জিতলে পন্তদের সংগ্রহ দাঁড়াবে ১৪ ম্যাচে ১৬ পয়েন্টে। সেক্ষেত্রে রান-রেটে এগিয়ে থেকে দিল্লি চতুর্থ দল হিসেবে প্লে-অফে যাবে। দিল্লি হারলে ১৪ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪। তাহলে প্লে-অফের টিকিট হাতে পাবে আরসিবি।

21 May 2022, 06:07:51 PM IST

ভার্চুয়াল প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে দিল্লি

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর শেষ লিগ ম্যাচটি দিল্লি ক্যাপিটালসের কাছে কার্যত ভার্চুয়াল প্রি-কোয়ার্টার ফাইনালের রূপ নিয়েছে। জিতলে প্লে-অফের টিকিট হাতে পাবেন ঋষভ পন্তরা। সেক্ষেত্রে তাঁরা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটরের লড়াইয়ে নামবেন। এলিমিনেটর জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ার, তার পরে ফাইনাল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.