আই লিগে সোমবার কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগান ২-১ গোলে হারাল গোকুলাম এফসিকে। সবুজ-মেরুনের হয়ে জোড়া গোল করলেন ফ্রান গঞ্জালেস।ডার্বির আগে এই জয় কিবু ভিকুনার দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
এরই সঙ্গে চার মাস আগে ডুরান্ড কাপের ফাইনালে গোকুলামের কাছে হারের মধুর প্রতিশোধও নিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড।এই জয়ের ফলে চারটি ম্যাচ থেকে দুটি জয় ও একটি ড্র'য়ের সাহায্যে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ২ নম্বরে উঠে এল ভিকুনা ব্রিগেড।
ম্যাচে একাধিক বার দলের পতন রোধ করেন বাগান গোলরক্ষক শঙ্কর রায়। গোকুলামের বিপদজনক ফুটবলার ত্রিনিদাদ টোবাগোর জোসেফকে আটকানোর দায়ি্ত্ব ছিল বাগানের স্বদেশীয় সাইরাজের।বাগান ডিফেন্ডার নিজের কাজে সফল হয়েছেন। ম্যাচের অন্তিম লগ্নে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গুরজিন্দর।
ঘরের মাঠে এদিন আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে কিবু ভিকুনার দল।১৮ মিনিটে বেইতাই দূরপাল্লার শট রুখে দেন উবেইদ। এর মিনিট তিনেক পরেই এগিয়ে যায় মোহনবাগান। বক্সের মধ্যে আশুতোষকে থ্রু বল বাড়ান কলিনাস।আগুয়ান আশুতোষকে ফেলে দেন উববেইদ। রেফারি পেনাল্টি দিতে সময় নেননি। স্পট কিকে গোলরক্ষককে উল্টো দিকে ফেলে বল জালে পাঠান গঞ্জালেস।
এর কিছুক্ষণ পরেই নাওচা আশুতোষকে ধাক্কা মেরে ফেলে দিলে দু'দলের ফুটবলাররা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। রেফারি নাওচাকে হলুদ কার্ড দেখান। দু'মিনিট পরে একই রকম পরিস্থিতিতে হলুদ কার্ড দেখেন আশুতোষ। ৩৩ মিনিটে বক্সের মধ্যে ভেসে আসা বলে কলিনাসের ব্যাক ভলি ব্যর্থ হয়।
৩৭ মিনিটে গোল শোধের সুবর্ণ সুযোগ এসেছিল গোকুলামের কাছে। তবে এক্ষেত্রে মার্কোসের শট শঙ্করের হাতে লেগে বার-পোষ্টে প্রতিহত হয়ে বাইরে চলে যায়। প্রথমার্ধের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে ম্যাচে সমতায় ফেরে গোকুলাম।টপ-বক্সে সেবাস্টিয়ানকে অবৈধভাবে ফেলে দেন কলিনাস।পেনাল্টি থেকে গোল করেন জোসেফ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের লিড নেয় ভিকুনার ছেলেরা। বেইতিয়ার কর্নারে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করে গ্যালারিকে মাতিয়ে তোলেন গঞ্জালেস। ৬২ মিনিটে, ৪০ গজ দূর থেকে জোসেফের দুরন্ত জোরালো শট ততোধিক দক্ষতায় বাঁচিয়ে দেন শঙ্কর।
পালটা আক্রমণে বিপক্ষ গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন সুহের। শেষমেষ তাঁকে ফাউল করে আটকাতে বাধ্য হন মুথু।শেষের দিকে মরিয়া চেষ্টা চালালেও গোল শোধ করতে পারেনি গোকুলাম।লিগে তারা এই প্রথম হারের মুখ দেখল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।