বাংলা নিউজ > ময়দান > ২০২২-এ T20-তে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোর পৃথ্বীর, অসমকে হেলায় হারাল মুম্বই

২০২২-এ T20-তে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোর পৃথ্বীর, অসমকে হেলায় হারাল মুম্বই

দুরন্ত নজির পৃথ্বী শ'র।

ভারতীয় ব্যাটার হিসেবে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন পৃথ্বী শ'। পৃথ্বীর আগে সর্বোচ্চ রান করেছিলেন দেবদূত পাডিক্কাল। মঙ্গলবার কর্ণাটকের ওপেনার মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬২ বলে ১২৪ রান করেছিলেন। সেটাই ছিল এই বছরের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। সেই রেকর্ডই শুক্রবার ভেঙে দিলেন পৃথ্বী। 

দুরন্ত ছন্দে রয়েছেন পৃথ্বী শ'। ২০২২ সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রায় প্রতি ম্যাচেই পৃথ্বী শ'র ব্যাটে আগুনে জ্বলছে। বিধ্বংসী পারফরম্যান্স করে যেন নির্বাচকদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন তিনি! আর কত দিন তাঁকে জাতীয় দলের বাইরে রাখবেন নির্বাচকেরা? সেই প্রশ্নই যেন ব্যাট হাতে ছুঁড়ে দিচ্ছেন পৃথ্বী।

শুক্রবার আবার মুম্বইয়ের তারকা ওপেনার অসমের বিরুদ্ধে চলতি ম্যাচে ৪৬ বলে ঝড়ো শতরান করেন। ১৯ বলে তিনি করেছিলেন হাফ সেঞ্চুরি। এর পর ২১৯.৬৭ স্ট্রাইক রেটে ৬১ বলে ১৩৪ রানের সুনামী বইয়ে দেন পৃথ্বী শ'। তাঁর ইনিংসে রয়েছে ১৩টি চার এবং ৯টি লম্বা ছক্কা। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেছেন নয়া নজির। ভারতীয় ব্যাটার হিসেবে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন পৃথ্বী শ'। পৃথ্বীর আগে সর্বোচ্চ রান করেছিলেন দেবদূত পাডিক্কাল। মঙ্গলবার কর্ণাটকের ওপেনার মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬২ বলে ১২৪ রান করেছিলেন। সেটাই ছিল এই বছরের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। সেই রেকর্ডই শুক্রবার ভেঙে দিলেন পৃথ্বী।

আরও পড়ুন: ৬১ বলে ১৩৪-Mushtaq Ali-তে ফের সুনামি পৃথ্বীর, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নির্বাচকদের

মুম্বইয়ের তারকা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে এবং প্রতিটা ম্যাচে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। মিজোরামের বিরুদ্ধে প্রথম ম্যাচে, তিনি ৩৪ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন, আর মধ্যপ্রদেশের বিরুদ্ধে তিনি ১২ বলে ২৯ রান করেন। অসমের বিরুদ্ধে এই ম্যাচে খেলছেন না অজিঙ্কা রাহানে। যে কারণে নেতৃত্বের ভার রয়েছে পৃথ্বী শ'র কাঁধে। আর যোগ্য নেতার মতোই দাপট দেখিয়ে মুম্বইকে রানের পাহাড়ে বসিয়ে দিলেন পৃথ্বী।

এ দিন সেঞ্চুরি করার পর তাঁর সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে, তাঁর এই সেলিব্রেশনের স্টাইলটি তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির মতোই ছিল। পৃথ্বী এ ভাবেই কি নির্বাচকদের কিছু ইঙ্গিত করতে চেয়েছেন? যা নিয়ে চলছে নানা জল্পনাও।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করছেন পৃথ্বী। কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে একটি সাক্ষাৎকারে তিনি নির্বাচকদের দ্বারা ক্রমাগত অবহেলার জন্য তাঁর হতাশাও প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: যশ ধুলকে সঙ্গে নিয়ে নীতিশ রানার তাণ্ডব, নাইট তারকার শতরানে লড়াকু জয় দিল্লির

মিড-ডে-এর সঙ্গে কথা বলতে গিয়ে পৃথ্বী শ' বলেছিলেন, ‘আমি হতাশ হয়েছি। আমি রান করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। তবে যখন ওরা (জাতীয় নির্বাচক) অনুভব করবে যে, আমি প্রস্তুত, ওরা আমাকে দলে নেবে। আমি যে সুযোগই পাই না কেন, তা ভারত 'এ' বা অন্য দলের হয়েই হোক, আমি নিশ্চিত ভাবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং আমার ফিটনেস স্তর বজায় রাখব।’

একই সঙ্গে তিনি এ কথাও জানিয়েছেন যে, ২০২২ সালের আইপিএলের পর তিনি ৭ থেকে ৮ কেজি ওজন কমিয়েছেন। এই সময়ে, তিনি তার খাদ্যাভ্যাসের দিকেও অনেক মনোযোগ দিয়েছেন।

এ দিন পৃথ্বী ঝড় তোলায় মুম্বইও প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩০ রান করে। পৃথ্বী ছাড়াও যশস্বী জয়সওয়াল ৩০ বলে ৪২ করেছেন। এ ছাড়াও শেষ পাতে মিষ্টি দইয়ের মতো শিবম দুবের ৭ বলে অপরাজিত ১৭ রানও কিন্তু মুম্বইয়ের প্রাপ্তি। রান তাড়া করতে নেমে ১৬৯ রানেই অলআউট হয়ে যায় অসম। অসমের রাজ্জাকউদ্দিন আহমেদ সর্বোচ্চ ২৬ বলে ৩৯ রান করেছেন। এ ছাড়া রিয়ান পরাগ ২৮, রাহুল হাজারিকা ২৬, মুক্তার হোসেন ২৫রান করেছেন। তবে মুম্বই বোলারদের দাপটে ১৯.৩ ওভারে ১৬৯ রানে আল আউট হয়ে যায় অসম।

মুম্বইয়ের তুষার দেশপাণ্ডে ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন আমন হাকিম খান, তনুশ কোটিয়ান এবং শামস মুলানি। প্রশান্ত সোলাঙ্কি ১টি উইকেট নিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ জীবনে এসেছে ছোট্ট প্রাণ, 'আর তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি', জানালেন পিয়া 'অস্ত্র রেখেছিলাম আমি আর শুভেন্দু, লুকিয়ে দেখছিল কুণাল' আর কী বললেন সুকান্ত?

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.