গত মাসে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে চর্চার কেন্দ্রে চলে এসেছিলেন ইশান কিষাণ। তাঁর ১৩১ বলে ২১০ রানের ঝড়ো ইনিংসে মুগ্ধ ছিল বিশ্ব ক্রিকেট। ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকরও স্বীকার করেন যে, এই ধরণের ব্যাটিং নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু এর পর থেকে সাদা বলের ক্রিকেটে লড়াই করছেন ইশান। সেই দুরন্ত ইনিংস খেলার পর থেকে রানের খরা চলছে তাঁর। ভারতের জার্সিতে মোট আটটি ম্যাচ খেলেছে ইশান। তার মধ্যে টি-টোয়েন্টিতে পাঁচটি এবং ওয়ানডে তিনটি। এই আটটি ম্যাচে ইশান মোট ১২০ বল খেলেছেন। করেছেন মাত্র ৯৩ রান। তার মধ্যে পাঁচটি একক অঙ্কের স্কোর।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত টি-টোয়েন্টি ম্যাচের জন্য ইশানকে খেলানো হতে পারে। তবে সাদা বলের ফর্ম্যাটে তাঁর খারাপ ছন্দ অব্যাহত থাকায় কিছুটা তিনি চাপেই থাকবেন। কারণ ইশানের পারফরম্যান্স কিন্তু তাঁর সঙ্গে যাঁরা প্রতিযোগীতায় রয়েছেন, তাঁরা কিন্তু ট্র্যাক করছেন।
আরও পড়ুন: একানার পিচ নিয়ে ক্ষোভ, চাকরি গেল পিচ কিউরেটরের
সেই প্রতিযোগীদের মধ্যে একজন হলেন নীতীশ রানা, যিনি বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান এবং পার্ট-টাইম অফ-স্পিনারও। ২০২১ আইপিএলে নীতিশ দু'টি হাফ সেঞ্চুরি সহ ৩৮৩ রান করেছিলেন। তাঁকে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলে ডাকা হয়েছিল। এই সফরে তাঁর ওডিআই এবং টি-টোয়েন্টি দুই ফর্ম্যাটেই অভিষেক হয়। দল থেকে বাদ পড়ার আগে তিনি একটি ওডিআই ম্যাচ খেলেন। তাতে সাত রান করেন। এবং দু'টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫ রান করেন। এর পর থেকে কখনও তিনি সুযোগ পাননি। তবে তিনি এখন সুযোগের অপেক্ষায় রয়েছেন।
আরও পড়ুন: শিখরকে ফেরানো হবে, নাকি শুভমন-ইশানই ভরসা, ওপেনার বিতর্কে রং চড়ালেন অশ্বিন
সম্প্রতি তিনি একটি টুইটার পোস্টে লাইক দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ইশানের ব্যর্থতাকে তুলে ধরে নির্বাচকদেরই সম্ভবত কোনও বার্তা দিতে চেয়েছেন। এক জনৈক ব্যক্তির সেই পোস্টটিতে দেখা যাচ্ছে যে, গত বছরের জুন থেকে মুম্বই ইন্ডিয়ান্স তারকা ১৫.৩০ এবং ১০৬.৪১ স্ট্রাইক রেটে মাত্র ১৯৯ রান করেছেন। এতে পাঁচটি একক অঙ্কের স্কোর রয়েছে। এবং কোনও অর্ধশতরানও নেই।
নীতিশ রানা সম্ভবত বোঝাতে চেয়েছেন, ইশান পারফরম্যান্স না করেও টানা দলে রয়ে গিয়েছেন। আর তিনি একবার সুযোগ পেয়ে ব্যর্থ হওয়ার পর, কখনও দ্বিতীয় সুযোগ পাননি। গত বছরের অক্টোবরে স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতিশ রানা স্বীকার করেছিলেন যে, তিনি প্রত্যাবর্তনের দিকে নজর রেখেছেন। রানা বলেছিলেন, ‘আমার মনের মধ্যে সব সময়েই ভারতীয় দলে প্রত্যাবর্তনের লক্ষ্য থাকে। কারণ শ্রীলঙ্কা সিরিজ ব্যক্তিগত ভাবে আমি ভালো খেলতে পারিনি। এবং যখনই সুযোগ আসে, আমি প্রস্তুত থাকি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।