টোকিও অলিম্পিক্সে দুরন্ত পারফর্ম্যান্সের সুফল পেল ভারতের মহিলা হকি দল। সেমিফাইনালে ওঠার স্বীকৃতি মিলল দলগত বিশ্বব়্যাঙ্কিংয়ে।
সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিক্সের হকিতে ভারতের মেয়েরা শুরুটা মোটেও ভালো করতে পারেননি। গ্রুপ লিগের প্রথম তিনটি ম্যাচে হারতে হয় রানি রামপালদের। তবে লিগের শেষ দু'টি ম্যাচ জিতে পুল-এ'র চতুর্থ দল হিসেবে নক-আউট জায়গা করে নেয় ভারত। পরে কোয়ার্টার ফাইনালে তিন বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে তারা। সেমিফাইনালে আর্জেন্তিনার কাছে ও ব্রোঞ্জ মেডেল ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হারলেও দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেয় ভারতীয় দল।
অলিম্পিক্সে এমন চমকপ্রদ পারফর্ম্যান্সের জেরে বিশ্বব়্যাঙ্কিংয়ে উন্নতি করে ভারত। অলিম্পিক্সের আগে ভারতীয় মহিলা দলের বিশ্বব়্যাঙ্কিং ছিল ১০। অলিম্পিক্সের পর দু'ধাপ উঠে এসে তারা অবস্থান করছে আট নম্বরে।
টোকিওয় সোনা জেতা নেদারল্যান্ডস রয়েছে তালিকার শীর্ষে। ইংল্যান্ড অবস্থান করছে বিশ্বব়্যাঙ্কিংয়ের দু'নম্বরে। টোকিওয় রুপোর পদক জেতা আর্জেন্তিনা রয়েছে তিন নম্বরে। ভারতের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হওয়া অস্ট্রেলিয়া রয়েছে ব়্যাঙ্কিংয়ের চার নম্বরে। জার্মানি, স্পেন ও নিউজিল্যান্ড রয়েছে যথাক্রমে ব়্যাঙ্কিং তালিকার পাঁচ, ছয় ও সাত নম্বরে।
টোকিও অলিম্পিক্সে ভারতের ফলাফল:-
১. নেদারল্যান্ডসের কাছে ১-৫ গোলে পরাজিত হয়।
২. জার্মানির কাছে ০-২ গোলে হেরে যায়।
৩. গ্রেট ব্রিটেনের কাছে ১-৪ গোলে হার মানে।
৪. আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দেয়।
৫. দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে পরাজিত করে।
৬. কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে দেয়।
৭. সেমিফাইনালে আর্জেন্তিনার কাছে ১-২ গোলে হার মানে।
৮. ব্রোঞ্জ মেডেল ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে ৩-৪ গোলে হেরে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।