সুনীল গাভাসকরের পরে এবার আরও ভারতীয় তারকা বিরাট কোহলির দিকে আঙুল তুললেন। এবার কোহলিকে প্রশ্ন করলেন ভারতের পার্কাতন ক্রিকেটার মদন লাল। আসলে পাকিস্তানের বিরুদ্ধে হারের পরে সাংবাদিক সম্মেলনে এসে একটি পুরানো ঘটনার প্রসঙ্গ তুলে ধরেছিলেন বিরাট কোহলি। নিজের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার দিনের একটি কথা তুলে ধরেছিলেন বিরাট কোহলি।
ভারতের প্রাক্তন অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন,‘আমি আপনাদের একটি বিষয় বলতে পারি যে আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলাম,আমি কেবল একজন ব্যক্তির কাছ থেকে একটি বার্তা পেয়েছি যার সাথে আমি খেলেছি এবং তিনি হলেন এমএস ধোনি। অনেকের কাছে আমার নম্বর আছে। মানে অনেকেই পরামর্শ দেন কী করতে হবে। তাদের অনেক কিছু বলার আছে, কিন্তু যাদের কাছে আমার নম্বর আছে। তাদের কাছ থেকে একটিও মেসেজ আসেনি।’
আরও পড়ুন… পন্ত নাকি কার্তিক, 2022 Asia Cup-এর বাকি ম্যাচে কার খেলা উচিত! উথাপ্পার উত্তর
এরপরেই কোহলি এক প্রকার আক্রমণ করে সুনীল গাভাসকর বলেছিলেন, তাঁর প্রশ্ন, ও ঠিক কী বার্তা চেয়েছিল। ও কি উৎসাহ চাইছিল। কিন্তু ওর তো অধিনায়কত্বের পালা চুকে গিয়েছিল। তাহলে আবার কিসের উৎসাহ লাগবে। এরপর কিংবদন্তি বলেন যে তুমি এখন সাধারণ ক্রিকেটার হিসাবে খেলছ। সেই ভূমিকায় জোর দেওয়া উচিত কারণ এখন অন্যদের বিষয়ে আর ভাবার প্রয়োজন নেই।
গাভাসকরের পরে এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার মদন লালও বিরাট কোহলির সমালোচনা করেছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন,‘বিরাটের এমন সময়ে এমন মন্তব্য করা উচিত হয়নি। দেখুন আপনি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছেন,একটি টুর্নামেন্টের মাঝখানে যেখানে আপনাকে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে হবে। এটা দারুণ যে আপনি ফর্মে ফিরেছেন।’
আরও পড়ুন… BBL: মেলবোর্ন রেনেগেডস ছেড়ে স্টারস এ যোগ দিলেন জেমিমা, গড়লেন নজির
মদন লাল আরও বলেন,‘কেউ কল করুক বা না করুক তাতে সমস্যার কী আছে। নিজের কাজ নিজেকেই করতে হবে। তবে যদি বলতেই হত তাহলে এটা তার মাস দুয়েক আগেই বলা উচিত ছিল। আপনি যদি সেরা ফর্মের মধ্যে না থাকেন তবে আপনাকে নিজেই এটির কাছে যেতে হবে। এখানে অহংকার করা উচিত নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।