বাংলা নিউজ > ময়দান > হাতের চোটের কারণে দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন জেমিমা রডরিগেজ

হাতের চোটের কারণে দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন জেমিমা রডরিগেজ

জেমিমা রডরিগেজ (ছবি-পিটিআই) (PTI)

চোটের কারণে ইংল্যান্ডে চলতি দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় ক্রিকেটার জেমিমা রডরিগেজ। টুর্নামেন্টের বাকি অংশ থেকে বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেটার জেমিমা। রডরিগেজ চলতি মরশুমে নর্দান সুপারচার্জার্সের প্রতিনিধিত্ব করছিলেন কিন্তু তার কার্যকাল মাত্র দুটি ম্যাচ স্থায়ী হয়েছিল।

চোটের কারণে ইংল্যান্ডে চলতি দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় ক্রিকেটার জেমিমা রডরিগেজ। টুর্নামেন্টের বাকি অংশ থেকে বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেটার জেমিমা। রডরিগেজ চলতি মরশুমে নর্দান সুপারচার্জার্সের প্রতিনিধিত্ব করছিলেন কিন্তু তার কার্যকাল মাত্র দুটি ম্যাচ স্থায়ী হয়েছিল।

ওভাল ইনভিনসিবলসের বিরুদ্ধে খেলতে গিয়ে ২১ বছর বয়সী মহিলা ক্রিকেটার ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন। টুর্নামেন্টের শুরুতেই একটি বড় ছাপ রেখেছিলেন জেমিমা। যদিও নিজের দ্বিতীয় ম্যাচে তিনি মাত্র দুই রান করার পর আউট হয়ে যান।

আরও পড়ুন… মন্ধানার দুরন্ত ইনিংস, আমান্ডার ঘূর্ণিতে টানা তিন ম্যাচে জয় সাউদার্ন ব্রেভের

বার্মিংহ্যামে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রিকেট দলের রুপোর পদক জয়ী দলে দারুণ পারফরম্যান্স করেছিলেন জেমিমা রডরিগেজ। ২০২২ কমনওয়েলথ গেমসে ১৪৬ রান করেছিলেন তিনি। এবং পঞ্চম-সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন জেমিমা।

জেমিমা রডরিগেজের অনুপস্থিতি সুপারচার্জার্স অভিযানে একটি বড় ছিদ্র তৈরি করবে। কারণ গত বছর উদ্বোধনী মরশুমে তিনি তাদের সর্বোচ্চ স্কোরার ছিলেন।১৫১ এর অত্যাশ্চর্য স্ট্রাইক-রেটে সাত ইনিংসে ২৪৯ রান করেছিলেন জেমিমা। তিনি ইভেন্টের শীর্ষ রান থেকে মাত্র ১০ রান পিছিয়ে ছিলেন। দক্ষিণ আফ্রিকার গেটার ডেন ভ্যান নিকের্ক যিনি ওভাল ইনভিন্সিবলসের প্রতিনিধিত্ব করেছিলেন এবং ৯ ইনিংসে ২৫৯ রান করেছিলেন।

আরও পড়ুন… The Hundred 2022: ২৩ বলে অপরাজিত ৬৪ রান, ৫ বলে ১ উইকেট - Hundred-এ বিধ্বংসী KKR তারকা

জেমিমার জায়গায় তাঁর দল নর্দান সুপারচার্জার্স এই মুহূর্তে গ্যাবি লুইসকে দলে নিয়েছে। ক্লাবের তরফ থেকে বলা হয়েছে হাতের চোটের কারণেই এই মুহূর্তে চলতি দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন তিনি।

বন্ধ করুন