ইন্ডিয়ান প্রিমিয়র লিগ যে কত তারকা ক্রিকেটারদের এক ছাতার তলে নিয়ে আসে তাঁর কোনও ইয়ত্তা নেই। বিশ্বের অনেক প্রাক্তন এবং তারকা ক্রিকেটাররা যুক্ত থাকেন এই মহাযজ্ঞের সঙ্গে। কেউ নিজেদের খেলায় মুগ্ধ করেন দর্শকদের। অনেকে আবার নিজেদের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করেন ফ্র্যাঞ্চাইজিগুলিকে। এই রকমই দুই কিংবদন্তি হলেন সচিন তেন্ডুলকর এবং ব্রায়ান লারা। জাতীয় দলের মতো আইপিএলেও তারা প্রতিপক্ষ দলে রয়েছে। কিন্তু ২২ গজের যুদ্ধের বাইরে তারা যে বন্ধু সেটা বলার অপেক্ষা রাখে না। একজন মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর। আর অপর জন সানরাইজার্স হায়দরাবাদের কোচ। দুই কিংবদন্তিকে ফের তাদের একসঙ্গে মিলিয়ে দিল আইপিএল।
মঙ্গলবার আইপিএলে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই দলের সঙ্গে যুক্ত প্রাক্তন দুই ক্রিকেটার। লারা সানরাইজার্স হায়দরাবাদের কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন এই মরশুমে। অন্যদিকে ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর অনেকদিন ধরেই যুক্ত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। মাস্টার ব্লাস্টার প্রথম ছয়টি মরশুম খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। তারপর থেকেই সাহায্য করে চলেছেন রোহিত শর্মার দলকে। মুম্বইয়ের মেন্টর হিসাবে কাজ করছেন তিনি।
বিশ্বের সেরা ক্রিকেটাদের তালিকায় প্রথমের দিকেই থাকবেন এই দুই কিংবদন্তি। বর্তমানে ক্রিকেট নিয়ে আলোচনা হলেই এই দুই কিংবদন্তির নাম প্রত্যেকের মুখে মুখে ঘোরে। ম্যাচের উত্তেজনার সঙ্গে সঙ্গে তাদেরকে একসঙ্গে দেখতে পাওয়া দর্শকদের কাছে উপরি পাওনা। এই সবটাই সম্পূর্ণ হয় আইপিএলের জন্য। এদিন হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। সেখানেই দেখা হয়ে যায় দুই প্রাক্তন ক্রিকেটারদের। নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় তাদেরকে। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এডেন মার্করাম টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠান। মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ তাদের শেষ দুটি ম্যাচে জিতে আজ একে অপরের বিরুদ্ধে নেমেছে।
গত ম্যাচে অর্থাৎ আরসিবি বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের মাঠেই আড্ডায় মেতে ওঠেন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘক্ষণ কথা বলেন তারা। ধোনির কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়তে দেখা যায় কোহলিকে। এবার তেমনই ছবি ধরা পড়ল হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচে। এক ফ্রেমে ক্রিকেটের দুই কিংবদন্তিকে দেখা গেল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।