বৃহস্পতিবার আইপিএল ২০২২-এর আরসিবি বনাম গুজরাট টাইটানস ম্যাচে ওয়াংখেড়ে মাতান বিরাট কোহলি। দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া ছাড়াও বিরাট আরসিবির জার্সিতে ৭০০০ রানের মাইলস্টোনও টপকে যান।
তবে একা কোহলিই নন, এই ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোন পেরিয়ে যান দু'দলের আরও দুই তারকা। গুজরাট টাইটানস দলনায়ক হার্দিক পান্ডিয়া এই ম্যাচেই টি-২০ ক্রিকেটে ১০০তম ক্যাচ ধরার নজির গড়েন।
অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরে অজি পেসার জোস হ্যাজলউড ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে ১০০ উইকেটের মাইলফলক পেরিয়ে যান।
আরসিবি ইনিংসের ১৪.৩ ওভারে রশিদ খানের বলে ফ্যাফ ডু'প্লেসির ক্যাচ ধরেন পান্ডিয়া। এটি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে পান্ডিয়ার টি-২০ কেরিয়ারের ১০০তম ক্যাচ।
অন্যদিকে গুজরাট ইনিংসের ২.৩ ওভারে শুভমন গিলের উইকেট নিয়ে হ্যাজেলউড মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। গিল টি-২০ ক্রিকেটে হ্যাজেলউডের ১০০তম শিকার। পরে রাহুল তেওয়াটিয়ার উইকেটটিও দখল করেন তিনি। ফলে ৭৭টি টি-২০ ম্যাচে হ্যাজেলউডের উইকেট সংখ্যা দাঁড়ায় ১০১।
কোহলি, পান্ডিয়া ও হ্যাজেলউডের এমন মাইলস্টোন গড়া ম্যাচে আরসিবি ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাজিত করে গুজরাট টাইটানসকে। প্রথমে ব্যাট করে গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর ১৮.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।