SRH vs KKR: ফ্লপ হলেও ছক্কা মারার নজির রাসেলের! তৃতীয় ব্যাটার হিসেবে T20-তে পার মাইলস্টোন
Updated: 04 May 2023, 09:48 PM ISTএবার আইপিএলে ব্যাট হাতে একেবারে ছন্দে নেই আন্দ্রে রাসেল। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আশা জুগিয়েও ফের মুখ থুবড়ে পড়লেন। ১৫ বলে ২৪ রান করে আউট হয়ে যান। সেইসঙ্গে দুটি ছক্কা এবং একটি চার মারেন। সেইসঙ্গে টি-টোয়েন্টির ক্রিকেটের ইতিহাসে নজির গড়ে ফেললেন। কী সেই নজির, তা দেখে নিন -
পরবর্তী ফটো গ্যালারি