বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > লজ্জার! Tokyo-তে মাত্র ১০ জন অ্যাথলিট পাঠিয়েছে পাকিস্তান, সরব প্রাক্তন ক্রিকেটার

লজ্জার! Tokyo-তে মাত্র ১০ জন অ্যাথলিট পাঠিয়েছে পাকিস্তান, সরব প্রাক্তন ক্রিকেটার

অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের অ্যাথলিটরা।

এ বার পাকিস্তানের মাত্র ১০ জন অ্যাথলিট টোকিও-তে গিয়েছেন অলিম্পিক্সে অংশ নিতে। যার জেরে ক্ষুব্ধ অনেক ক্রীড়া ব্যক্তিত্বই।

ক্রীড়াক্ষেত্রে পাকিস্তান যে ভাবে পিছিয়ে পড়ছে, তাতে নিজের ক্ষোভ আর ধরে রাখতে পারলেন না প্রাক্তন তারকা ক্রিকেটার ইমরান নাজির। এ বার পাকিস্তানের মাত্র ১০ জন অ্যাথলিট টোকিও-তে গিয়েছেন অলিম্পিক্সে অংশ নিতে। যার জেরে ক্ষুব্ধ অনেক ক্রীড়া ব্যক্তিত্বই।

ইমরান নাজির একটি টুইট করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। টুইটে নাজির লিখেছেন, ‘এটা সত্যিই খুব দুঃখের! দেশের ২২০ মিলিয়ন (২২ কোটি) লোকের মধ্যে মাত্র ১০ জন অ্যাথলিট। পাকিস্তানের খেলাধূলায় এমন দুর্গতির জন্য যারা দায়ী, তাদের লজ্জা হওয়া উচিত!’

শুধু স্পোর্টস সংস্থাকে নয়, এর জন্য পাকিস্তানের জনসাধারণকেও দায়ি করেছেন নাজির। তিনি আরও একটি টুইটে লিখেছেন, ‘সকলে বিভিন্ন সংস্থাকে এর জন্য দোষারোপ করবে। তবে কতজন নাগরিক রয়েছেন, যাঁরা দেশের অ্যাথলিটদের সমর্থন করে? যে কোনও ক্রীড়াবিদ আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা কথা জানান, দেখুন কোনও গ্রুপ বা ব্যক্তি তাঁদের স্বপ্ন পূরণের জন্য আদৌ সাহায্য করে!’

ভারতের মোট ১২৭ জন অ্যাথলিট টোকিও-তে গিয়েছেন। এর মধ্যে শনিবার মীরাবাঈ চানু ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে রুপোর পদক জিতে নিয়েছেন। প্রতিবেশী দেশের এই সাফল্যের পর আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তানের প্রাক্তন ক্রীড়াবিদরা।

এমনিতেই করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক ছাড়াই মার্চ পাস্টে হেঁটেছিলেন পাকিস্তানের পতাকাবাহকরা। তার পরেই বিতর্ক শুরু হয়েছিল। তার মধ্যে আবার মাত্র ১০ জন অ্যাথলিট অলিম্পিক্সে অংশ গ্রহণ করা নিয়েও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

বন্ধ করুন