বাংলা নিউজ > ময়দান > ODI WC Qualifier: ৪-৬-৪-৬-৬-৪- সুপার ওভারে রেকর্ড রান, সঙ্গে বল হাতেও চমক, উইন্ডিজকে গুঁড়িয়ে নায়ক ভ্যান বিক- ভিডিয়ো

ODI WC Qualifier: ৪-৬-৪-৬-৬-৪- সুপার ওভারে রেকর্ড রান, সঙ্গে বল হাতেও চমক, উইন্ডিজকে গুঁড়িয়ে নায়ক ভ্যান বিক- ভিডিয়ো

সুপার ওভারের সুপার হিরো লোগান ভ্যান বিক।

সুপার ওভারে সবচেয়ে বেশি স্কোর করার রেকর্ড করেন ভ্যান বিক। এত দিন এই রেকর্ড ছিল যৌথ ভাবে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ এবং মহিলা দলের দখলে। দুই দলই সুপার ওভারে ২৫ করে রান করেছিলেন। যেটা ছিল এত দিন সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তাদের রেকর্ড এ দিন ভেঙে দেয় নেদারল্যান্ডসের ভ্যান বিক।

সোমবার ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস ম্যাচকে ঘিরে ছিল টানটান উত্তেজনা। এদিন প্রথমে ব্যাট করে পাহাড় প্রামণ ৩৭৪ রান করেছিল উইন্ডিজ। সেই রান ৫০ ওভারে তুলে ম্যাচ টাই করে ফেলে নেদারল্যান্ডল। এর পর খেলা গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে একাই ব্যাটে-বলে বাজিমাত করেন লোগান ভ্যান বিক।

সুপার ওভারের ছয় বলে তাঁর রানের পরিসংখ্যান ৪-৬-৪-৬-৬-৪। অর্থাৎ এই ওভারে তিনি জেসন হোল্ডারকে তিনটি ছক্কা এবং তিনটি চার হাঁকান। কোনও উইকেট না হারিয়ে মোট ৩০ রান করেন এই ওভারে। আর এক ব্যাটার স্কট এডওয়ার্ডসকে স্ট্রাইকে আসতেই হয়নি। চাপের মাঝে ওয়েস্ট ইন্ডিজের মতো এক সময়ের বিশ্বজয়ী দলের বিরুদ্ধে নিজের নার্ভ শান্ত রেখে এই রান করাটা কিন্তু একেবারেই সহজ ছিল না। কিন্তু সেটা করেই ইতিহাস লিখে ফেলেন ভ্যান বিক।

আরও পড়ুন: সুপার ওভারে উইন্ডিজকে নাস্তানাবুদ করে জয় ডাচেদের, বিশ বাও জলে ক্যারিবিয়ানদের বিশ্বকাপের আশা

সুপার ওভারে সবচেয়ে বেশি স্কোর করার রেকর্ড করেন ভ্যান বিক। এত দিন এই রেকর্ড ছিল যৌথ ভাবে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ এবং মহিলা দলের দখলে। দুই দলই সুপার ওভারে ২৫ করে রান করেছিলেন। যেটা ছিল এত দিন সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তাদের রেকর্ড এ দিন ভেঙে দেয় নেদারল্যান্ডস। বলা ভালো, এই রেকর্ড একাই ভেঙে দেন ভ্যান বিক। তিনি ছ'টি বলই বাউন্ডারিতে পাঠিয়েছেন। সেটা চার মেরেই হোক বা ছক্কা হাঁকিয়ে। তাঁর ৩০ রানই এখন সুপার ওভারে করা সর্বোচ্চ স্কোর।

উইন্ডিজ জবাবে ব্যাট করতে নামলে বল করতে আসেন সেই ভ্যান বিকই। ব্য়াটের পর বল হাতেও তিনি কামাল করেন। জনসন চার্লস তাঁর প্রথম বলে ছক্কা দিয়েই শুরুটা করেছিলেন। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেনি উইন্ডিজ। ভ্যান বিকের পরের চার বলে বলে চার, ছক্কা হওয়া তো দূরের কথা, দ্বিতীয় ও তৃতীয় বলে দু'টি সিঙ্গল রান হয়। আর চতুর্থ এবং পঞ্চম বলে দুই উইকেট পড়ে যায়। সুপার ওভারে মাত্র ৮ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে তারা হেরে বসে থাকে।

