বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: ‘গোটা দেশ তোমাদের পারফরম্যান্স মনে রাখবে’, পরাজয় সত্ত্বেও মহিলা হকি দলের লড়াইকে কুর্নিশ প্রধানমন্ত্রী মোদীর

Tokyo 2020: ‘গোটা দেশ তোমাদের পারফরম্যান্স মনে রাখবে’, পরাজয় সত্ত্বেও মহিলা হকি দলের লড়াইকে কুর্নিশ প্রধানমন্ত্রী মোদীর

ম্যাচ শেষে হতাশ ভারতীয় মহিলা হকি দলের তারকারা। ছবি- রয়টার্স। (REUTERS)

ব্রোঞ্জ মেডেল ম্যাচে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৩-৪ গোলে পরাস্ত হয় ভারতীয় মহিলা হকি দল।

পুরুষরা পেরেছিলেন, তবে মহিলা হকি দলের তারকারা পারলেন না। রিওর অলিম্পিক্স চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে টানটান ম্যাচে শেষ অবধি লড়াই করেও ৩-৪ গোলে পরাস্ত হতে হয় ভারতীয় মহিলা হকি দলকে। হাতছাড়া হয় ব্রোঞ্জ।

২-০ পিছিয়ে গিয়েও দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই পাঁচ মিনিটের ব্যবধানে তিন গোল করে লিড নিয়ে নেন রানি রামপালরা। তবে ব্রিটেনের দক্ষতা এবং নিয়মিত আক্রমণের সামনে অবশেষে প্রায় দুর্ভেদ্য দেখানো ভারকীয় গোলরক্ষক সবিতাকেও নত হতে হয়। তবে ম্যাচের ফলাফল যাই হোক, গোটা দেশ ভারতীয় মহিলা হকি দলের পারফরম্যান্স এবং লড়াইয়ে মুগ্ধ। রানি রামপালদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।  

প্রধানমন্ত্রী নিজের টুইটে লেখেন, ‘গোটা দেশ চিরকাল টোকিওতে আমাদের মহিলা হকি দলের পারফরম্যান্সকে মনে রাখবে। গোটা টুর্নামেন্ট জুড়েও তাঁরা নিজেদের সেরাটা দিয়েছে। দলের প্রতিটি সদস্যই অকল্পনীয় সাহস, দক্ষতা এবং হার না মানা মনোভাবে সমৃদ্ধ। ভারতবর্ষ এই দলকে নিয়ে গর্বিত।’

(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)

ব্রোঞ্জ ফসকালেও অস্ট্রেলিয়াকে হারানো থেকে প্রথমবার সেমিফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করা, ভারতীয় মহিলা হকি দল এবং সবমিলিয়ে গোটা ভারতীয় হকির উত্থানের সাক্ষী থেকেছে টোকিও। আগামী দিনে এই পারফরম্যান্স ও লড়াই থেকে প্রাপ্ত অভিজ্ঞতা দলকে আরও অনেক সাফল্যের দিকে এগিয়ে যাবে, এমনটাই আশা রাখবে গোটা দেশ।

বন্ধ করুন