মুম্বই ইন্ডিয়ান্সে কি যোগ দিচ্ছেন ফাস্ট বোলার ধবল কুলকার্নি। সূত্রের খবর এমনটাই। ৩৩ বছর বয়সী ধবল কুলকার্নি আইপিএল ২০২২-এ বর্তমানে ধারাভাষ্য করছেন। আইপিএলের মেগা নিলামে ধবল কুলকার্নিকে কোনও দলই কেনেনি। ধবল কুলকার্নি হলেন মুম্বইয়ের বাসিন্দা।তাই তিনি মুম্বইয়ের ব্র্যাবন স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে কী ভাবে বল করতে হয় তা ভালো করেই জানেন। ধবল এর আগে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ ছিলেন। নিজের কৃতিত্বে মুম্বইয়ের হয়ে অনেক ম্যাচ জিতেয়ে ছিলেন তিনি।
এ বার MI-এর প্রাক্তন তারকা ধবল কুলকার্নি নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করলেন, যেখানে তিনি লিখলেন,‘আমি কোথায় যাব?’এর কিছুদিন আগেই টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণকে ধার দিতে চান। তাই ধবল কুলকার্নিকে দলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন রোহিত শর্মা। মুম্বইয়ের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ,জয়দেব উনাদকাট এবং টাইমাল মিলস আইপিএল ২০২২-এ ভালো পারফর্ম করছেন না। রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স, কিন্তু চলতি আইপিএল-এ এখনও সে ভাবে সাফল্য পায়নি মুম্বই। সে কারণেই এই মুহূর্তে ধবলের টুইট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে অনেকে ধবলের টুইট নিয়ে মজা করছেন। কারণ এই টুইটের শেষে সালটা লিখতে গিয়ে ধবল ২০২২২ লিখে ফেলেছেন।
আইপিএল ২০২২-এর মেগা নিলামে ধবল কুলকার্নিকে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি। যে কারণে চলতি মরশুমে তাঁকে ধারাভাষ্য করতে দেখা যাচ্ছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড়ের চোট লাগলে,তবেই তাঁর বদলি হিসেবে ধবল কুলকার্নিকে দলে নিতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স। এই খেলোয়াড় ইতিমধ্যেই মুম্বই দলকে নিজেটা সেরাটা দিয়েছেন। তাঁকে ২০২০ সালে মুম্বই ফ্র্যাঞ্চাইজি ৭৫ লাখে কিনেছিল। কুলকার্নি খুবই অভিজ্ঞ খেলোয়াড়। টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার ক্ষমতা আছে। বোলিংয়ে নিজের দক্ষতা দিয়ে মুম্বই দলকে এই কঠিন সময়ে সাহায্য করতে পারেন ধবল। সে দিক থেকে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ফাস্ট বোলার ধবল কুলকার্নির অন্তর্ভুক্তি দলের জন্য উপকারী হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।