গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাগিসো রাবাডা। ম্যাচ শেষে সেরার পুরস্কার প্রহণ করার সময় রাবাডার গলায় মঙ্গলবার শোনা গেল ‘সম্মিলিত প্রচেষ্টা’র কথা এবং ‘অর্শদীপের প্রশংসা’। ঋদ্ধিমান সাহা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, লকি ফার্গুসনের উইকেট তুলে নেন রাবাডা। দুরন্ত ছন্দে ছিলেন তিনি। এদিকে এক উইকেট নিলেও রাবাডাকে ডেথ ওভারে যোগ্য সঙ্গত দেন ভারতীয় তরুণ পেসার অর্শদীপ। ম্যাচ শেষে তাই প্রোটিয়া পেসারের গলায় শোনা গেল অর্শদীপ বন্দনা।
এদিন দলের জয় প্রসঙ্গে রাবাডা বলেন, ‘অবশেষে আমরা জয় পেলাম। এই টুর্নামেন্টে মাঝে ধারাবাহিকতা হারিয়েছিলাম আমরা। এই আবহে আমাদের মনে হয়েছিল যে আমাদের দু-তিনটে ম্যাচে ধারাবাহিক ভাবে জিততে হবে। এই ম্যাচে আমরা আবার প্রথমে বোলিং করেছি। আমরা এটাই করতে অভ্যস্ত। সম্মিলিতভাবে আমরা তাদের ১৪৪ রানে সীমাবদ্ধ রাখতে ভালো বোলিং করেছি এবং তারপরে আমাদের ব্যাটাররাও শেষ পর্যন্ত ভালো কাজ করেছেন। দিনের শেষে, বোলারদের যৌথভাবে বল করতে হবে এবং একটি দল হিসাবে আমরা এই ম্যাচটি আমাদের জন্য ভালো ছিল।’
এদিকে অর্শদীপ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার তারকা বলেন, ‘অর্শদীপ অনেক খেটেছেন করেছেন এবং সেটা তাঁর খেলায় প্রতিফলিত হয়েছে... বিশেষ করে ডেথ ওভারে। অর্শদীপ ঠান্ডা মাথায় খেলেন, কঠোর পরিশ্রম করেন। বেশি অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অর্শদীপ খুব ভালো ভাবে খেলার গতি প্রকৃতি বুঝতে পারেন। পাশাপাশি নিজের দক্ষতা খুব ভালো ভাবে কাজে লাগাতে পারে ও। প্রতিটি খেলায় ধারাবাহিক ভাবে এটা করে দেখিয়েছে ও। অর্শদীপ যেভাবে পারফর্ম করছে, তাঁকে বেশি কিছু পরামর্শ দিতে হয় না। খেলার বিষয়ে মাঝামাঝেই অর্শদীপ আমাকে অনেক প্রশ্ন করেন। সুতরাং এটা থেকেই স্পষ্ট যে তিনি কোন পর্যায়ে উঠতে চান এবং তিনি কী কাজ করতে চান। তাই আমি তাঁকে খুব বেশি কিছু বলছি না।’
এদিকে বহুদিন পর রাবাডাকে ডেথে দুর্দান্ত বল করতে দেখা গেল। এই প্রসঙ্গে রাবাডাকে প্রশ্ন করা হলে, ‘একজন বোলার হিসেবে, আপনাকে খেলার সব পর্যায়ে বোলিং করতে হবে। খেলার প্রতিটি পর্যায়ে কীভাবে সবচেয়ে বেশি কার্যকরী হতে হবে এবং খেলার প্রতিটি পর্যায়ে কীভাবে ভালো পারফর্ম করতে হবে, তা খুঁজে বের করতে হবে। কখনও কখনও হয়ত এটা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে (পাওয়ার প্লে, মাঝের ওভার এবং ডেথ ওভার) কাজ করবে না আপনার জন্য। তবে যখন তিনটি সবুজ আলো দেখতে পান, তাহলে বোঝা যাবে যে আপনার খেলা নিখুঁত হয়েছে। তবে খেলার তিনটি পর্যায়ে যতটা সম্ভব কার্যকর হতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।