নেদারল্যান্ডস এদিন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তাদের বিশ্বকাপ খেলার স্বপ্নে কার্যত জল ঢেলে দিল। কারণ এদিন ডাচেদের কাছে হারার ফলে, তৃতীয় দল হিসেবে কোনও পয়েন্ট ছাড়াই সুপার সিক্সে পৌঁছল ক্যারিবিয়ানরা। যে কারণে বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইটা যে তাদের মারাত্মক কঠিন হয়ে গেল, সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং মূল পর্বে ওঠার সম্ভাবনাও জটিল অঙ্কে আটকে গেল।

আরও পড়ুন: শুকনো হাতে হয়তো থাকতে হবে না ইডেনকে, বিশ্বকাপের সেমিফাইনাল পেতে পারে কলকাতা- রিপোর্ট

সোমবার প্রথমে ব্যাট করে ৩৭৪ রানের পাহাড় গড়েও কোনও লাভ হল না উইন্ডিজের। ৯ উইকেট হারিয়ে সেই রান তুলে ফেলে ম্যাচ টাই করে নেদারল্যান্ডস। এর পর সুপার ওভার খেলা হলে, তাতে ক্যারিবিয়ান ব্রিগেডকে একেবারে ল্য়াজেগোবরে করে ছাড়ে ডাচেরা। সুপার ওভারে ব্যাটে-বলে একাই তাণ্ডব চালান লোগান ভ্যান বিক। আর তাঁর তাণ্ডবে খসে পড়ে উইন্ডিজের যাবতীয় প্রতিরোধ। আর এই ম্যাচ হেরে বিশ বাও জলে চলে গেল ক্যারিবিয়ান ব্রিগেডের ২০২৩ বিশ্বকাপের মূল পর্বে খেলার আশাটুকুও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কান্নাকাটির ফল মিলছে, ডেরেকের সঙ্গে বৈঠকে কুণাল? উদ্যোগে ব্রাত্য আরও বাড়ল তৃণমূলের বিপদ, দাড়িভিট ও ময়নার ২ হত্যাকাণ্ডে FIR দায়ের করল NIA আইএসএলে মহমেডানের স্পনসর আনতে ত্রাতা সৌরভ গঙ্গোপাধ্যায়! নজরে রয় কৃষ্ণা KKR-এর বিরুদ্ধে কেন রোহিতকে একাদশে রাখা হয়নি? কারণ খোলসা করলেন পিযূষ চাওলা ‘মুম্বই,চেন্নাইতে শিল্পীদের রাজার মতো রাখা হয়,’ Pushpa 2র গান লিখে বলছেন শ্রীজাত জুন-জুলাইয়ে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকার মহিলা দল, খেলা হবে মাল্টি-ফর্ম্যাট সিরিজ অমৃতার সঙ্গে 'অ্যাবিউসিভ' বিয়ে ভাঙেন, সইফকে শুরু থেকেই নিয়ন্ত্রণ করতেন প্রাক্তন? পুরনো সেই দিনের কথা! মমতার সঙ্গে বিশেষ ছবি পোস্ট করলেন কুণাল, তোলপাড় নেটপাড়া লেস-আপ পোশাকে নেটদুনিয়ায় 'জাহ্নবী' ঝড়! পোশাকটির দাম শুনলে কাঁপবে আপনার পকেটও কোর্টের গুঁতোয় শিক্ষক কম, একাদশে ভরতির প্রক্রিয়া নিয়ে চিন্তায় অনেক স্কুল

Latest IPL News

IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video 2024 IPL অভিযান শেষ দীপক চাহার, মায়াঙ্ক যাদবের? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বউয়ের সামনে MI-কে কাঁদাল 'পুুরনো' স্টার্ক, নেটপাড়া বলল KKR-র ‘লাকি চার্ম হিলি’ MI-এর বিরুদ্ধে KKR-এর হয়ে এক ম্যাচে ৪ উইকেট,রাসেল-নারিনদের সঙ্গে একাসনে স্টার্ক IPL-এর একটি ম্যাচে দুই দলই অল আউট, বিরল নজির MI vs KKR ম্যাচে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.