বাংলা নিউজ > ময়দান > Legends League Cricket: চার-ছক্কার ঝড় তুললেন গেইল, কিংসকে প্লে-অফে তুললেন ইউসুফ পাঠান

Legends League Cricket: চার-ছক্কার ঝড় তুললেন গেইল, কিংসকে প্লে-অফে তুললেন ইউসুফ পাঠান

হাফ-সেঞ্চুরির পরে ক্রিস গেইল। ছবি- লেজেন্ডস লিগ ক্রিকেট।

Gujarat Giants vs Bhilwara Kings: লেজেন্ডস লিগ ক্রিকেটের ম্যাচে মাত্র ২৩ বলে হাফ-সেঞ্চুরি করেন দ্য ইউনিভার্স বস। ইউসুফ পাঠানের এক ওভারে ৩টি চার ও ২টি ছক্কা মারেন গেইল।

বস লোকেদের ক্রিকেটে ঝড় তুললেন দ্য ইউনিভার্স বস। চলতি লেজেন্ডস লিগের ১১তম ম্যাচে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করলেন ক্রিস গেইল। যদিও তাঁর দল গুজরাট জায়ান্টস ম্য়াচ জিতে মাঠ ছাড়তে পারেনি। ইউসুফ পাঠানের অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করে ভিলওয়ারা কিংস শেষ ওভারের থ্রিলারে ৫ উইকেটের উত্তেজক জয় তুলে নেয়। সেই সঙ্গে টুর্নামেন্টের প্লে-অফের টিকিট নিশ্চিত করেন ইরফান পাঠানরা।

যোধপুরে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গুজরাট জায়ান্টস। তাদের নেতৃত্ব দিতে নামেন পার্থিব প্যাটেল। নির্ধারিত ২০ ওভারে গুজরাট ৭ উইকেটের বিনিময়ে ১৮৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।

ওপেন করতে নেমে মাত্র ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ক্রিস গেইল। তিনি শেষমেশ ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৮ রান করে মাঠ ছাড়েন। ইনিংসের অষ্টম ওভারে ইউসুফ পাঠানের বলে ৩টি চার ও ২টি ছক্কা মারেন গেইল। এছাড়া লেন্ডল সিমন্স ২২, যশপাল সিং ৫৮ ও থিসারা পেরেরা ১৯ রান করেন। পার্থিব ১ রান করে আউট হন।

আরও পড়ুন:- PAK vs ENG 6th T20I: বিরাটের বিশ্বরেকর্ডে ভাগ বসিয়ে দুর্দান্ত মাইলস্টোন বাবর আজমের

ভিলওয়ারা কিংসের হয়ে ৩৪ রানে ২টি উইকেট নেন ইউসুফ পাঠান। ১টি করে উইকেট দখল করেন শ্রীসন্ত, সুদীপ ত্যাগী, জেসাল কারিয়া ও শেন ওয়াটসন।

পালটা ব্যাট করতে নেমে ভিলওয়ারা কিংস ১৯.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ইউসুফ পাঠান ১৮ বলে ৩৯ রান করেন। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- PAK vs ENG 6th T20I: রিজওয়ান খেলেননি, তাতেই কঙ্কাল বেরল পাকিস্তানের, সল্টের তাণ্ডবে বাবরদের গোহারান হারাল ইংল্যান্ড

এছাড়া উইলিয়াম পটারফিল্ড ৪০, মর্নি ভ্যান উইক ২৬, জেসাল কারিয়া অপরাজিত ৩৯ ও ইরফান পাঠান অপরাজিত ২৬ রান করেন। ২টি উইকেট নেন গ্রেম সোয়ান। ১টি করে উইকেট নেন মিচেল ম্যাকক্লেনাঘান, অশোক দিন্দা ও থিসারা পেরেরা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ইউসুফ।

এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের প্লে-অফের টিকিট নিশ্চিত করে ভিলওয়ারা কিংস।

বন্ধ করুন