ভারতীয় তারকা নীরজ চোপড়া বহু কীর্তি নিজের নামে করেছেন। টোকিও অলিম্পিক্সে সোনা,বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকসহ অনেক জায়গায় ইতিহাস সৃষ্টি করেছেন। এখন সে তাঁর সবচেয়ে মূল্যবান জিনিসটি দান করে বিশ্বে ক্রীড়া ক্ষেত্রে অন্য সম্মান পেলেন। তিনি তাঁর সবচেয়ে প্রিয় ও মূল্যবান জিনিসটি দান করলেন। গত বছর টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করা নীরজ নিজের জ্যাভলিনটি অলিম্পিক্স মিউজিয়ামে দান করেছিলেন।
আরও পড়ুন… Lausanne Diamond League 2022: প্রত্যাবর্তনেই চমক, ৮৯.০৮ মিটার ছুঁড়ে জিতলেন নীরজ চোপড়া
নীরজ চোপড়া গত বছর টোকিও অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জিতে প্রথম ভারতীয় অ্যাথলিট হয়েছিলেন। ভারতীয় তারকা তাঁর সবচেয়ে মূল্যবান বর্শাটি বা জ্যাভলিনটি অলিম্পিকের জাদুঘরে দান করেছিলেন। ভারতীয় তারকা অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে স্বর্ণপদক জিতেছিলেন। অলিম্পিক্সে ডটকমকে তিনি বলেন, যে কোনও ক্রীড়াবিদের জন্য অন্যদের অনুপ্রাণিত করতে পারাটা অনেক সম্মানের।
২০০৮ বেইজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রার স্বর্ণপদক জয়ী রাইফেলটিও অলিম্পিক্সের মিউজিয়ামে রাখা রয়েছে। ২০০৮ সালে,বিন্দ্রা প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন। এদিন নীরজ চোপড়া জ্যাভলিনটি দান করার পরে অভিনব বিন্দ্রার সঙ্গে সাক্ষাৎকার দিতে বসেন।
আরও পড়ুন… চোট সারিয়ে লঁসান ডায়মন্ড লিগে ফেরার আশায় নীরজ চোপড়া
সেখানেই নীরজ চোপড়া জানান,‘এখানে নিজের জ্যাভলিনটি দেখে আমারই ভালো লাগছে। এটা দেখে অনেকেই অনুপ্রাণিত হবেন, সেটা ভেবেই ভালো লাগছে। কারণ এটা দেখে আমি নিজেও অনুপ্রাণিত হচ্ছি। আশা করি ভবিষ্যত প্রজন্ম এটাকে দেখে অনুপ্রাণিত হবে।’ এরপরে নীরজ চোপড়া আরও বলেন,‘আমি আশা করি আরও অনেক ভারতীয় ক্রীড়াবীদের নানা স্মারক এখানে জায়গা পাবে।’ তখনই অভিনব বিন্দ্রা জানান,‘হ্যা আমার রাইফেলটিও এখানে রাখা রয়েছে। যেটি দেখতে আমার ভালো লাগে। এবং সেটিকে দেখে নিজেকে অনুপ্রাণিত করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।