বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RCB vs KKR: ষষ্ঠ ওভারে বেধড়ক মার খেলেন শাহবাজ, 2023 IPL-এ প্রথম বার পাওয়ার প্লে-তে উইকেট না হারিয়ে ৫০ পার করল নাইটরা

RCB vs KKR: ষষ্ঠ ওভারে বেধড়ক মার খেলেন শাহবাজ, 2023 IPL-এ প্রথম বার পাওয়ার প্লে-তে উইকেট না হারিয়ে ৫০ পার করল নাইটরা

২০২৩ আইপিএলে প্রথম বার কেকেআর-এর ওপেনিং জুটি ৫০ পার করল।

কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি নিয়ে বহু দিন ধরেই নানা জল্পনা চলছে। কোনও ভাবেই নাইটদের ওপেনিং জুটি ক্লিক করছিল না। অবশেষে বুধবার আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে নাইটদের ওপেনিং জুটি ভরসা জোগাল। এ দিন ওপেন করতে নেমেছিলেন জেসন রয় এবং নারায়ণ জগদীশান। আর ওপেনিং জুটি যোগ করল ৮৩ রান।

ষষ্ঠ ওভারে জেসন রয় একেবারে পাগলের মতো ছক্কা হাঁকালেন। শাহবাজ আহমেদ বল করতে এসে একেবারে যেন খড়কুটোর মতোই উড়ে গেলেন। ৬ নম্বর ওভারে দিয়ে বসলেন ২৫ রান। আর এই ২৫ রানের হাত ধরেই কেকেআর পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৬৬ রান করে ফেলল। ২০২৩ আইপিএল মরশুমে প্রথম বার কলকাতার দল পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৫০-এর গণ্ডি টপকাল।

আরও পড়ুন: ICC T20 Rankings-এ ব্যাটারদের তালিকায় একে সূর্য, কোহলি-রোহিতদের খুঁজে পাওয়া কঠিন

কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি নিয়ে বহু দিন ধরেই নানা জল্পনা চলছে। কোনও ভাবেই নাইটদের ওপেনিং জুটি ক্লিক করছিল না। অবশেষে বুধবার আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে নাইটদের ওপেনিং জুটি ভরসা জোগাল। এ দিন ওপেন করতে নেমেছিলেন জেসন রয় এবং নারায়ণ জগদীশান। প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয় এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। এতে ভরসা পান জগদীশানও। পাঁচ ওভারে নাইটদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪১ রান। তবে ষষ্ঠ ওভারেই সবচেয়ে বিধ্বংসী হয়ে ওঠেন জেসন রয়।

আরও পড়ুন: রাত ১টা-২টোর সময়েও ও আমার সঙ্গে বোলিং অনুশীলন করেছে- নূরে মুগ্ধ তাঁর আইডল রশিদ

এই ওভারে বল করতে এসেছিলেন শাহবাজ আহমেদ। প্রথম বলে স্ট্রাইকে ছিলেন জগদীশান। তিনি এক রান নিলে স্ট্রাইকে আসেন রয়। আর স্ট্রাইকে এসেই ছক্কা হাঁকাতে শুরু করেন তিনি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলে পরপর তিনটি ছক্কা হাঁকান। পঞ্চম বলে কোনও রান হয়নি। ষষ্ঠ বলে ফের ছক্কা হাঁকান জেসন রয়। এই ওভারে আসে মোট ২৫ রান। কেকেআর-এর স্কোর এক লাফে ৬৬-তে পৌঁছে যায়।

এ দিন কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি এই মরশুমে প্রথম বার বড় রানের পার্টনারশিপ গড়ল। প্রথম উইকেটে রয় এবং জগদীশান মিলে ৮৩ রান যোগ করেন। এত রান এই মরশুমে এর আগে নাইটদের ওপেনিং জুটি করতে পারেনি। জগদীশান ২৯ বলে ২৭ করে সাজঘরে ফিরলে জুটি ভেঙে যায়। জেসন রয় ২৯ বলে ৫৬ করে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার এবং পাঁচটি ছক্কা।

বন্ধ করুন