প্রাক্তন ভারতীয় খেলোয়াড় বীরেন্দ্র সেহওয়াগ এবং গুজরাট টাইটানসের কোচ আশিস নেহরার মধ্যে মাঠের ভিতর এবং মাঠের বাইরে একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। উভয় খেলোয়াড়ই দিল্লি ক্যাপিটালস এবং টিম ইন্ডিয়ার জন্য ড্রেসিংরুম ভাগ করেছেন। এবার আইপিএল-এ যেখানে আশিস নেহরা গুজরাটের কোচিং দায়িত্ব সামলাচ্ছেন তখনই বীরুকে ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞের ভূমিকায় দেখা গিয়েছে। এই মুহূর্তে আশিস নেহরাকে নিয়ে বড়সড় মন্তব্য দিয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। প্রকৃতপক্ষে, বীরেন্দ্র সেহওয়াগ বলেছিলেন যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডারদের বাউন্ডারির বিষয়ে আশিস নেহরার ক্রমাগত পরামর্শ ছিল তার নার্ভাসনেস এবং উদ্বেগ কমানোর একটি উপায়। তবে তার কথা গুজরাটের খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ দিতে পারে।
আরও পড়ুন… RCB-কে হারিয়ে বিপক্ষকে সতর্ক করলেন কনওয়ে! জানালেন CSK ব্যাটারদের লক্ষ্য
Cricbuzz-এ কথা বলতে গিয়ে বীরেন্দ্র সেহওয়াগ বলেন, ‘আমি আশিস নেহরাকে ছোটবেলা থেকেই চিনি। তাই আমার মনে হয় বাউন্ডারিতে ফিল্ডারদের সঙ্গে কথা বলে নিজের নার্ভাসনেস কমানোর চেষ্টা করছিল। কিন্তু এটা কখনও কখনও খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করতে পারে।’ বাউন্ডারিতে থাকাকালীন শামিকেও কিছু বললেন তিনি। এই বিষয়ে বীরু বলেন, ‘তিনি যখন বাউন্ডারিতে ছিলেন তখন শামিকেও কিছু বলেছিলেন, এবং তারপরও শামি তাঁর শেষ ওভারে অনেক রান দিয়ে আসেন।’
আরও পড়ুন… ধোনি যেন ব্যান না হয়ে যায়! কেন এমন বললেন সেহওয়াগ?
তিনি আরও বলেন, ‘যদি আপনি গত মরশুমে গুজরাটকে দেখেন, তারা পজিশন হেরে ম্যাচ জিতেছে। এখন এটা উল্টো কারণ তারা দুটি ম্যাচ হেরেছে যেটা তাদের জেতা উচিত ছিল। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে ম্যাচের ব্যাকএন্ডে আশিস নেহরা যেভাবে ঘুরতেন এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলেন তা কেবল তাদের উত্তেজনা বাড়িয়ে তুলেছিল।’ গুজরাট টাইটানস সম্পর্কে কথা বলার সময় দিল্লির প্রাক্তন খেলোয়াড় রজত ভাটিয়া বলেছিলেন যে গুজরাট দুটি ম্যাচ হেরেছে যা তাদের জেতা উচিত ছিল। তিনি বলেন, ‘আমি মনে করি, ম্যাচ চলাকালীন আশিস নেহরা যেভাবে খেলোয়াড়দের সঙ্গে ক্রমাগত কথা বলছিলেন, তাতে খেলোয়াড়রা উত্তেজনা পেয়েছিলেন।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রাজস্থান রয়্যালসের জয় সম্পর্কে কথা বলার সময় বীরু বলেছিলেন যে, ‘এই ধরনের জয় আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে এবং অবশ্যই তাদের মনোবল বাড়িয়ে তুলবে। জয়সওয়াল এবং বাটলার না চললেও এই দলে হেতমায়ার, স্যামসন এবং জুরেল আছে।’ তিনি অব্যাহত রেখেছিলেন এবং বলেছিলেন যে, ‘এই জয় রাজস্থান রয়্যালসকে আত্মবিশ্বাস দেবে যে তারা কেবল প্লে-অফেই উঠবে না বরং ফাইনালে পৌঁছবে এবং আশা করি এটি জিতবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।