বল হাতে দিল্লি ক্যাপিটালসের ভিত নড়িয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। দিল্লি ক্যাপিটালসের দুই ব্যাটার পৃথ্বী শ এবং মনীশ পাণ্ডেকে পরপর দুই বলে ফিরিয়ে দিয়েছেন বোল্ড। শুধু তাই নয়, মেডেইন ওভার নেন রাজস্থান রয়্যালসের এই পেসার। শুধু বোল্ট একা নন, সেই ওভারেই পৃথ্বী শ'এর দুর্দান্ত ক্যাচ নেন সঞ্জু স্যামসন। পৃথ্বীর ব্যাটে লেগে বলটা প্রায় বাউন্ডারি হয়েই যাচ্ছিল। বাজ পাখির মতো উড়ে এসে ছো মেরে ধরে নেন রাজস্থান অধিনায়ক। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
পরপর দুই ম্যাচ হেরে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামে দিল্লি ক্যাপিটালস। অসমের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় রাজস্থানের ব্যাটাররা। যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার মিলে বড় রানের পার্টনারশিপ গড়েন। এই দুই ব্যাটারই রাজস্থানের ভিত গড়ে দিয়ে যান। যশস্বী ৩১ বলে ৬০ রানের ইনিংস খেলেন। এই ব্যাটার ১১টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি সংগ্রহ করেন। পাশাপাশি বাটলার ৫১ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। তিনি ১১টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি সংগ্রহ করেন। এই দুই ব্যাটার ৯৮ রানের পার্টনারশিপ গড়েন।
এছাড়া শিমরন হেটমেয়ার ২১ বলে ৩৯ রানে অপজারিত থাকেন। বলা ভালো বাটলার এবং জয়সওয়ালের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। ২০০ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামলে শুরুতেই ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। প্রথম ওভারেই বল হাতে ঝড় তোলে ট্রেন্ট বোল্ট। ২ উইকেট তুলে নেন এই পেসার। প্রথমে পৃথ্বী শ এবং ঠিক তার পরের বলেই পাণ্ডেকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন তিনি। পৃথ্বীর দুর্দান্ত ক্যাচটি ছো দিয়ে এক হাতে ধরেন সঞ্জু। ঠিক পরের বলেই এলবিডব্লু হন পাণ্ডে। অবশ্য রিভিউ নেয় দিল্লি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। রিভিউ নষ্ট করে ফিরে যান তিনি। সেই সঙ্গে ওভারে কোনও রান না দেওয়ায়, মেডেইন নেন বোল্ট। তবে এদিন বোল্টের কাছে সুযোগ ছিল হ্যাটট্রিক করার। কিন্তু অল্পের জন্য তা তিনি হাতছাড়া করেন তিনি।
তবে শুরুতেই যেভাবে ধাক্কা দিয়েছেন বোল্ট, তাতে বেশ চাপে পড়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক ওয়ার্নারের ব্যাটে ভর করে ধীর গতিতেত টার্গেটের দিকে এগিয়ে চলেছে রিকি পন্টিংয়ের দল। এখন এটাই দেখার পরপর দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখতে পারে, নাকি হারের হ্যাটট্রিক করে। যা সময় বলে দেবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।