Women hockey
সেরা খবর
সেরা ভিডিয়ো

টোকিয়োয় তৈরি হল ইতিহাস। অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনালে ভারত যে পুরোপুরি দাপট দেখিয়েছে, তা নয়। কিন্তু যেটা করার দরকার ছিল, সেটাই করেছেন রানি রামপালরা। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন গুরজিত কৌর। সেটাই ম্যাচে ভারতের একমাত্র পেনাল্টি কর্নার ছিল। অন্যদিকে, একাধিক পেনাল্টি কর্নার পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দুর্ভেদ্য হয়ে ওঠেন সবিতা। তাঁকে একবারও পরাস্ত করতে পারেননি অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। শেষের দিকে মুহুর্মূহূ আক্রমণ শানিয়েও গোল করতে পারেননি তাঁরা। দাঁতে দাঁতে চেপে লড়াই করতে থাকে ভারতীয় রক্ষণ। গোল লক্ষ্য করে অস্ট্রেলিয়া ২০ টি শট নেয়। সেখানে ভারতের গোলমুখী শটের সংখ্যা ছিল পাঁচ। বল পজেশনেও সামান্য পিছিযে ছিলেন রানি রামপলরা। তাতে অবশ্য কোনও লাভ হয়নি অস্ট্রেলিয়ার। এবার ভারত সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -
সেরা ছবি

- India vs China, Women's Junior Asia Cup Hockey 2024: জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন চিনকে শুট-আউটে হারিয়ে খেতাব ধরে রাখে ভারতের মহিলা দল।



